Categories: sport

India beat ICC T20 World Cup 2014 champion Sri Lanka!

The Dhaka Times Desk টি২০ বিশ্বকাপ ২০১৪ বাংলাদেশ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা। লঙ্কান সিংহ’রা ৬ উইকেটে  দুই ওভার ১ বল বাকি থাকতেই ভারতীয়দের হারায়।


1962666_777730492246049_2107947495_n1962666_777730492246049_2107947495_n
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের ফাইনালে লো-স্কোরিং ম্যাচে শ্রীলংকা ভারতকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ নিজেদের করে নিল।  এখন পর্যন্ত বিশ্ব টি২০ আসরে ছয়বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা, ৩-৩ জয় নিয়ে সমান অবস্থানে রয়েছে।

India: রহিত শর্মা, আজাঙ্কা রাহনে, ভিরাট কহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, মাহেন্দ্র সিং ধনী, রবীন্দ্র জাদেজা,আশ্বিন, আমিত মিশ্র, ভুবেণঈশ্বর কুমার, মোহিত শর্মা।

শ্রীলংকাঃ কুশাল পেরেরা, তিলকা রাত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, থিরেমান্নে, এঞ্জেলো মেথিউস, থিসারা পেরেরা, কুলাসেকারা। সেনানায়েক, লাসিথ মালিঙ্গা, রাঙ্গানা হেরাথ।

ব্যাটিং এ নেমেই শুরুতে ভারত আজঙ্কা রেহানের উইকেট হারালে কিছুটা ধীরে এগোয় ভারতের রানের চাকা। তবে ফাস্ট ডাউনে নামা ভিরাট কহেলি এবং রহিত শর্মা জুটি বেঁধে দলকে দ্রুত স্কোরের দিকে নিয়ে যান। রহিত শর্মা ২৬ বলে ২৯ রান করে রাঙ্গানা হেরাথের বলে আউট হলে, যুবরাজ সিং এবং কহেলি ভারতকে ১০০ রানের কোটা পার করিয়ে দেন। কহেলি তুলে নেন নিজের অর্ধ শতক। ৪টি ছক্কা এবং ৫টি চারের মার এসেছে কহেলির ব্যাট থেকে।

Related Posts

তবে ম্যাচের ১৪ ওভার থেকে মোড় ঘুরে যায়। ভারতের ব্যাটসম্যানদের ব্যাটে বলে যেন হচ্ছিলোনা। যুবরাজ সিং মাত্র ১১ রান করেন ২১ বল খেলে। কুলাসেকারা যুবরাজ সিংকে আউট করেলে, যুবরাজের বিদায়ে ভারতের সমর্থকরা হাফ ছেড়ে বাচে। শেষ দিকে ধনী মাঠে নেমে খেলা আরও স্লো করে দেন। ধনী ৭ বল খেলে মাত্র ৪ রান করেন। তাও শেষ বলে রান আউট হয়ে সাজ ঘরে ফিরেন। এদিকে ম্যাচের সর্বোচ্চ স্কোরার ভিরাট কহেলি ৫৮ বলে ৭৭ রান করেন।

শ্রীলংকার হয়ে কুলাসেকারা, মেথিউস, হেরাথ ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকার দ্বিতীয় ওভারে মোহিত শর্মার বলে আউট হন কুশল পেরেরা। কুশলের সংগ্রহ সাত বলে পাঁচ রান। এর পর আশ্বিনের বলে প্যাভিলিয়নের পথ ধরেন তিলকারত্নে দিলশান। দিলশান করেন ১৬ বলে ১৮ রান। দশম ওভারে মাহেলা জয়াবর্ধনে আউট হয়ে যান নিজের ২৪ বলে ২৪ রান করে। এর পর সাঙ্গাকারা এবং পেরেরা দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। সাঙ্গাকারা করেন ৫২ রান এবং পেরেরা ২১ রান করেন। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে শ্রীলংকা ভারতকে হারিয়ে, আইসিসি টি২০ বিশ্বকাপ ২০১৪ আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মিরপুরের মাঠে আকাশের গর্জনের কারণে দেরিতে ম্যাচ শুরু হলেও, দুর্দান্ত এক ফাইনাল খেলাই উপভোগ করেছে বিশ্ববাসী। এবারের বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সাফল্য ইতোমধ্যে আইসিসি ফলাও করে জানিয়ে দিয়েছে।

দি ঢাকা টাইমসের পক্ষ থেকে অভিনন্দন চ্যাম্পিয়ন শ্রীলংকা দল’কে।

This post was last modified on এপ্রিল ৬, ২০১৪ 11:30 pm

Zia

"Great as father's money, poor as my own money. Ultimate I consider myself poor. Because of father's money, Futani Marina."

Recent Posts

র‌্যাংগস ইমার্টের আয়োজন: ওএলইডি ফেয়ার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…

% days ago

জোভান-তটিনীর ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রিয়সীনি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…

% days ago

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…

% days ago

আজ ঐতিহাসিক ২৬ শে মার্চ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

The Dhaka Times Desk Today is March 26, the Great Independence and National Day. 1971…

% days ago

সমুদ্রের জলরাশির উত্থান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…

% days ago

আজ সেই ভয়াল বিভীষিকাময় কালরাত্রি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…

% days ago