The Dhaka Times Desk নোকিয়া তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন Nokia X নিয়ে চার মাস আগে বাজারে আসে । মূলত এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের বাজারে প্রবেশ করে নোকিয়া তথা মাইক্রোসফট। কিন্তু অ্যান্ড্রয়েড ওএস হ্যান্ডসেট নিয়ে আসলেও সেগুলো মানুষের মাঝে সাড়া ফেলতে ব্যর্থ হয়। আগের ফোনগুলোর বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে নোকিয়া নিয়ে এলো Nokia X2।
আগের ফোনগুলোর মত এটিও চলবে অ্যান্ড্রয়েডের ফর্কড ভার্সনে। তাছাড়া এতে থাকবে না কোন ধরণের ফ্যাক্টরি ইন্সটলড অ্যাপ্লিকেশন। সাধারণত নতুন অ্যান্ড্রয়েড ফোনে নানা ধরণের অ্যাপ যেমন- জিমেইল, ইউটিউব, ম্যাপস, হ্যাংআউট এবং গুগল প্লে আগে থেকেই ইন্সটল করা থাকে। তবে এর পরিবর্তে এতে থাকবে মাইক্রোসফটের নিজস্ব কিছু অ্যাপ যেমন- স্কাইপ, আউটলুক.কম, ওয়ানড্রাইভ, ওয়ান নোট, Here Maps, মিক্স রেডিও প্রভৃতি। আর এতেও থাকছেনা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর সুযোগ, তার পরিবর্তে এতে রয়েছে নোকিয়া অ্যাপস্টোর। এতে ব্যবহার করা হয়েছে Tiled User Interface যা সাধারণত উইন্ডোজ ফোনে দেখা যায়। এছাড়াও ব্যবহার করা হয়েছে নোকিয়া আশা সিরিজের ডিভাইসে ব্যবহৃত এফইউআই বা Fastlane User Interface।
কি কি ফিচার থাকছে এতেঃ
নোকিয়া এক্স২ তে রয়েছে ৪.৩ ইঞ্চির ডিসপ্লে, যা ৪৮০x৮০০ রেজ্যুলেশন ক্ষমতাসম্পন্ন। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর স্ন্যাপড্রাগন 200 SoC প্রসেসর। ১ গিগাবাইট র্যাম, ইন্টারনাল মেমরি ৪ গিগাবাইট যা ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করা যাবে। ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া অন্যান্য সাধারণ কিছু ফিচারতো থাকছেই। তবে এবারই প্রথমবারের মত স্ক্রিণের নিছে যুক্ত করা হয়েছে হোম বাটন। ফোনটি আগামী জুলাই থেকে বাজারে ছাড়ার কথা রয়েছে। আর এর মূল্য হতে পারে ১৩৫ মার্কিন ডলার। বাজারে এটি কেমন সাড়া ফেলতে পারে তাই এখন দেখার বিষয়।
This post was last modified on জুন ৩০, ২০১৪ 9:45 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…