The Dhaka Times Desk ঈদ আসলে ভালো ছবিগুলো মুক্তি দেওয়া হয়। এমনই একটি ছবি এবারের ঈদে কিস্তিমাত করতে আসছে। এই ছবির নাম ‘কিস্তিমাত’। ছবিটি কোরবানীর ঈদের প্রথম ছবি হিসেবে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
‘কিস্তিমাত’ ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পরিচালক আশিকুর রহমানের এটি দ্বিতীয় ছবি। এই পরিচালকের প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’।
‘কিস্তিমাত’ ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ।
একজন পুলিশ কর্মকর্তা। তিনি একেবারেই খামখেয়ালি। কাজকর্মে কোনো মন নেই। কিন্তু এই পুলিশ কর্মকর্তায় একসময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। তিনি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে হার মানে অন্য পুলিশ কর্মকর্তারা। এমনই একটি ভিন্ন মাত্রার চলচ্চিত্র হলো এই ‘কিস্তিমাত’। এই পুলিশ কর্মকর্তার ভূমিকাতে অভিনয় করবেন আরেফিন শুভ এবং তার সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন এই প্রজন্মের নায়িকা আঁচল।
‘কিস্তিমাত’ ছবিটি প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবি এটি। পুরোটাই একটা দাবা খেলার মতো। এই ছবিতে দর্শকেরা নতুনত্বের ছোঁয়া পাবেন এটি অনায়াসে বলা যায়। ‘কিস্তিমাত’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে টাইগার মিডিয়া লিমিটেড ও অভি কথাচিত্র।
‘কিস্তিমাত’ ছবির শুটিং-এর ভিডিও দেখুন
This post was last modified on সেপ্টেম্বর ২৫, ২০১৪ 11:31 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি ঋতুস্রাব চলাকালীন অতিরিক্ত রক্তপাত, পেটে যন্ত্রণা, পেটফাঁপা,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানহীন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। এই ধরনের ভিডিওর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একবার চশমা চোখে উঠলেই আর রক্ষে নেই- সেটি সারাজীবনের সঙ্গী।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের ১৫ নভেম্বর মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে ছুটিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে মহিলা জানিয়েছেন, তার স্বামী ১১…