The first app to chat in Bengali: Our Tapur Tapur Talk!

The Dhaka Times Desk মহান ভাষা দিবসকে সামনে রেখে বাংলা ভাষায় চ্যাট করার প্রথম অ্যাপ্লিকেশন এসেছে। এটির নাম দেওয়া হয়েছে আমাদের টাপুর টুপুর টক্, সংক্ষেপে AT3!


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে, লাখো বাংলা ভাষাভাষীদের বাংলায় চ্যাট করার সুযোগ করে দিচ্ছে AT3! এইবারই সর্বপ্রথম পূর্ণাঙ্গ বাংলা মেসেজইং অ্যাপ্লিকেশন আমাদের টাপুর টুপুর টক্। AT3 নিয়ে এলো আমাদের ক্লাউড লিঃ। এই অ্যাপ্লিকেশন যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ (সাপোর্ট) করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এতে রয়েছে ফোনেটিক বাংলা এবং ইংরেজি কীবোর্ড, যার সাহায্যে ব্যবহারকারীরা বাংলার পাশপাশি ইংরেজিতেও বার্তা আদান-প্রদান করতে পারবেন। আমাদের টাপুর টুপুর টক্-এর মূল বৈশিষ্ট্য হলো বার্তা আদান-প্রদান হলেও এতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ও প্রয়োজনীয় ফিচার। একজন ব্যবহারকারী (ইউজার) ম্যাপের সাহায্যে তাঁর অবস্থান জানতে ও জানাতে পারবেন, সেইসঙ্গে পাঠাতে পারবেন ভয়েস মেসেজ। ছবি, ডকুমেন্ট, কন্টাক্ট, ভিডিও কিংবা অডিও ফাইল বন্ধুদের সাথে শেয়ার করা যাবে নিমেষেই। আরও রয়েছে কালারিং টুল সহ একই সাথে একাধিক ডুডল স্ক্রীণ-এ কাজ করার ব্যবস্থা। এসকল ফিচার ব্যবহার করা খুবই চিত্রসম্বলিত এবং সুবিধাজনক। প্রয়োজনে বন্ধুরা একই ডুডল ক্যানভাস যৌথভাবেও ব্যবহার করতে পারবেন। এছাড়া একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত কিছু তথ্য ও আইকন হালনাগাদ করে নিজের প্রোফাইল সাজিয়ে নিতে পারেন।

আমাদের টাপুর টুপুর টক্-এর সাহায্যে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা এবং ফ্রি মেসেজ পাঠানো ছাড়াও শেরে নিতে পারবেন দৈনন্দিন প্রয়োজনীয় কাজ। ধরুন আপনি এক অপরিচিত জায়গায় গেছেন, কারো সাথে দেখা করা প্রয়োজন, কাওকে খুঁজছেন বা পথ হারিয়েছেন। আপনার অবস্থান শেয়ার করে জানিয়ে দিন বা জেনে নিন মিটিং এর নির্দিষ্ট স্থান। চমৎকার কোনো সময় কাটাচ্ছেন, প্রিয়জন-এর সাথে শেয়ার করুন প্রতিমুহূর্তের ছবি, ডকুমেন্ট কিম্বা অডিও/ভিডিও ফাইল।

Related Posts

সদ্য ক্যামেরায় তোলা বা ডিভাইসে থাকা কোনো ছবি ইন্টারেক্টিভ ডুডলের মাধ্যমে রিয়েল টাইমে পৌছে দিন অন্যান্য ইউজারদের কাছে।
বন্ধুদের AT3 অ্যাপ্লিকেশন চালু করে ডিভাইসের যেকোনো কন্টাক্ট সিলেক্ট করুন। অ্যাপ্লিকেশন আপনার নির্বাচিত AT3 কন্টাক্টের কাছে AT3-তে যোগদান করার আমন্ত্রণ পাঠাবে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিংক প্রদান করবে। এই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবেই একজন ইউজারের কন্টাক্ট তালিকা থেকে অন্যান্য AT3 সনাক্ত করে সংযোজন করে নেবে। AT3 গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করা যাবে।

বর্তমান ফীচার সমূহ:

১. ভয়েস বার্তা প্রেরণ (push to talk)
২. একাধিক ডুডল স্ক্রিনে বিভিন্ন টুল এর সাহায্যে কাজ করার ব্যবস্থা
৩. ম্যাপ এর সাহায্যে অবস্থা সেয়ার
৪. ভিডিও, নথিপত্র এবং অডিও ফাইল সেয়ার
৫. ছবি তুলে সেয়ার করা বা ডুডলে ব্যবহার করা
৬. নথিপত্র এবং অডিও ফাইল সেয়ার
৭. কন্টাক্ট শেয়ারিং

আসন্ন ফিচার সমূহ:

১. অডিও এবং ভিডিও কল করার ব্যবস্থা
২. স্বনির্ধারিত ওয়ালপেপার এবং আকর্ষণীও স্টিকার
৩. iPhone ও iPad ইউজারদের জন্যে iOS ভার্সন

গুগল প্লে লিংক:

https://thedhakatimes.com/go/AT3

ডাউনলোড QR Code:

আমাদের ক্লাউড লিঃ (এ সি এল) এর পরিচিতি:

আমাদের ক্লাউড লিঃ বাংলাদেশের প্রথম যৌথ এবং ব্যক্তিগত ক্লাউড সেবা প্রদানকারী সংস্থা। সফটওয়্যার সার্ভিস (এস এ এ এস) সেবার মাধ্যমে এ সি এল নানাবিধ সফটওয়্যার তৈরি এবং হোস্ট করে থাকে, যেমন ই আর পি, ডিজিটাল জরিপ অবকাঠামো, ডেস্কটপ ভিডিও কনফারেন্স, ইত্যাদি। ইতিমদ্ধে বেশ কিছু এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি রয়েছে এ সি এল। উপরন্তু, ব্যাংক কোষাগার, স্টোর রুম বা অন্য কোন স্থানে দূরবর্তী তত্বাবধান ও পর্যবেক্ষণ করার সিস্টেম তৈরি রয়েছে এ সি এল।

This post was last modified on ফেব্রুয়ারি ২১, ২০১৫ 9:31 pm

Staff reporter

Recent Posts

বাংলালিংকের নতুন সিইও হচ্ছেন ইওহান বুসে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…

% days ago

ঈদ উপলক্ষে ন্যানসি কন্যার কণ্ঠে নতুন গান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…

% days ago

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শের পরই গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত ২০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…

% days ago

বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক: কিন্তু খেলো এক চড়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…

% days ago

বনের মধ্যেদিয়ে চলে গেছে রেলপথ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪৩১…

% days ago

বিশেষ একটি ফল ঋতুস্রাবজনিত শারীরিক অস্বস্তি নিয়ন্ত্রণে রাখবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি ঋতুস্রাব চলাকালীন অতিরিক্ত রক্তপাত, পেটে যন্ত্রণা, পেটফাঁপা,…

% days ago