The Dhaka Times Desk সিনেমা থেকে এবার ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের ব্যাপক আলোচিত নায়িকা পরীমনি।
পরীমনি মানেই ব্যাপক হিট। বর্তমান সময়ে ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত তারকা পরীমনির মাত্র একটি ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পেয়েছে। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে অথবা শুটিং চলছে কিংবা পরিকল্পনায় রয়েছে- এমন আরও অন্তত ৩০টি ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে পরীমনির নাম। অভিনেত্রী হিসেবে অবশ্য পরীমনির যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দাতেই। দীর্ঘদিন পর এবার সিনেমা থেকে ধারাবাহিক নাটকে দর্শকের সামনে হাজির হতে চলেছেন আলোচিত এই অভিনেত্রী পরীমনি।
মেহেদী হাসান জনির লেখা ধারাবাহিক নাটকটির নাম ‘এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর’। নির্মাতা বি ইউ শুভর নতুন এই ধারাবাহিক নাটকের মাধ্যমেই টিভি নাটকে ফিরছেন হালের জনপ্রিয় এই নায়িকা পরীমনি। মেসবাড়ীর নানা ঘটন-অঘটনকে নিয়ে নির্মিত এই নাটকটি খুব শীঘ্রই সম্প্রচার শুরু হবে আরটিভির পর্দায়।
‘এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর’ ধারাবাহিকটির কাহিনী এমন:
‘একটি মেস বাড়িতে ভাড়া থাকে কয়েকজন ব্যাচেলর যুবক। আল্ট্রা মডার্ন বুয়ার অত্যাচারে অতিষ্ট মেসের সকলেই। বাড়ির মালিকের মেয়ের সঙ্গেই একজন মেস সদস্যর গড়ে ওঠে মধুর সম্পর্ক। একদিন ওই বাড়িতেই স্বামী সুমন পাটোয়ারীকে নিয়ে ভাড়াটে হয়ে আসে পরীমনি। মেসের সকল যুবকদের মনোযোগ যায় তখন তার দিকে। স্বামীর আড়ালে পরীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। সকলের একটাই প্রশ্ন, এমন সুন্দর একটা মেয়ে, অথচ ইয়া মোটা এক লোকের সংসার করছে কি করে? এসব নানা ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক ‘এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর’।’
জানা গেছে, পরীমনির ৪০ পর্ব পর্যন্ত শুটিং সম্পন্ন করেছেন নির্মাতারা। নাটকে আরও একজন নবাগত নায়িকাও অভিনয় করবেন। বাপ্পা রাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কার্তুজ’ এর নায়িকা রিক্তা এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে মোশাররফ করিম, নিশো, আরফান, সামিয়া, নাঈম, অপূর্ব, এম এস জনি, মনিরা মিঠুসহ প্রমুখ।
This post was last modified on মার্চ ১৬, ২০১৫ 8:39 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…