The Dhaka Times Desk যেহেতু সবকিছুই ডিজিটাল তাহলে আর কষ্ট করে লেখা কেনো? ফেসবুক নাকি এমন এক প্রযুক্তি আবিষ্কার করতে চলেছে যা মস্তিষ্কের ভানায় টাইপ হয়ে যাবে!
এমন এক দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ । সম্প্রতি ফেসবুক বলেছে, তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যার কারণে কম্পিউটারগুলো সরাসরি মানব মস্তিষ্ক নিয়ন্ত্রিত হবে। ‘সাইলেন্ট স্পিচ’ নামে তারা একটি সফটওয়্যার নিয়েও কাজ করছেন। এই সফটওয়্যার ব্যবহার করে মানুষ প্রতি মিনিটে অন্ততপক্ষে ১শ’ টি শব্দ টাইপ করতে পারবে।
প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে নতুন প্রযুক্তির। ফেসবুক কর্মকর্তা রেগিনা দুগান জানিয়েছেন, এর অর্থ এটা নয় যে, আমরা কারো সব চিন্তা-ভাবনা সম্পর্কে জানতে পারবো। একজন মানুষের অনেক চিন্তা থাকতে পারে, তবে এরমধ্যে কোনটির কথা সে জানাবে ও কোনটির কথা জানাবে না, তা সে নিজেই নির্ধারণ করবে।
মার্ক জুকারবার্গ তার ফেসবুক পেজে লিখেছেন যে, আমরা যেটা করতে চাচ্ছি, সেটি হলো, মানুষ সরাসরি তার মস্তিষ্ক ব্যবহার করে যাতে টাইপ করতে পারে। অর্থাৎ বর্তমানে মানুষ তার মোবাইল ফোনে যে গতিতে টাইপ করে তখন তার চেয়েও ৫ গুণ বেশি গতিতে টাইপ করা সম্ভব হবে।
ফেসবুক কর্মকর্তা রেগিনা দুগান আরও বলেন, একজন মানুষ যেগুলো চাইবে আমরা কেবল সেগুলো ‘ডিকোড’ করার বিষয়েই কাজ করছি। আমরা একটা ‘স্পিচ ইন্টারফেস’ নিয়ে কাজ করছি, যেটাতে কথা বলার স্বাভাবিক গতি ও নমনীয়তা সবই থাকবে। এই উদ্দেশ্য পূরণে সফটওয়্যার ও হার্ডওয়্যার দুই-ই তৈরি করছে ফেসবুক। সেজন্য ৬০ জন বিজ্ঞানী এবং শিক্ষাবিদের তালিকাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
This post was last modified on জুলাই ১৩, ২০২১ 10:11 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…