Categories: entertainment

'Dhaka Attack' by Shubo-Mahi in Italy

The Dhaka Times Desk বাংলাদেশের কোনো চলচ্চিত্র এভাবে বিদেশের বুকে সিনেমা হলের পর্দা কাঁপাবে তা কখনও কেও চিন্তাও করতে পারেনি। তবে এবার সত্যিই তাই ঘটেছে। এবার ইতালি কাঁপালো শুভ-মাহি’র ‘ঢাকা অ্যাটাক’।

আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত বক্স অফিস কাঁপানো সুপার হিট ছবি ‘ঢাকা অ্যাটাক’। দেশীয় চলচ্চিত্র অঙ্গনে বাজিমাত করে দেশের গন্ডী পেরিয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশে দর্শকদের মাতিয়ে রাখছেন বাংলাদেশী চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। বর্তমানে ইতালির বিভিন্ন অঞ্চলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর দর্শক ঘটেছে এই সব সিনেমা হলে।

এমন ভালোবাসার কথা জানাতে গত সপ্তাহে ‘ঢাকা অ্যাটাক’ টিমের পক্ষ হতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছবির কলাকুশলীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Related Posts

পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘এখন পর্যন্ত ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে বিভিন্ন সিনেমা হল ঘুরেছি। কোথাও সাউন্ড সিষ্টেম ঠিক পাইনি। তবে রোমের রয়েল সিনেমার সাউন্ড সিষ্টেম পারফেক্ট থাকায় দর্শকরা ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা ভালোভাবে উপভোগ করেতে পেরেছেন। সে কারণে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। তাই ছবিটি সারাবিশ্বে পৌঁছে দিতে রোম হতে এর যাত্রা শুরু হয়েছে।’

আরিফিন শুভ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘দর্শকদের উপস্থিতি দেখে এতো ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেকেই জানতেন না ‘ঢাকা অ্যাটাক’ আমার ছবি। যখন জানলো এ ছবির মানুষটি আমি, তারা আবেগে আত্মহারা হয়ে যান। অনেকেই আমার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফিন শুভ বলেন, আমি সুপারস্টার হতে চাইনা, আমি এন্টারটেইনার হতে চাই। একদিনের সুপারস্টার হতে আসিনি, সকলের ভালোবাসা পেতে এসেছি।

‘ঢাকা অ্যাটাক’ রোমে এই প্রথম ছবি যা কিনা হলে প্রপার ডিসিপি’র মাধ্যমে রিলিজ হয়েছে। ইতিপূর্বে এখানে ডিভিডি দিয়ে ‘মনপুরা’ দেখানো হয়। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে অফিসিয়ালি ইতালিতে বাংলা চলচ্চিত্র শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত ছবির কলাকুশলীরাও। ইতালির গাল্লারাতে চলতি মাসের ১৫ তারিখে ‘ঢাকা অ্যাটাক’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির কাহিনী লিখেছেন সানী সানোয়ার। আরিফিন শুভ-মাহিয়া মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা প্রমুখ।

This post was last modified on নভেম্বর ১৫, ২০১৭ 3:41 pm

Staff reporter

Recent Posts

Iranian director sentenced to 8 years in prison and flogging!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের প্রশংসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড এবং…

% days ago

Judge warns of sending Donald Trump to jail

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউ ইয়র্কের ম্যানহাটনে ফৌজদারি ঘুষ মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট…

% days ago

Press release: Basis election winners in festive atmosphere

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দমুখর ও অংশগ্রহণমূলকভাবে…

% days ago

Father forgave his son's murderer before execution!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি ঘটেছে সৌদি আরবে। ছেলেকে হত্যার জন্য বিচারপ্রার্থী ছিলেন…

% days ago

BASIS Election 2024-2026: Know Full Results

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার…

% days ago

Mountains in the sea!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৬ বৈশাখ ১৪৩১…

% days ago