The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Chitra-Chitra: The Story of a Mysterious Water Monster

The Dhaka Times Desk আজ আপনাদের সামনে তুলে ধরবো এক রহস্যময় জলদানবের কাহিনী। স্কটল্যান্ডের এক রহস্যময় লেক- লক নেস হ্রদ এ এই দানব বাস করে।

The-Loch-Ness-Centre

স্কটল্যান্ডের এক রহস্যময় লেক- লক নেস হ্রদ। এখানে প্রাগৈতিহাসিক অনেক প্রাণী দেখেছেন বলে কেও কেও দাবি করে থাকেন। বিচিত্র সব প্রাণীর দেখা মেলে বলেই হ্রদটির পরিচিতি পৃথিবী জুড়ে। এ হ্রদের কিংবদন্তি জলদানব ‘নেসি’র রহস্য আজও সমাধান করা যায়নি।

২০১১ সালের রৌদ্রোজ্জ্বল লক নেস হ্রদে দুটি নৌকা হঠাৎ বিশাল এক ঢেউ এসে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর এ জলদানব বিষয়ে আবারও কৌতূহল তৈরি হয়। গবেষকেরা এ জলদানবের কোন খোঁজ দিতে না পারলেও তাদের ধারণা এটা প্রাগৈতিহাসিক জলদানবের কাজ। গবেষকেরা এ প্রাণীটির অস্তিত্ব খুঁজতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন। এদেরই একজন ড. রবার্ট রাইসন। পরবর্তী সময়ে তিনি এই রহস্যময় জলদানব নিয়ে অভিযান চালিয়ে যেতে থাকলেন। ১৯৭২ সালে তিনি আরও সূক্ষ্‌ম কিছু যন্ত্রপাতি নিয়ে হ্রদে অভিযান চালালেন। আগস্টের আট তারিখে তার দলের সদস্যরা নৌকায় অপেক্ষা করছিল। রাত একটার দিকে পর্যবেক্ষণে এক বিচিত্র প্রাণীর অস্তিত্ব ধরা পড়ে, যার রয়েছে বিরাট আকারের ডানা। লম্বায় সেই ডানা ছয় ফুটের মতো। ড. রাইনসের মতে, আজ থেকে ৭ কোটি বছর আগে পৃথিবীতে এরকম প্রাণী ছিল। সূত্র: দৈনিক যুগান্তর অনলাইন।

জাপানের টেলিভিশনের একদল কর্মী বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পানির নিচে অভিযান চালালেন। তারা একটি ডুবোজাহাজে করে নেমেছিলেন। ৯৫০ ফুট নিচে একটি গভীর গুহা আবিষ্কার করছিলেন তারা। তাদের ধারণা, ওই গুহাটি ছিল সেই জলদানবের আশ্রয়স্থল। এর পরের বছর অভিযানে দলটি একটি প্রামাণ্য ছবি তুলল। তাতে দেখা গেল, ১২ ফুট লম্বা লাল-খয়েরি রংয়ের একটি প্রাণী। তার মাথা দেখা যাচ্ছিল না। গলা ছিল ধনুকের মতো বাঁকা, ৮ ফুট লম্বা। অনেক প্রাণীবিজ্ঞানীর মতে, লক নেস হ্রদের রহস্যময় প্রাণীটি হল প্রাগৈতিহাসিক আমলের মৎস্যভোজী সরীসৃপ। এই জাতীয় প্রাণীর অস্তিত্ব ৭ কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বলে সবার ধারণা ছিল।

অনেকের মতে, ১০-১৫ হাজার বছর আগে বরফ যুগ শেষ হওয়ার সময় বরফ গলা পানির স্রোতে এই জাতীয় কিছু প্রাণী অন্য স্থান থেকে এই হ্রদে ভেসে চলে আসে। এ রহস্যময় প্রাণীটি নিয়ে অনেক রকম বর্ণনা করা হয়েছে। অনেকেই বলেছেন, এটা হাতির মতো মোটা। কেও বা বলেছেন, ৩০ ফুট লম্বা, পিঠে চারটি কুঁজ। কেও বলেছেন, মাথা সাপের মতো। প্রাচীন ইতিহাসে এ ধরনের কিছু জলদানবের বিবরণ পাওয়া যায়। আইসল্যান্ডের বিভিন্ন কাহিনীতে রহস্যময় সামুদ্রিক প্রাণীর কথা আছে। আগোপোগো নামের এক সামুদ্রিক প্রাণীর কথা শোনা যায়। পাথরের গায়ে রেড ইন্ডিয়ানরা এই লম্বা গলার প্রাণীটির ছবি এঁকেছে।

কানাডার ভেনকুভারের সমুদ্রবিজ্ঞানী পল লি ব্লন্ড রহস্যময় বা অজানা প্রাণীদের নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তিনি তথ্য পেয়েছেন, ১৯১২ থেকে ১৯৩০ পর্যন্ত আলাস্কা ও অরিজেনের মাঝখানের এলাকায় তেত্রিশটি অদ্ভুত প্রাণী দেখা গেছে। জলদানবের যেসব বৈশিষ্ট্য পাওয়া গেছে তা হল : লম্বা গলা, অনেক কুঁজ, মাছের মতো ডানা, হলুদ পেট, বাইন বা সাপ জাতীয় মাছের মতো, ভোঁদড় জাতীয়, সামুদ্রিক ঘোড়ার মতো, সামুদ্রিক চতুষ্পদ সরীসৃপ যেমন কুমিরের মতো এবং কচ্ছপের পূর্বসূরীয় জাতের। অধ্যাপক পল লি ব্লন্ড আরও কিছু রহস্যময় সামুদ্রিক প্রাণীর বিবরণ সংরক্ষণ করলেন। তার একটি ছিল, একশ’ ফুট উচ্চতার ধুসর সবুজ প্রাণী। তার পিঠে ছিল কড মাছের মতো পাখা, যা এক ফুট মোটা। ওয়াশিংটনের জেনেরোস স্পিটে একটি রহস্যময় প্রাণী দেখা যায়। তার বিবরণে বলা হয়েছে, অদ্ভুত প্রাণীটির দেহে খয়েরি রংয়ে উজ্জ্বল কমলার মিশ্রণ রয়েছে। ৬ ফুট লম্বা গলা, পিঠে ৩টি কুঁজ এবং দীর্ঘ কেশর ছিল তার।

১৯৮৪ সালের জানুয়ারি মাসে প্রকৌশলী জিন থমসন মাছ ধরতে বেরিয়েছিলেন। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ৫ মাইল দূরে। হঠাৎ জিন দেখলেন, তার ২০০ ফুট দূরে হঠাৎ একটি প্রাণী ভেসে উঠেছে। জিন সেই প্রাণীটির বর্ণনা দিচ্ছেন, ২০ ফুট লম্বা ও ২ ফুট চওড়া হবে প্রাণীটি। সাদা তামাটে রংয়ের গলা এবং তার লম্বা লম্বা কানগুলো দোল খাচ্ছিল। লাজুক ও কৌতূহলী এই প্রাণীটি আমাকে দেখে অবাক হয়েছে বলে মনে হল। তারপর সে চলে যেতে চাইল। কয়েকবার মাথা ঝাঁকিয়ে সাঁতার কেটে চলে গেল ওটা। সাঁতার কাটার সময় তার দেহ মোচড় খাচ্ছিল। প্রত্যেক শতাব্দীতেই এখানে সেখানে বিভিন্ন জলদানবের খবর পাওয়া গেছে।

এরপরের কাহিনী ১৯৪৭ পর্যন্ত নানা গবেষণা থেকে প্রচার হল নেসির শরীর বিষয়ে নানা বর্ণনা। যার সারবস্তু হল সাপের মতো লম্বা গলা, পিঠে বড়সড় কুঁজ এবং থ্যাবড়া মাথা। তাকে নিয়ে ছবি আঁকা, কার্টুন ছড়া, গল্প, কৌতুক প্রভৃতিও হল। এমনকি ১৯৪৮-এ নেসিকে নিয়ে পোস্টকার্ডও প্রকাশিত হয়। ১৯৫১ সালে বন বিভাগের কর্মী মি. এল স্টুয়ার্ড নেসিকে পানি ছিটাতে ছিটাতে বহুক্ষণ ভেসে থাকতে দেখেছেন। তার বর্ণনায়, লম্বা গলার উপর মাথাটা অবিকল ভেড়ার মতো। পিঠে কয়েকটি কুঁজ এবং সব মিলিয়ে লম্বা প্রায় ১৫ মিটার। এরকম করে বিশ্বজুড়ে অসংখ্য জলদানব দেখার ঘটনা বর্ণিত হয়েছে নানা সময়ে। কে জানে হয়তো সত্যি সত্যি কোনো একদিন জলদানবের দেখা মিলতেও পারে।

আরেক কাহিনী ১৭৩৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে নরওয়ের এক ধর্মপ্রচারক পালতোলা জাহাজে করে গ্রিনল্যান্ডে যাচ্ছিলেন। তার নাম হাসন এগেড। তিনি সে সময় সমুদ্রে একটি অদ্ভুত এবং ভয়ানক জীব দেখেছিলেন। পানি থেকে উঠে প্রাণীটির গলা জাহাজে পড়েছিল। তিমি মাছের মতো ফোয়ারা তুলেছিল। দু’পাশে ছিল বড় ডানা। ১৯৩৩ সালে হিউ গ্রে নামক ব্যক্তি রোববার গির্জা থেকে ফেরার সময় অতিকায় জলদানব নেসির দেখা পান। ছবি তোলেন প্রাণীটির লেজের দিকের অংশের। ছবিসহ ঘটনা প্রকাশিত হয় ডেইলি স্কেচ ও ডেইলি রেকর্ড নামক দুটি সংবাদপত্রে। তথ্যসূত্র: অনলাইন

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish