The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ঈদ-উল-আযহা উপলক্ষে এনটিভি’র ৭ দিনব্যাপী অনুষ্ঠানসূচী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এনটিভি ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচি হাতে নিয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো।

NTV

ঈদের দিনঃ (১৬.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: চাঁদ মামার বাড়ি

এনটিভিতে ঈদের দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: চাঁদ মামার বাড়ি। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

দ্বৈত সঙ্গীতের অনুষ্ঠান: দুটি মন আর নেই দু’জনার

এনটিভিতে ঈদের দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে দ্বৈত সঙ্গীতের অনুষ্ঠান: দুটি মন আর নেই দু’জনার। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন- ফাহমিদা নবী-বাপ্পা মজুমদার, ন্যান্সি-আরেফিন রুমি, হৃদয় খান-লিজা, মুহিন-রন্টি, এলিটা-মাহাদী।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: ফুলের মতো বউ

এনটিভিতে ঈদের দিন সকাল ১০.০৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ফুলের মতো বউ’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: নট মাই লাইফ

এনটিভিতে ঈদের দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: নট মাই লাইফ। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নুরুল হক বাপ্পী মুন্না। অভিনয় করেছেন- তারিক আনাম, মৌসুমী, রোমানা, নাফিজা, নিলয়, মুকিত প্রমূখ।
Not my life

গেইম শো: ঈদ ক্যাম্প এগেইন

এনটিভিতে ঈদের দিন বিকেল ০৫:৩০ মিনিটে প্রচার হবে গেইম শো: ঈদ ক্যাম্প এগেইন। শিশু-কিশোরদের অংশগ্রহনে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুজাহিদুল ইসলাম তুষার। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে কিশোরদের দূরনত্মপনা নিয়ে। বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ১০ জন স্কাউট ও গার্লস গাইড সৈনিক অংশ নিবে। ঈদ ক্যাম্প আয়জনে কখনও সাঁতার, কখনও বোটিং, কখনওবা বারবিকিউ আয়োজনের সাথে বেজে উঠবে গিটার, নূপুরের তালে নাচবে রঙীন ফড়িং। এছাড়াও অনেক চ্যালেঞ্জিং গেইমসে অংশ নেবে ১০ জন প্রতিযোগী। প্রতিযোগীদের লটারীর মাধ্যমে দুটি গ্রূপে ভাগ করে দেয়া হবে, প্রতি ইভেন্টে থাকবে নির্দিষ্ট পয়েন্ট। অনুষ্ঠান শেষে সবচেয়ে এগিয়ে থাকা গ্রুপেই হবে ঈদ ক্যাম্প উইনার।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর প্রথম পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন-আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার
Rashayonik Prem
রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: সত্য বালক

এনটিভিতে ঈদের দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: সত্য বালক। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তিশা, মিশু সাব্বির, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন প্রমূখ।
Satta Balok
‘মীর বরকত তার জীবনে একবার একটি মিথ্যা কথা বলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, এরপর থেকে সে সিদ্ধানত্ম নিয়েছে আর একটি মিথ্যা কথাও বলবে না। কারণ তার মনেই হয়েছে, কাউকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। অবশ্য এখন সত্য কথা বলতে গিয়েও তাকে নানান ঝামেলায় পড়তে হচ্ছে। বরকতের একটি সত্য কথায় কানত্মার সাথে মোর্শেদের প্রেম প্রায় যায় যায় অবস’া। মোর্শেদ বরকতকে নানান ফাঁদে ফেলে তাকে দিয়ে মিথ্যা বলানোর চেষ্টা করে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যনত্ম দেয়, কিন’ বরকত তার সিদ্ধানেত্মই অটল থাকে, সে সত্যি কথা বলবেই।’

সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন

এনটিভিতে ঈদের দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন এর প্রথম পর্ব। আরিফ খানের পরিচালনায় এ অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন তাঁর বহুল জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছেন মনরোম সব লোকেশনে।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প এর প্রথম পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম,
Valobashar golpo-0
বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: যুদ্ধ এবং প্রেম

এনটিভিতে ঈদের দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: যুদ্ধ এবং প্রেম। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- সজল, সুমাইয়া শিমু, দিলারা জামান, হাসান ইমাম, রাজ ও কেয়া। ‘এক দম্পতি ডিভোর্স নেয়ার জন্য কাজী অফিসে যায়। সেখানে গিয়ে কাজীকে পাওয়া যায়না। তারা একটি পার্কে বসে কাজীর জন্য অপেক্ষা করতে থাকে। অনেক্ষণ অপেক্ষা করে তারা কোর্টে গিয়ে ডিভোর্স কার্যকর করার জন্য কোর্টে যাবার সিদ্ধানত্ম নেয়। কিন’ বিপত্তি বাধায় একজোড়া তরুণ-তরুনী।’

ঈদের পরের দিনঃ (১৭.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: বাঘ ও বগা

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: বাঘ ও বগা। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

নৃত্যানুষ্ঠান: নৃত্য ছন্দ আনন্দ

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান: নৃত্য ছন্দ আনন্দ। জোনায়েদ বিন জিয়া’র প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন- শখ, বিদ্যা সিনহা মীম, রিয়া, মেহজাবিন, মোনালিসা।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আব্বাজান

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আব্বাজান। পরিচালক: কাজী হায়াত। এই ছবিতে অভিনয় করেছেন- মান্না, সাথী, রাজীব প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: সন্ধিক্ষণ

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: সন্ধিক্ষণ। পান’ শাহরিয়ারের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, অপি করিম, রিচি সোলায়মান, তারিন প্রমূখ। ‘প্রতিদিনের মতো ঢাকা শহরের ব্যস- রাস-ায় ছুটে যাওয়া অনেক গাড়ী। রাস-ার পাশে দাঁড়িয়ে থাকা অনেকগুলো মুখ যেন অপেক্ষা করে আছে। কিছু বুঝে উঠার আগেই অকস্মাৎ বিকট একটা শব্দ।
Shondhikkhon
গাড়ীর ভাঙ্গা কাঁচ…..এলো মেলো ছড়িয়ে থাকা ব্যাগ….একটা মোবাইল….একটা এ্যাকসিডেন্ট। রাস-ার উপর পড়ে থাকা প্রেমার রক্তাক্ত দেহটা। হসপিটালের ট্রলিতে করে রক্তাক্ত নীলাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যস-ভাবে ছুটে যাচ্ছেন ডাক্তার অর্থি। জ্বলে ওঠে ওটি’র লাল বাতি। হাসপাতালের লম্বা বারান্দার এক কোনায় থমথমে মুখে বসে আছে নীলা। সারা মুখে ক্লানি-র ছাপ। কিছুক্ষণ বাদে ওটি থেকে অর্থি বেরিয়ে এসে কথা বলতে চায় প্রেমাকে উদ্ধার করে আনা নীলার সাথে। কিন’ কোন নাম কিংবা পরিচয় জানা যায়নি প্রেমার। এরপর শুধুই প্রেমার জ্ঞান ফিরে আসার অপেক্ষার পালা।’

প্রমীলা সঙ্গীতানুষ্ঠান: গীতি পঞ্চক

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচার হবে প্রমীলা সঙ্গীতানুষ্ঠান: গীতি পঞ্চক। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী পুতুল, জুলি, পুজা, নওমী ও সভ্যতা।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর দ্বিতীয় পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এই নাটকে অভিনয় করেছেন- তাহসান, মিথিলা, স্পর্শিয়া, তৌসিফ, আর জে অপু প্রমুখ।
Landphoner dingulote prem-0

সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন এর দ্বিতীয় ও শেষ পর্ব। আরিফ খানের পরিচালনায় এ অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন তাঁর বহুল জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছেন মনরোম সব লোকেশনে।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প এর দ্বিতীয় পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: নারী

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: নারী। মাহমুদ দিদারের গল্পবয়ান, পান্ডুলিপি এবং নির্মানে নাটকটিতে অভিনয় করেছেন- সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল প্রমূখ। ‘সিদ্ধার্থ একজন বোহেমিয়ান যুবক। হঠাৎ করেই তার ভাগ্য
Nari
পরিবর্তন হয়ে গেল। একটা সাইন বোর্ড ঝুলিয়ে দেয় এই লিখে যে, সে একটা বিদ্যা লাভ করেছে। সে মানুষের মন পড়তে পারে। গত বেশ কয়েক বছর তিব্বতে নির্বাসনে থেকে সে এ বিদ্যা পেয়েছে। মানুষের মধ্যে একটা তোলপাড় শুরু হলো। হঠাৎ একদিন সকালে সিদ্ধার্থের কাছে একটা নারী আসে। নারীটিকে ঘিরে মাইন্ড রিডিং করতে গিয়ে সিদ্ধার্থ একের পর এক রহস্যের ফাঁদে পড়ে। সে যা ভাবে মেয়েটি তাই বলে দিচ্ছে। এবার নারীটির কাছে মানুষের ভিড় বাড়তে থাকে। নারীটির কথা বলার কৌশল এবং সৌন্দর্য্যে সিদ্ধার্থ নিজের আসন এবং আমল হারাতে থাকলো।’

ঈদের তৃতীয় দিনঃ (১৮.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: সুরের পাখি

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: সুরের পাখি। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

কমেডি শো: চেনামুখ

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: চেনামুখ। প্রযোজক: হাসান ইউসুফ খান। উপস’াপনা: দেবাশীষ বিশ্বাস। অংশগ্রহনে: হাসান মাসুদ, আব্দুল কাদের, আবু হেনা রনি।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আমার স্বপ্ন আমার সংসার

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আমার স্বপ্ন আমার সংসার। পরিচালক: এফ আই মানিক। এই ছবিতে অভিনয় করেছেন- আমিন খান, পূর্ণিমা, ডিপজল, রেসি, জায়েদ খান, কাজী হায়াত প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: অর্ডার

Order এনটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: অর্ডার। মুহম্মদ মোসত্মফা কামাল রাজ এর রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন- জাহিদ হাসান, মৌসুমী, চঞ্চল, সাজু খাদেম, হাসান মাসুদ, ড. এজাজ প্রমূখ।

মিউজিক্যাল শো: ইন হারমনি উইথ কুমার বিশ্বজিৎ

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচার হবে মিউজিক্যাল শো: ইন হারমনি উইথ কুমার বিশ্বজিৎ। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এই অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ এর বিভিন্ন সময়ে গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন সাব্বির, কিশোর ও পুলক। কুমার বিশ্বজিৎ এ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সঙ্গীত জীবনের বিভিন্ন দিক-দর্শন তুলে ধরবেন। আর এই আড্ডার ফাঁকে ফাঁকে চলবে গান।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর তৃতীয় পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: চুপ! ভাই কিছু বলবে

এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: চুপ! ভাই কিছু বলবে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মোশারফ করিম, অপি করিম, সামিহা, হারুন, শাহনেওয়াজ রিপন প্রমূখ। ‘নাম সরল ভাই। ঢাকার মগবাজার এলাকার স’ানীয় লোক। মহল্লার সবাই তাকে ভাই বলেই ডাকে। সবাই ভাইকে ভয় পায়, পাশাপাশি ভালও বাসে। তার মহল্লায় কোন রকম ঝামেলা হতে দেয়না। মাঝে মাঝে কমিশনার ঠিক মতো কাজ না করলে তাকেও দৌড়ের উপর রাখে। এই মহল্লার মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে মায়া। মায়ার পরিবারে তার শিক্ষক বাবা আর কলেজ পড়-য়া ছোট বোন। মায়া একবেলা একটা অফিসে চাকুরি করে আর বিকেলে সুবিধা বঞ্চিত বাচ্চাদের পড়ায়। এই মায়াকেই ভাই পাগলের মতো ভালবাসে। কিন’ এই ব্যাপারে মায়া খুবই বিরক্ত। কিন’ ভাই নাছোড়বান্দা। ভাই মায়াকে কিছু বলতে চান।

নৃত্যানুষ্ঠান: মেঘের পালক

এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে বিশেস নৃত্যানুষ্ঠান: মেঘের পালক। প্রযোজক: জোনায়েদ বিন জিয়া’র প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন- শখ-সোহেল, নাদিয়া-লিখন, উপমা-রনবীর, জ্যোতি-আসাদ এবং প্রিয়া-তুষার।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প এর তৃতীয় পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: রিস্টার্ট

Re start-0
এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: রিস্টার্ট। মাবরুর রশিদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপূর্ব, অপর্না, মুশফিক, রবিন প্রমূখ। ‘মানুষের প্রতিটি কর্ম অনুযায়ী তার ফল ভোগ করবে এটাই প্রকৃতির নিয়ম। কখনও কখনও তার নিয়তি আগে থেকেই নির্ধারন হয়ে থাকে যা চাইলেও মানুষের পক্ষে বদলানো কঠিন বা অসম্ভব। একবার ঘটে যাওয়া ঘটনাকে মানুষ কিভাবে বদলাতে চেষ্টা করে সেরকম কিছুই দেখা যাবে এই গল্পে। অনিক এবং নাভিনার প্রেম, বিয়ে অতঃপর সংসার এবং টানাপোড়েন সব শেষে ভাগ্যের খেলা এবং সেই ভাগ্যের খেলার ফলাফল বদলে দেবার আরেকটা সুযোগ।’

ঈদের চতুর্থ দিনঃ (১৯.১০.১৩)

বিশেষ স্বাস’্য প্রতিদিন

এনটিভিতে ঈদের চতুর্থ দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: না পারি কি

এনটিভিতে ঈদের চতুর্থ দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: না পারি কি। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

সঙ্গীতানুষ্ঠান: চোখে চোখে

এনটিভিতে ঈদের চতুর্থ দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান: চোখে চোখে। প্রযোজক: আলফ্রেড খোকন। শিল্পী: রফিকুল আলম, অনুপমা মুক্তি, সুমন রাহাত, নাসিমা শাহীন।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: অপেক্ষা

Opekkha
এনটিভিতে ঈদের চতুর্থ দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: অপেক্ষা। পরিচালক: দিলীপ বিশ্বাস। অভিনয়ে: শাবানা, আলমগীর, সুচরিতা, জাফর ইকবাল প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: পাড়ি

Pari
এনটিভিতে ঈদের চতুর্থ দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: পাড়ি। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, ম ম মোর্শেদ, মারজুক রাসেল, মৌসুমী হামিদ, জামিল (মিরাক্কেল) প্রমূখ। ‘খুব সকালে মাঝ সমুদ্রে একটি ট্রলার ভেসে যাচ্ছে। ট্রলারের উপরের অংশে মাঝি এবং তিন-চার জন সহকারী ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। কিন’ ট্রলারের নিচের অংশে আরো কিছু মানুষকে পাওয়া যায়। যারা তাদের সর্বস্ব বিক্রি করে মালয়েশিয়া যাবার জন্য এই ভয়ংকর পথের যাত্রী হয়েছেন। সবার চেহারাই বেশ বিধ্বসত্ম, সবাই বেশ ক্লানত্ম।’

বিশেষ অনুষ্ঠান: তিন বেলার কাব্য

এনটিভিতে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান: তিন বেলার কাব্য। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতিথিরা হলেন- ফেরদৌসী রহমান, সেলিনা হোসেন ও লাকী ইনাম।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর চতুর্থ পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: লাভ লেইন

Love lane
এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: লাভ লেইন। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- তাহসান, তিশা, উর্মিলা, সাবেরী আলম, কাজী উজ্জ্বল, রাশেদা চৌধুরী প্রমূখ। ‘অর্নব মায়ের খুব আদরের আর ঘরকোণা ছেলে। সূর্য্যের আলোর চেয়ে ঘরের টিউব লাইটের আলোতে বেশি অভ্যসত্ম অর্নব। সময়ের সাথে আপ টু ডেট থাকতে ভালোবাসে সে। পিএইচডি করতে লন্ডন যাবার পরিকল্পনা করছে সে। কিন’ ছেলে কীভাবে লন্ডন গিয়ে থাকবে সে চিনত্মায় মা অসি’র। তাই তিনি এবার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করেন। তেমনি এক পাত্রী তানিশা, বয়স ২৩। ছেলে অর্ণবকে নিয়ে তিশাকে দেখতে যান মা। তানিশা অর্ণবকে তার রুমে নিয়ে গিয়ে সাফ জানিয়ে দেয় যে, সে আরেকটি ছেলেকে ভালবাসে। আর এ কথা সে অর্ণবকে গোপন রাখতে বলে। কারণ অর্নবকে হবু বর বানিয়ে সে একটি পরিকল্পনা নেয়।’

সঙ্গীতানুষ্ঠান: আমরা পাঁচ

এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান: আমরা পাঁচ। আলফ্রেড খোকনের প্রযোজনায় এই অনুষ্ঠানের শিল্পীরা হলেন- প্রিয়াঙ্কা, সিথি, বাবু, শেফালী ও কেয়া।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প এর চতুর্থ পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: জোকার

Joker-0
এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: জোকার। তৌফিক নওয়াজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। এই নাটকে অভিনয় করেছেন- নিশো, জেনী, হিল্লোল, নিথর মাহবুব প্রমূখ। ‘রাজা রায় জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে জোকার সেজে মানুষকে আনন্দ বিনোদন দেন। এ থেকে সামান্য যা আয় হয়, তা দিয়ে কোনভাবে তার সংসার চলে। আজ থেকে পাঁচ-ছয় বছর আগে অভিনেতা হবার স্বপ্ন নিয়ে মফস্বল থেকে ঢাকা এসেছিল রাজা। একটি নাটকের দলে যোগও দিয়েছিলো। কিন’ স্বপ্ন আর পূরণ হয়না। নাটকের দলের সহকর্মী অর্পা এসে পাশে দাঁড়ায়। অনেক ঘটনার পর সেই অর্পাও একদিন রাজার জীবন থেকে চলে যায়।’

ঈদের পঞ্চম দিনঃ (২০.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের পঞ্চম দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: হাতুড়ে ডাক্তার

এনটিভিতে ঈদের পঞ্চম দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: হাতুড়ে ডাক্তার। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

বিশেষ অনুষ্ঠান: নানা রঙের মানুষ

এনটিভিতে ঈদের পঞ্চম দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান: নানা রঙের মানুষ। অভিনেত্রী স্বাগতা’র উপস’াপনায় এই অনুষ্ঠানের অংশগ্রহনকারী শিল্পীরা হলেন- ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আখম হাসান ও শামীম জামান।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আমার পৃথিবী তুমি

Amar prithibi tumi
এনটিভিতে ঈদের পঞ্চম দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: আমার পৃথিবী তুমি। গাজী মাহবুবের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- ডিপজল, রেসী, ইমন, সাহারা, আনোয়ারা, সোহেল রানা প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: নীল প্রজাপতি

Nil Projapoti
এনটিভিতে ঈদের পঞ্চম দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: নীল প্রজাপতি। শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের যৌথ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এখানে অভিনয় করেছেন- অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ, মুনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, খালেকুজ্জামান প্রমূখ। ‘সমুদ্র আর নিতুর প্রথম দেখা হওয়ার ব্যাপারটা ছিল খুব চমকপ্রদ। স’ানীয় একটি হোটেল হানিমুন কাপলদের জন্য বিশেষ অফার প্রমোট করার জন্য মডেল হিসেবে ওদের দু’জনকে নির্বাচন করে। সমুদ্র আর নিতু স্বামী-স্ত্রী সেজে যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, তখন দু’জনেরই কেমন অদ্ভূত একটা অনুভূতি হয়। কিন’ ফটোসেশন শেষে সমুদ্র নিতুকে আর খুঁজে পায়না। বন্ধুর কাছ থেকে শুধু নিতুর ক্যাম্পাসের কথাই জেনেছে। অনেক চেষ্টার পর নিতুর সাক্ষাৎ পায় সমুদ্র। কিন’ সমুদ্রকে চমকে দিয়ে নিতু জানায় সে খ্রিষ্টান। শুরু হয় সংকট।’

সঙ্গীতানুষ্ঠান: আমার মন ভুলায় রে

এনটিভিতে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান: আমার মন ভুলায় রে। কাজী মোহাম্মদ মোসত্মফা’র প্রযোজনায় এই অনুষ্ঠানের শিল্পীরা হলেন- রিংকু, পলাশ, পুলক, বিউটি, লায়লা ও চুমকি।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর পঞ্চম পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: স্বপ্নদৃশ্য

এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: স্বপ্নদৃশ্য। গোলাম রাব্বানী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এই নাটকে অভিনয় করেছেন- জাহিদ হাসান, ফারাহ রুমা, আঞ্জুমান্দ আরা বকুল প্রমূখ। ‘লাব্বিক একজন তরুন বিজ্ঞানী। একটি বেসরকারি গবেষনা প্রতিষ্ঠানে চাকরি করে। বিয়ে করেছে বছর দুই হল। স্ত্রী ঝুমু প্রচন্ড ভালোবাসে লাব্বিককে। লাব্বিক সারাদিন অফিস করে বাসায় এসে আবার ব্যস- হয়ে পড়ে তার নিজস্ব ল্যাবে। লাব্বিক সব সময় স্বপ্ন দেখে একটা যুগান-কারী কিছু একটা আবিস্কার করার। কিন’ হচ্ছে না। লাব্বিকের জীবনে রোমান্টিকতা নেই। একদিন গভীর রাতে লাব্বিক ঘুম থেকে টেনে তুলে ঝুমুকে। লাব্বিক ঝুমুকে জানায় সে একটা জিনিস আবিস্কার করতে পেরেছে। যে জিনিস মানুষের মাথার পিছনে ঘারের একটি রগের সঙ্গে যুক্ত করে দিলে সে মানুষ তার অবচেতন মনে কি ভাবে এবং রাতে কি স্বপ্ন দেখে তা রেকর্ড হয়ে থাকবে।’

বিশেষ অনুষ্ঠান: অলটাইম এ্যাকশান

এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান: অলটাইম এ্যাকশান। মুহম্মদ মোসত্মাফা কামাল রাজের পরিচালনায় এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি চিত্রনায়ক অননত্ম জলিল ও নায়িকা বর্ষা।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প পঞ্চম পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

সরাসরি সমপ্রচারিত কাওয়ালি গানের অনুষ্ঠান: পিয়াসী মন

এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ১১:১৫ মিনিটে সোঁনারগাও তাজমহল থেকে সরাসরি সমপ্রচারিত হবে কাওয়ালি গানের অনুষ্ঠান: পিয়াসী মন। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী। শিল্পী: হায়দার হোসেন ও অন্যান্য।

ঈদের ষষ্ঠ দিনঃ (২১.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: প্রবাদ বাক্য

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: প্রবাদ বাক্য। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

বিশেষ অনুষ্ঠান: ঈদ আনন্দ

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান: ঈদ আনন্দ। কাজী মোহাম্মদ মোসত্মফা’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপসত্মাপনা করেছেন আলিফ। অংশগ্রহণ করেছেন- লিজা, পুতুল, সামিয়া, নোলক বাবু ও মুহিন।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: এক বুক জ্বালা

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: এক বুক জ্বালা। শাহীন সুমনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, মৌসুমী প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: ব্ল্যাংক বোর্ড

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ব্ল্যাংক বোর্ড। আদনান আদীব খানের নাট্যরূপে টেলিফিল্মটির গল্প ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। এখানে অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, কুসুম শিকদার, নায়লা আজাদ নূপুর প্রমূখ। ‘একটি মেয়েকে আহত অবস’ায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হয়, মেয়েটিকে হয়তো ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল; কিংবা মেয়েটি ঝাঁপ দিয়েছিল নিজেই। কিন’ মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় সেই রহস্যের জট খুলতে পারেনা ইন্টিলিজেন্স অফিসার আরাফ। এই দূর্ঘটনার পাশাপাশি ঐ একই ট্রেনে ঘটে যাওয়া একটি অপহরনের ঘটনার জট খোলার দায়িত্বও পড়ে আরাফের উপর। আরাফের সন্দেহ হয়, হয়তোবা দু’টি ঘটনার বিন্দু একই!’

ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান: জলতরঙ্গ

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান জলতরঙ্গ। নুরুজ্জামানের প্রযোজনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল জলের গান।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর ষষ্ঠ পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: কবিতা না ভালোবাসা

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক: কবিতা না ভালোবাসা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম, সোহেল খান প্রমূখ। ‘কবির ছোটবেলা থেকেই পরীকে ভালাবাসে। কিন’ সমস্যা হলো কবির একই প্রশ্ন প্রতিদিন করে, পরী খুব বিরক্ত। পরী আর কবিরের সম্পর্ক ভালোই চলছিল। হঠাৎ একদিন এক ছেলে পরীর সাথে ঘুড়ে বেড়ায়। এতে কবির ক্ষিপ্ত হয়ে যায়। সে পরীর কাছে এর কারণ জানতে চায়। পরী জানায় যে, ছেলেটি তাকে নিয়মিতভাবে কবিতা শোনায় আর কবিতা তার ভালোলাগে। কবির এবার কবিতা লিখবে বলে জানায় পরীকে। কনি’ কবিতা আর আসে না!’

কমেডি শো: রঙ্গব্যাঙ্গ

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবে কমেডি শো: রঙ্গব্যাঙ্গ। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন- আব্দুল কাদের, হাসান মাসুদ, শাওন, শাহজাদা, মামুন, সিনথিয়া প্রমূখ।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প ষষ্ঠ পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: দুইয়ে দুইয়ে পাঁচ

Duiye duiye panch
এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: দুইয়ে দুইয়ে পাঁচ। নঈম ইমতিয়াজ নেয়ামূলের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- নিপুণ, নীরব, পারভীন সুলতানা দিতি প্রমূখ। ‘শাম্মী একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করে। ছেলেদের সাথে কেন জানি শাম্মী সহজভাবে মিশতেই পারেনা। চোখে চোখ রেখে কথা বলতে পারেনা। আবার পারিবারিক ভাবে যে সব বিয়ের প্রসত্মাব আসে তা শাম্মীর ঠিক পছন্দ হয়না। সেই শাম্মী প্রেমে পড়েছে। শুধু কি প্রেমে পড়েছে! তার থেকে চার বছরের ছোট এক ছেলের প্রেমে পড়েছে। যার দরুণ শাম্মীর ভেতরে যে টানাপোড়েন চলছে, যে মানসিক জটিলতায় ভুগছে সে, তাই নিয়ে কথা বলতে শাম্মী দেখা করে একজন মহিলা কাউন্সিলরের সাথে। একদিন মহিলা শাম্মীর কাছে ছেলেটির নাম জানতে চায়। শাম্মী জানায় ছেলেটির নাম শাওন। মহিলা যেন একটু আঁৎকে ওঠেন।’

ঈদের সপ্তম দিনঃ (২২.১০.১৩)

বিশেষ স্বাস্থ্য প্রতিদিন

এনটিভিতে ঈদের সপ্তম দিন সকাল ০৮:২০ মিনিটে প্রচার হবে বিশেষ স্বাস’্য প্রতিদিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোসত্মফা।

পাপেট নাটক: কুশ্রী হাঁসের ছানা

এনটিভিতে ঈদের সপ্তম দিন সকাল ০৮:৪৫ মিনিটে প্রচার হবে পাপেট নাটক: কুশ্রী হাঁসের ছানা। পরিচালনা করেছেন মুসত্মাফা মনোয়ার।

সঙ্গীতানুষ্ঠান: সুরের আনন্দ

এনটিভিতে ঈদের সপ্তম দিন সকাল ০৯:৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান: সুরের আনন্দ। আরিফ খানের পরিচালনায় অনুষ্ঠানটি উপস’াপনা করেছেন ফিমা। এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন অপূর্ব-সোহানা সাবা, ইমন-মম, নীরব-নোভা, তাহসান-মিথিলা এবং রিয়া-বাবু।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: সবাইতো ভালোবাসা চায়

Shobaito valobasha chay
এনটিভিতে ঈদের সপ্তম দিন সকাল ১০:০৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি: সবাইতো ভালোবাসা চায়। দেলোয়ার জাহান ঝন্টু’র পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- রাজ্জাক, ববিতা, পূর্ণিমা, ইমন, বাপ্পারাজ প্রমূখ।

বিশেষ টেলিফিল্ম: গল্পটা অন্যরকম হতেই পারতো

এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ০২:৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: গল্পটা অন্যরকম হতেই পারতো। ইসরাফিল বাবু’র রচনায় টেলিফিল্মটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন- মনির খান শিমূল, ফারহানা মিলি, নাঈম, খায়রুল আলম সবুজ, শর্মিলী আহমেদ, স্নেহা, নয়ন, দুখু সুমন প্রমূখ। ‘খুব ভোরে হাতে লাগেজসহ সুমি বাসা থেকে বের হয়ে রিকসায় উঠে। অন্যদিকে জিতু অসি’র হয়ে
Golpota Onnorokom Hotei Parto
রাসত্মায় সিএনজি বা ক্যাব খুজছে। জিতু একটা হলুদ ক্যাব নিয়ে হাজির হয় যাত্রী ছাউনীর সামনে। ক্যাব চালক রেজোয়ান বুঝতে পারে তারা বাড়ি থেকে পালিয়েছে। পাত্রপক্ষ আজ বিকেলে সুমিকে দেখতে আসার কথা। জিতু সুমিকে নিয়ে যায় শালবনের এক বাংলোয়। আজই এখানে তারা বিয়ে করবে। সুমিকে বাংলোয় রেখে জিতু বের হয় বিয়ের শাড়ি আর কাজী ডেকে আনতে। ক্যাব চালক ওদের নামিয়ে দিয়ে ঢাকায় চলে আসার পথে গাড়িতে একটি মোবাইল ফোন পায়। মোবাইলটি ফেরত দেয়ার উদ্দেশ্যে রেজোয়ান আবার বাংলোর দিকে রওনা হয়। তারপর?’

সঙ্গীতানুষ্ঠান: পথে যেতে যেতে

এনটিভিতে ঈদের সপ্তম দিন সন্ধ্যা ০৫:৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান: পথে যেতে যেতে। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস’াপনা করেছেন সুজিত মোসত্মফা। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন- সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, অদিতি মহসীন, ছন্দা চক্রবর্তী, সেলিম চৌধুরী, শফি মন্ডল, অনিমা মুক্তি, বেবী দেওয়ান, আসগর আলীম, ফকির শাহবুদ্দিন ও সন্দীপন।

বিশেষ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম

এনটিভিতে ঈদের সপ্তম দিন সন্ধ্যা ০৬:৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম এর সপ্তম ও শেষ পর্ব। মাসুম রেজা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয় করেছেন- আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ। ‘দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একদিন বিশেষ এক প্রকার রাসায়নিক তরল আবিস্কার করে ফেলে। যে এই তরলের ঘ্রাণ নেবে সেই তার প্রেমে পড়ে যাবে। বিষয়টি টের পায় দুই বন্ধু। তাদের একজন কৌশলে এক শিশি তরল চুরি করে। দুই বন্ধু গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে। কিন’ একজনের সঙ্গে মেয়েটির সখ্যতা গড়ে উঠে। আরেক বন্ধু বিষয়টি মেনে নিতে পারে না। সে মেয়েটিকে চুরি করে আনা রাসায়নিক তরল দিয়ে তার করে নিতে চায়। কিন’ ঘটে যায় চরম বিপত্তি। রাসায়নিক তরল দেয়া রুমাল মেয়েটির বদলে তার ছেলে বন্ধুটির নাকে লেগে যায়।’

বিশেষ বিরতিহীন নাটক: হাফিজ মামা

এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ০৮:১০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ বিরতিহীন নাটক: হাফিজ মামা। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। এই নাটকে অভিনয় করেছেন- তৌকির আহমেদ, মৌসুমী হামিদ, ডাঃ এজাজ প্রমূখ। ‘হাফিজ উদ্দিন। বয়স চল্লিশ। একটি গার্লস স্কুলের সামনে তার একটি লাইব্রেরি আছে। স্কুলের সব ছাত্রীই তাকে হাফিজ মামা বলে ডাকে। প্রায়ই তিনি ছাত্রীদের কাছ থেকে টাকা নেন না বা বাকীতে জিনিসপত্র দেন। দয়ার শরীর তার। স্বাভাবিকভাবেই সবার সাথেই তার অনেক সখ্য। এই হাফিজ মামা বিয়ে করার সিদ্ধানত্ম নিয়েছেন। কিন’ যেখানেই পাত্রী দেখতে যান, সেখানেই গিয়ে পান ঐ স্কুলেরই সাবেক কোন ছাত্রীকে আর সঙ্গত কারণে তারা তাকে হাফিজ মামা বলেই সম্মোধন করে।’

গেইম শো: রান এন্ড ফান

এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ০৯:১৫ মিনিটে প্রচার হবেগেইম শো: রান এন্ড ফান। পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।

বিশেষ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প

এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ০৯:৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প এর সপ্তম ও শেষ পর্ব। ইকবাল হোসাইন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, ইরেশ যাকের, মেহজাবীন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, উর্মিলা, তিথি, আসিফ প্রমুখ। ‘প্রেম মানুষের অসিত্মত্বের অনুভুতি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন, হতে পারে সে প্রেম নানা ধরনের, কিন’ মানুষকে বাঁচতে হয় প্রেম নিয়ে, প্রেম দিয়েই। এ নাটকের সাতটি পর্ব মানুষের অসিত্মত্বের অনুভুতি নিয়ে। দেশের ও বিদেশী সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনিচিত্র।

বিশেষ নাটক: হাইওয়ে টু হ্যাভেন

এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ১১:১৫ মিনিটে প্রচার হবে নাটক: হাইওয়ে টু হ্যাভেন। সাজ্জাদ সনি’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- নাটকটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, নূসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম, নাসির আহমেদ, ফাতেমা রহমান প্রমূখ। ‘বোহেমিয়ান স্বভাবের দেশানত্মরী লোকটি পৃথিবীর বহু দেশ ঘুরে বেড়িয়েছে। বাজিকর এ লোকটি কখনো হারেনি। তিনি একজন পার্সোনাল সেক্রেটারী খুঁজছেন। চাকুরী প্রত্যাশী রোদেলাকে লোকটি চাকুরী প্রাপ্তির শর্ত হিসেবে তাৎক্ষনিক এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। বাজিতে রোদেলা হেরে গেলেও চ্যালেঞ্জ গ্রহনের মানসিকতার কারনে কাঙ্খিত চাকুরীটা তার জুটে যায়। অন্যদিকে রোদেলার প্রেমিক সঞ্জু অবিশ্বাস্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা শুনে চাকুরীদাতার উদ্দেশ্যের প্রতি সন্দেহ পোষণ করে। রোদেলার ভিতরে হঠাৎ জেগে উঠা সাহস তাকে অপরিচিত করে তোলে নিজের ভালবাসার মানুষটির কাছে।’

অনুষ্ঠানের সময় সূচি

চাঁন রাত: (১৫.১০.১৩)

রাত ১১.৩০ বিশেষ সংকলিত অনুষ্ঠান

ঈদের দিন ঃ (১৬.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: চাঁদের মতো মন। পরিচালনা: মুসত্মাফা মনোয়ার।
সকাল ০৯:৩০ দ্বৈতসঙ্গীত: দুটি মন আর নেই দু’জনার। প্রযোজক: ওয়াহিদুল ইসলাম শুভ্র।
অংশগ্রহণে: ফাহমিদা নবী-বাপ্পা মজুমদার, ন্যান্সি-আরেফিন রুমি,
হৃদয় খান-লিজা, মুহিন-রন্টি, এলিটা-মাহাদী।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: ফুলের মতো বউ। পরিচালক: আজাদী হাসনাত ফিরোজ।
অভিনয়ে: শাবনূর, ফেরদৌস প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: নট মাই লাইফ। রচনা: ফারুক হোসেন। পরি: নুরচল হক বাপ্পী মুন্না।
অভিনয়ে: তারিক আনাম, মৌসুমী, রোমানা, নাফিজা, নিলয়, মুকিত প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ গেইম শো: ঈদ ক্যা্ভ্র্প এগেইন। পরিচালক: মুজাহিদুল ইসলাম তুষার।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ১)। রচনা: মাসুম রেজা। পরি: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: সত্য বালক। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান।
অভিনয়ে: মোশাররফ করিম, তিশা, মিশু সাব্বির, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন প্রমূখ।
রাত ০৯:১৫ একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন। পরিচালনা: আরিফ খান। শিল্পী: সাবিনা ইয়াসমিন।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ১)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: যুদ্ধ এবং প্রেম। রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান।
অভিনয়ে: সজল, সুমাইয়া শিমু, দিলারা জামান, হাসান ইমাম, রাজ ও কেয়া।

ঈদের পরের দিন ঃ (১৭.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: বাঘ ও বগা। পরিচালনা: মুস্তাফা মনোয়ার।
সকাল ০৯:৩০ নৃত্যানুষ্ঠান: নৃত্য ছন্দ আনন্দ। প্রযোজক: জোনায়েদ বিন জিয়া।
অংশগ্রহণে: শখ, বিদ্যা সিনহা মীম, রিয়া, মেহজাবিন, মোনালিসা।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: আব্বাজান। পরিচালক: কাজী হায়াত।
অভিনয়ে: মান্না, সাথী, রাজীব প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: সন্ধিক্ষণ। রচনা: পান্থ শাহরিয়ার। পরিচালনা: নিয়াজ মাহবুব।
অভিনয়ে: মাহফুজ আহমেদ, তারিন, অপি করিম, রিচি সোলায়মান।
সন্ধ্যা ০৫:৩০ প্রমীলা সঙ্গীত শিল্পী: গীতি পঞ্চক। প্রযোজক: ওয়াহিদুল ইসলাম শুভ্র।
শিল্পী: পুতুল, জুলি, পুজা, নওমী ও সভ্যতা।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ২)। রচনা: মাসুম রেজা। পরি: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। রচনা ও পরিচালনা: আশফাক নিপুণ।
অভিনয়ে: তাহসান, মিথিলা, স্পর্শিয়া, তৌসিফ, আর জে অপু প্রমুখ।
রাত ০৯:১৫ একক সঙ্গীতানুষ্ঠান: শত জনমের স্বপ্ন। পরিচালক: আরিফ খান। শিল্পী: সাবিনা ইয়াসমিন।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ২)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: নারী। রচনা ও পরিচালনা: মাহমুদ দিদার।
অভিনয়ে: শহিদুজ্জামান সেলিম, সাদিয়া ইসলাম মৌ, রোকেয়া প্রাচী প্রমূখ।

ঈদের তৃতীয় দিন ঃ (১৮.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: সুরের পাখি। পরিচালক: মুস্তাফা মনোয়ার।
সকাল ০৯:৩০ কমেডি শো: চেনামুখ। প্রযোজক: হাসান ইউসুফ খান। উপস্থাপনা: দেবাশীষ বিশ্বাস।
অংশগ্রহণে: হাসান মাসুদ, আব্দুল কাদের, আবু হেনা রনি।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: আমার স্বপ্ন আমার সংসার। পরিচালক: এফ আই মানিক।
অভিনয়ে: আমিন খান, পূর্ণিমা, ডিপজল, রেসি, জায়েদ খান, কাজী হায়াত প্রমূখ।
্তুুপুর ০২:৩৫ টেলিফিল্ম: অর্ডার। রচনা ও পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
অভিনয়ে: জাহিদ হাসান, মৌসুমী, চঞ্চল, সাজু খাদেম, হাসান মাসুদ, ড. এজাজ প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ মিউজিক্যাল শো: ইন হারমনি উইথ কুমার বিশ্বজিৎ। প্রযোজক: হুমায়ূন ফরিদ।
শিল্পী: কুমার বিশ্বজিৎ, সাব্বির, কিশোর ও পুলক।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ৩)। রচনা: মাসুম রেজা। পরি: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: চুপ! ভাই কিছু বলবে। রচনা ও পরিচালনা: সাগর জাহান।
অভিনয়ে: মোশারফ করিম, অপি করিম, সামিহা, হারুন, শাহনেওয়াজ রিপন প্রমূখ।
রাত ০৯:১৫ নৃত্যানুষ্ঠান: মেঘের পালক। প্রযোজক: জোনায়েদ বিন জিয়া।
অংশগ্রহণে: শখ-সোহেল, নাদিয়া-লিখন, উপমা-রনবীর, জ্যোতি-আসাদ এবং প্রিয়া-তুষার।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ৩)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: রিস্টার্ট। রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ।
অভিনয়ে: অপূর্ব, অপর্না, মুশফিক, রবিন প্রমূখ।

ঈদের চতুর্থ দিন ঃ (১৯.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতি্তিুন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: না পারি কি। পরিচালক: মুস্তাফা মনোয়ার।
সকাল ০৯:৩০ সঙ্গীতানুষ্ঠান: চোখে চোখে। প্রযোজক: আলফ্রেড খোকন
শিল্পী: রফিকুল আলম, অনুপমা মুক্তি, সুমন রাহাত, নাসিমা শাহীন।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: অপেক্ষা। পরিচালক: দিলীপ বিশ্বাস।
অভিনয়ে: শাবানা, আলমগীর, সুচরিতা, জাফর ইকবাল প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: পাড়ি। রচনা ও পরিচালনা: ওয়াহিদ আনাম।
অভিনয়ে: লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, ম ম মোর্শেদ,
মারজুক রাসেল, মৌসুমী হামিদ, জামিল (মিরাক্কেল) প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ বিশেষ অনুষ্ঠান: তিন বেলার কাব্য। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী।
অংশগ্রহনে: ফেরদৌসী রহমান, সেলিনা হোসেন ও লাকী ইনাম।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ৪)। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: লাভ লেইন। রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত।
অভিনয়ে: তাহসান, তিশা, উর্মিলা, সাবেরী আলম, কাজী উজ্জ্বল, রাশেদা চৌধুরী প্রমূখ।
রাত ০৯:১৫ সঙ্গীতানুষ্ঠান: আমরা পাঁচ। প্রযোজক: আলফ্রেড খোকন।
শিল্পী: প্রিয়াঙ্কা, সিথি, বাবু, শেফালী ও কেয়া।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ৪)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: জোকার। রচনা: তৌফিক নওয়াজ। পরিচালনা: কৌশিক শংকর দাস।
অভিনয়ে: নিশো, জেনী, হিল্লোল, নিথর মাহবুব প্রমূখ।

ঈদের পঞ্চম দিন ঃ (২০.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: হাতুড়ে ডাক্তার। পরিচালনা: মুস্তাফা মনোয়ার।
সকাল ০৯:৩০ বিশেষ অনুষ্ঠান: নানা রঙের মানুষ। উপস্থাপনা: স্বাগতা।
অংশগ্রহণে: ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আখম হাসান ও শামীম জামান।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: আমার পৃথিবী তুমি। পরিচালক: গাজী মাহবুব।
অভিনয়ে: ডিপজল, রেসী, ইমন, সাহারা, আনোয়ারা, সোহেল রানা প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: নীল প্রজাপতি। রচনা: শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমন।
পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ,
মুনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, খালেকুজ্জামান প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ সঙ্গীতানুষ্ঠান: আমার মন ভুলায় রে। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
শিল্পী: রিংকু, পলাশ, পুলক, বিউটি, লায়লা ও চুমকি।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ৫)। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: স্বপ্নদৃশ্য। রচনা: গোলাম রাব্বানী। পরিচালনা: জাহিদ হাসান।
অভিনয়ে: জাহিদ হাসান, ফারাহ রুমা, আঞ্জুমান্দ আরা বকুল প্রমূখ।
রাত ০৯:১৫ বিশেষ অনুষ্ঠান: অলটাইম এ্যাকশান। পরিচালনা: মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ।
অংশগ্রহণে: অনন্ত জলিল ও বর্ষা।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ৫)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ কাওয়ালি গানের অনুষ্ঠান: পিয়াসী মন। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী।
শিল্পী: হায়দার হোসেন ও অন্যান্য।

ঈদের ষষ্ঠ দিন ঃ (২১.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: প্রবাদ বাক্য। মুস্তাফা মনোয়ার
সকাল ০৯:৩০ বিশেষ অনুষ্ঠান: ঈদ আনন্দ। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। উপ: আলিফ।
অংশগ্রহণে: লিজা, পুতুল, সামিয়া, নোলক বাবু ও মুহিন।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: এক বুক জ্বালা। পরিচালক: শাহীন সুমন।
অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, মৌসুমী প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: ব্ল্যাংক বোর্ড। নাট্যরূপ: আদনান আদীব খান। পরি: গোলাম সোহরাব দোদুল।
অভিনয়ে: আজাদ আবুল কালাম, কুসুম শিকদার, নায়লা আজাদ নূপুর প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ ব্যান্ড সঙ্গীত: জলতরঙ্গ। প্রযোজক: নুরুজ্জামান। ব্যান্ডদল: জলের গান।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ৬)। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রচনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: কবিতা না ভালোবাসা। রচনা ও পরিচালনা: ইশতিয়াক আহম্তেু রচমেল।
অভিনয়ে: চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম, সোহেল খান প্রমূখ।
রাত ০৯:১৫ কমেডি শো: রঙ্গব্যাঙ্গ। প্রযোজক: হাসান ইউসুফ খান।
অংশগ্রহণে: আব্দুল কাদের, হাসান মাসুদ, শাওন, শাহজাদা, মামুন, সিনথিয়া প্রমূখ।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ৬)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: দুইয়ে দুইয়ে পাঁচ। রচনা ও পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল।
অভিনয়ে: নিপুণ, নীরব, পারভীন সুলতানা দিতি প্রমূখ।

ঈদের সপ্তম দিন ঃ (২২.১০.১৩)

সকাল ০৮:২০ বিশেষ স্বাস্থ্য প্রতিদিন। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ০৮:৪৫ পাপেট নাটক: কুশ্রী হাঁসের ছানা। পরিচালনা: মুস্তাফা মনোয়ার
সকাল ০৯:৩০ সঙ্গীতানুষ্ঠান: সুরের আনন্দ। পরিচালনা: আরিফ খান। উপস্থাপনা: ফিমা।
অংশগ্রহণে: অপূর্ব-সোহানা সাবা, ইমন-মম, নীরব-নোভা, তাহসান-মিথিলা এবং রিয়া-বাবু।
সকাল ১০:০৫ বাংলা সিনেমা: সবাইতো ভালোবাসা চায়। পরিচালক: দেলোয়ার জাহান ঝন্টু।
অভিনয়ে: রাজ্জাক, ববিতা, পূর্ণিমা, ইমন, বাপ্পারাজ প্রমূখ।
দুপুর ০২:৩৫ টেলিফিল্ম: গল্পটা অন্যরকম হতেই পারতো। রচনা: ইসরাফিল বাবু। পরিচালনা: আবু রায়হান জুয়েল।
অভিনয়ে: মনির খান শিমূল, ফারহানা মিলি, নাঈম, খায়রচল আলম সবুজ, শর্মিলী আহমেদ প্রমূখ।
সন্ধ্যা ০৫:৩০ সঙ্গীতানুষ্ঠান: পথে যেতে যেতে। প্রযোজক: হাসান ইউসুফ খান। উপ: সুজিত মোস্তফা।
শিল্পী: সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, অদিতি মহসীন, ছন্দ চক্রবর্তী, সেলিম চৌধুরী,
শফি মন্ডল, অনিমা মুক্তি, বেবী দেওয়ান, আসগর আলীম, ফকির শাহবুদ্দিন ও সন্দীপন।
সন্ধ্যা ০৬:৩৫ ধারাবাহিক নাটক: রাসায়নিক প্রেম (পর্ব ৭)। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু।
অভিনয়ে: আজিজুল হাকিম, মীর সাব্বির, মম, সাব্বির, কাজী উজ্জল, রুনা খান, তিথি প্রমূখ।
রাত ০৮:১০ বিরতিহীন নাটক: হাফিজ মামা। রচনা: লিটু সাখাওয়াৎ। পরিচালনা: শহিদুজ্জামান সেলিম।
অভিনয়ে: তৌকির আহমেদ, মৌসুমী হামিদ, ডাঃ এজাজ প্রমূখ।
রাত ০৯:১৫ গেইম শো: রান এন্ড ফান। উপস্থাপনা: তন্ময়। পরিচালনা: ইশতিয়াক আহম্তেু রচমেল।
অংশগ্রহনে: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
রাত ০৯:৫৫ ধারাবাহিক নাটক: ভালোবাসার গল্প (পর্ব ৭)। রচনা: ইকবাল হোসাইন চৌধুরী।
পরিচালনা: রেদোয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ,
মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমূখ।
রাত ১১:১৫ নাটক: হাইওয়ে টু হ্যাভেন। রচনা ও পরিচালনা: সাজ্জাদ সনি।
অভিনয়ে: তারিক আনাম খান, তিশা, নাঈম, নাসির আহমেদ, ফাতেমা রহমান প্রমূখ।

sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali