দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী সুমনা সামন্ত মুখার্জীর নতুন চমক ‘ভালোবাসার আকাশে’ আসছে এবারের ঈদে। এটি হলো তার নতুন আধুনিক বাংলা গানের অ্যালবাম।
আগামী ঈদে ইন্দো-বাংলাদেশ যৌথ উদ্দ্যোগে প্রকাশিত হতে চলেছে কণ্ঠশিল্পী সুমনা মুখার্জীর নতুন অ্যালবাম ‘ভালোবাসার আকাশে’। এটি নতুন আধুনিক বাংলা গানের অ্যালবাম।
এই অ্যালবামে থাকছে তার কণ্ঠে গাওয়া নতুন ৬টি গান। দুটি দ্বৈতকণ্ঠের গানে সুর মিলিয়েছেন কোলকাতার শিল্পী পল্লব ঘোষ ও রূপঙ্কর বাগচী।
জানা গেছে, নতুন এই অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক দেবু ভট্টাচার্য ও আলী আকবর রুপুর সান্নিধ্যে থাকা কবির মহসিন রেজা। অ্যালবামের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন খ্যাতিমান তাবলাবাদক পলাশ দাস।
নতুন অ্যালবাম প্রসঙ্গে সুমনা বলেছেন, গানগুলির কথা খুব সুন্দর। এসব গানে কণ্ঠ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।
সুমনা জানিয়েছেন, আগামী পুজার আগে তার আরও বেশ কয়েকটি গান এবং মিউজিক ভিডিও প্রকাশ হবে। তাছাড়া বলিউডেও একটি বড় প্রজেক্টের কাজ চলছে। পুজার পরেই মিউজিক ভিডিও রিলিজ পাবে। এতে বলিউডের বেশ কয়েকজন নামি শিল্পীও থাকছেন বলে জানিয়েছেন সুমনা মুখার্জী।
This post was last modified on মে ২২, ২০১৮ 10:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে শুধু পানিই খেতে হবে? তা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাল গ্রহ মঙ্গল নিয়ে মানুষের মাতামাতির যেনো শেষ নেই। মঙ্গল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাঁচার ভিতরে সবুজ ঘাসের উপর পড়েছিল একটি সানগ্লাস। কোনও পর্যটকের…