যে ৭টি বিষয় আপনাকে ব্যবসায়ে সফলতা এনে দিবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবার মধ্যে একটি চিন্তা সর্বদা ঘুরপাক খায় নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবো। এর মধ্যে যারা ব্যবসায়ের প্রতি বেশি আগ্রহী তারা চিন্তা করেন কিভাবে ব্যবসায়ে সফল হওয়া যায়। আজ আমরা জানবো ব্যবসায়ে সফল হতে হলে যে ৭টি বিষয়ে জ্ঞান থাকতে হবে।

১। সঠিক উপায় নির্বাচন করুন ঃ

প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে প্রথমেই সঠিক উপায় নির্বাচন করতে হবে। বর্তমানে দুইটি উপায়ে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত হতে পারে। ব্যবসায় এবং চাকরি এই দুইটার মধ্যে আপনার পছন্দের বিষয়টি বেছে নিতে পারেন। অনেকে চাকরি করতে ভালবাসেন। আবার এমন অনেকে আছেন যারা চাকরি করতে পছন্দ করেন না। তাই সেই সকল ব্যক্তিরা ব্যবসায়কে তাদের উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছেন তাদের অবশ্যই ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচন করতে হবে। আপনার দক্ষতা অনুযায়ী ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচন করাই ভাল। তাহলে আপনার দক্ষতা ব্যবসায়ে দ্রুত সাফল্য অর্জন করতে সাহায্য করবে।

২। পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হউনঃ

কোন কাজ সঠিকভাবে পরিকল্পনা ছাড়া কখনই সুসম্পন্ন করা সম্ভব নয়। নির্ভুল এবং সঠিক পরিকল্পনা ব্যবসায়ে সফল হওয়ার মুখ্য বিষয়। উদেশ্য নির্ধারণের পরবর্তী ধাপ হল পরিকল্পনা করা। অবশ্য পরিকল্পনাটি হতে হবে সহজ এবং সাধ্যের মধ্যে। পরিকল্পনার মধ্যে আপনাকে ব্যবসায়ের শুরু থেকে মুনাফা অর্জনের পরবর্তী কাজ সহ সমস্ত বিষয় অন্তরভুক্ত রাখতে হবে। তাই আপনার বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে সঠিক পরিকল্পনা তৈরি করুন।

৩। একাধিক বিনিয়োগ করুনঃ

কখনই একটি বিষয়ে সমস্ত অর্থ বিনিয়োগ করবেন না। তাহলে লাভের থেকে ক্ষতি হবার সম্ভবনা বেশি। একটা কথা আছে, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। তাহলে একবার পড়লে সবগুলোই নষ্ট হবে। তাই একাধিক বিষয়ে বিনিয়োগ করুন। ফলে ঝুঁকি এবং ক্ষতি হওয়ার সম্ভবনা কম থাকবে।

৪। বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে পূর্ববর্তী তথ্যগুলো বিশ্লেষণ করুনঃ

না জেনে না বুঝে কোথাও বিনিয়োগ করবেন না। বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে পূর্ববর্তী বছরগুলোর তথ্য বিশ্লেষণ করুন। তথ্য বিশ্লেষণ করলেই আপনি বুঝতে পারবেন এই ক্ষেত্রটি আপনার জন্য উপযুক্ত কিনা। তাই ভালোভাবে তার নিয়মকানুন এবং পদ্ধতি সমুহ জেনে নিন।

৫। নিয়মিত অনলাইনে নতুন উপায় খুজে বের করনঃ

প্রথমেই বলেছি একাধিক উৎসে বিনিয়োগ করুন। আর এই সুযোগ গ্রহণের জন্য নিয়মিত অনলাইনে খোঁজ রাখুন। প্রতিদিন বিভিন্ন ব্যবসায় বা বিনিয়োগের বিষয়ে অনলাইনে তথ্য প্রকাশিত হয়। সেখান থেকে আপনার পছন্দের ব্যবসায় বা বিনিয়োগ ক্ষেত্রটি বেছে নিন।

৬। পড়াশোনা এবং কোর্স করে নিজের যোগ্যতা বাড়ানঃ

আপনার ব্যবসায় বা বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে বিভিন্ন কোর্স বা পড়াশোনা করে নিজের দক্ষতা বৃদ্ধি করুন। বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা তাদের মতামত বা পরামর্শ সমুহ মানুষের কাছে পৌছে দিতে বই রচনা করেন। তাই পড়াশোনা করে আপনি অনেক উদ্ভাবনী বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাহলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। এছাড়া আপনি ঘরে বসেও অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন।

৭। ব্যতিক্রমী কিছু ব্যবসা-বিনিয়োগের কথা ভাবুন:

দুনিয়ার বেশির ভাগ মানুষই ব্যতিক্রমী কিছু ভাবনার ওপর ভর করেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। নতুন ব্যবসার ভাবনা লুকিয়ে আছে আমাদের চোখের সামনে, শুধু আমরা সেটা দেখতে পারছি না। একটু গভির ভাবে পর্যবেক্ষণ করুন। পেয়ে যাবেন আপনার নতুন উৎস। এ ভাবনা, আর তারপর সেটাকে বাস্তবে রূপ দেয়ার ওপরেই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে।

This post was last modified on মে ২৮, ২০১৮ 12:04 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে