দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদিতে আল-কায়েদার প্রশিক্ষণের গোপন ভিডিও প্রকাশ পাওয়া তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাফটা জয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন হ্যাকার নির্মিত ‘পাথ অব ব্ল্যাড’ নামে এই প্রামাণ্যচিত্রে গোপন চিত্র দেখানো নিয়ে এই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক খবরে জানা যায়, বাফটা জয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন হ্যাকার নির্মিত ‘পাথ অব ব্ল্যাড’ নামে একটি প্রামাণ্যচিত্রটি আগামী ১৩ জুলাই ব্রিটেনে মুক্তি পাওয়ার কথা। এটি নিয়েই মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে এক বিতর্ক।
সৌদি আরবের মরুভূমিতে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদার একদল তরুণ যোদ্ধা। দেশটিতে গড়ে তোলা প্রশিক্ষণ শিবিরে চলছে নানা তৎপরতাও। শুধু তাই নয়, আবার নিজেদের সেইসব কর্মকাণ্ড ভিডিওতে ধারণও করছেন তারা। এমন কিছু গোপন ভিডিও ফুটেজ নিয়ে তৈরি করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র ‘পাথ অব ব্ল্যাড’।
ওই প্রামাণ্যচিত্রে দেখানো হবে, কিভাবে সৌদির নির্জন মরুভূমিতে ঘাঁটি গেড়েছে আল-কায়েদা যোদ্ধারা। সেখানে তাদের গড়ে তোলা প্রশিক্ষণ শিবিরে চলছে নানা তৎপরতা। আল্লাহু আকবার বলে যুদ্ধের মহড়ায় অংশ নিচ্ছে ওই সংগঠনটির তরুণ যোদ্ধারা।
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে দাবি করা হয় যে, সেখানে প্রশিক্ষণ চলাকালে যোদ্ধাদের ধারণ করা এসব ভিডিও ফুটেজ উদ্ধার করে সৌদি গোয়েন্দা সংস্থা। পরে ওই ফুটেজগুলো নির্মাতাদের হাতে এসে পড়ে।
এই বিষয়ে নির্মাতা জোনাথন হ্যাকার বলেছেন, ‘এই ফুটেজগুলো আমি যখন দেখেছিলাম, তখনই বুঝতে পারি, এগুলো নিয়ে একটি দারুণ ছবি নির্মাণ করা যাবে।’
প্রামাণ্যচিত্রটির নির্মাতা আরও দাবি করেছেন, এতে যুক্ত হওয়া ফুটেজগুলোতে কোনো ধরনের সম্পাদনায় করা হয়নি। যেভাবে উদ্ধার করা হয়েছে, ঠিক সেভাবে দেখতে পাবেন এর দর্শকরা। তারাই এর বিচার করবেন।
দেখুন ভিডিওটি
This post was last modified on মে ২৮, ২০১৮ 9:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…