দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে জলজ এবং স্থলজ যত প্রাণি রয়েছে তার মধ্যে কিছু প্রাণির কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। যে বৈশিষ্টগুলো খুবই আজব মনে হয়। আজ আমরা এমনি কিছু প্রাণির বিশেষ কিছু ক্ষমতা সম্পর্কে জানবো এবং সাথে থাকছে কিছু ব্যতিক্রম তথ্য।
১। একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়।
২। আফ্রিকান সিসাডা মাছি ১৭ বছর ঘুমিয়ে কাটায়। ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে।
৩। গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।
৪। একমাত্র পায়রা অতিবেগুনি রশ্মি দেখতে পায়।
৫। জন্মের সময় সবচেয়ে বেশি উচু (প্রায় ৫ ফিট) থেকে মাটিতে পড়ে জিরাফের বাচ্চা।
৬। শুধু চিংড়ি পিছনের দিকে সাঁতার দিতে পারে।
৭। স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী হল চিতাবাঘ। এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এবং মাত্র ৩ সেকেন্ডে এরা ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।
৮। মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে টাইগার শার্কের বাচ্চারা।
৯। পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে।
১০। অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো রয়েছে যা
লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।
১১। ইঁদুর এবং ঘোড়া কখনো বমি করেনা।
১২। কুমির খাবার চিবোতে পারে না। শিকারকে ধরার পর
সরাসরি গিলে ফেলে।
১৩। সিংহই একমাত্র প্রাণি যার গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়।
১৪। মশার গড় ওজন প্রায় ২.৫ মিলিগ্রাম।
১৫। পৃথিবীর একমাত্র কিং কোবরা সাপই খড়কুঠা দিয়ে বাসা বাধে।
১৬। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় প্রায় ১২৫ টন।
১৭। জিরাফের লম্বা গলায় মাত্র ৭টি হাড় আছে।
১৮। বাদুড়েরা হাঁটতে পারে না কারণ এদের পায়ের হাড্ডি হাটার উপযোগী নয়।
১৯। উভচর প্রাণিদের মধ্যে একমাত্র শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম ছাড়া ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে।
২০। গোল্ড ফিসের স্মৃতিশক্তি মাত্র ৩ সেকেন্ড স্থায়ী হয়।
This post was last modified on মে ৩১, ২০১৮ 10:12 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…