কে মারা যাবেন আগাম বুঝে ফেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখন কার মৃত্যু হবে তা কেওই বলতে পারে না সেটিই আমাদের সকলের জানা। কিন্তু এবার এক তরুণী দাবি করেছেন কে মারা যাবেন আগাম বুঝে ফেলেন তিনি!

জন্ম হলেই তার মৃত্যু রয়েছে। মৃত্যু অবধারিত একটি বিষয়। তবে সেই মৃত্যু কখন হবে তা কেও কখনও বলতে পারে না। চিকিৎসকরাও কখনও বলেননি যে ঠিক এই সময়ের মধ্যে ওই রোগির মৃত্যু ঘটবে। চিকিৎসকরা বলে থাকেন মাস ছয়েক তিনি বাঁচতে পারেন। তবে সেই ভবিষ্যত বাণীও সব সময় ঠিক হয় না। দেখা যায় ছয় মাস বলার পর ছয় বছর কেটে গেছে সেই রোগি মরেনি। আবার ছয় মাস বলার পর দুই মাসের মাথায় মারা গেছেন এমন নজিরও রয়েছে। অর্থাৎ আধুনিক বিজ্ঞানও মৃত্যুকে ঠেকাতে বা নির্ধারণ করতে পারেনি। কখন কার মৃত্যু ঘটবে সেটি একমাত্র সৃষ্টি কর্তায় জানেন। তবে এবার এক তরুণী দাবি করেছেন কে মারা যাবেন তা তিনি আগাম বুঝে ফেলেন!

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ওই তরুণীর নাম আরি কালার। পেশায় ওই তরুণী একজন মনোবিদ। তার দাবি হলো, ১২ বছর বয়সে প্রথম নিজের ভেতরে থাকা অতীন্দ্রিয় এই শক্তির সন্ধান পেয়েছেন তিনি। এক আত্মীয়ের মৃত্যুশয্যায় আচমকাই তিনি আশ্চর্য এক গন্ধ পান। তবে তিনি লক্ষ করেন, আর কেও ওই গন্ধ পাচ্ছে না। কিছুদিন পরেই ওই আত্মীয় মারা যান।

Related Post

তারপর ওই তরুণী লক্ষ করেন, কোনো বিশেষ ব্যক্তির কাছে গেলে তিনি ওই গন্ধটি পাচ্ছেন। সেই ব্যক্তি তখন কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছেন! নিজের এই ষষ্ঠেন্দ্রিয়র অলৌকিক ক্ষমতা তখনই বুঝতে পেরে যান আরি নামে ওই তরুণী।

তারপর এক দশকেরও বেশি সময় কেটে গেছে। এই আশ্চর্য ক্ষমতার বরে বহু মৃত্যুকে সম্যক অনুধাবন করেছেন আরি। মৃত্যুর আগাম সন্ধান পাওয়ার আশ্চর্য ক্ষমতা নিয়ে বহু ছবি ও সাহিত্যকর্ম হয়েছে। তবে আরি কোনো সিনেমা কিংবা উপন্যাসের চরিত্র নন।

আরি কালার দাবি হলো, তার এই অভিজ্ঞতা একেবারেই বাস্তবসম্মত। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি বাস করেন এক রহস্যজনক অন্তরমহলে।

তবে নিজের অসহায়ত্বও খুব ভালো করেই জানেন আরি। তিনি জেনে গেছেন যে, মৃত্যুর আগাম আভাস পেলেও তাকে আটকানোর কোনো ক্ষমতা তার কখনও নেই।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২৪ বছর বয়সী ওই সুন্দরী তরুণী মনোবিদের কাজ করার আগে একটি সংস্থায় সেক্রেটারির কাজ করতেন। তবে অচিরেই বুঝতে পারেন এই কাজ আসলে তার জন্য নয়। তারপর তিনি পেশা পরিবর্তন করেন। নিজের মনের ওই রহস্যজনক আচরণকে সামনে রেখেই অন্যের মনের সমস্যার সমাধান করেন আরি।

তবে আরি কালার জানেন, আগে থেকে বুঝতে পারা যাক বা না পারা যাক, সবার কাছেই মৃত্যু এক অবশ্যম্ভাবী গন্তব্য। নিয়তিকে অতিক্রম করার ক্ষমতা কারও নেই, তা স্পষ্টভাবেই জানিয়েছেন আরি কালার।

This post was last modified on জুন ৫, ২০১৮ 10:55 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে