দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের চার্জ নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তবে এবার এমন এক প্রযুক্তির খবর পাওয়া গেছে যা দিয়ে স্মার্টফোন ফুল চার্জ হবে মাত্র ১০ মিনিটে!
স্মার্টফোন মানেই চার্জের নানা সমস্যা। বর্তমান সময়ে এই এন্ড্রয়েড যুগে ফোনে চার্জ নিয়ে নানা কাহিনী সৃষ্টি হয়। সারাবিশ্বেই এখন বিজ্ঞানীদের কল্যাণে উন্নত ফোন বাজারে এসেছে তবে এসব ফোনে চার্জের বিষয়টি নিয়ে দীর্ঘস্থায়ী সমাধানের কথা ভাবছেন চীন এবং জাপানীরাই বেশি।
দীর্ঘস্থায়ী ব্যাটারি প্রযুক্তি আবিস্কারের ক্ষেত্রে সফলতাও পেয়েছে এই দেশদুটি। প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোন নির্মাতারা দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করছেন।
চীনা টেক জায়ান্ট হুয়াওয়েও এক্ষেত্রে সফলতা পেয়েছে সবচেয়ে বেশি। সম্প্রতি জাপানে একটি প্রযুক্তি সম্মেলনে কোম্পানিটি নতুন প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারির দুটি নমুনা প্রদর্শন করে। তাদের দাবি হলো, এই ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ১০ মিনিট! তবে নতুন এই স্মার্ট ব্যাটারির চার্জ দিতে লাগবে বিশেষ এক ধরনের চার্জার। হুয়াওয়ে এরকম বিশেষ চার্জারও তৈরি করেছে।
তারা বলেছে, তাদের তৈরি ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ৪৮ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৫ মিনিটের মতো। এই ব্যাটারিটি ১০ ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম। ৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ আরও কম ক্ষমতার ব্যাটারি চার্জ হতে আরও অনেক কম সময় লাগবে। তাদের দাবি হলো, এই ধরনের ব্যাটারি মাত্র ২ মিনিটে ৬৮ শতাংশ চার্জ সম্পন্ন হবে। যেখানে সাধারণ ব্যাটারির মাত্র ২ শতাংশ চার্জ হতেই সময় লাগে ২ মিনিটের বেশি সময়।
তাছাড়া দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি হুয়াওয়ের লিথিয়াম আয়ন ব্যাটারি কার্যক্ষমতাও অটুট থাকবে। তবে কবে নাগাদ এই ব্যাটারি বাজারে আসবে সে বিষয়ে এখন কিছু জানানো হয়নি।
This post was last modified on জুন ২৪, ২০২০ 12:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন? তাহলে কী করবেন? সেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উন্নয়নমূলক কর্মসূচিতে সেইফগার্ডিং কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের লক্ষ্যে উন্নয়ন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদুল আজহার সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলা ও ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে সাড়া জাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার অস্ট্রেলিয়ায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় নিজেদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, নামিবিয়ার এপালেলায় এটাকা জলাশয়ের পাশে…