দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভির বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঈদের ছুটির পর আবারও শুটিং শুরু করেছেন মেহজাবীন। ব্যস্ত হয়ে পড়েছেন নাটক পাড়ায়।
বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেলে অন্তত ডজনখানেক নাটক প্রচারিত হয়েছে মেহজাবীনের। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তাও পেয়েছে। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।
জানা গেছে, ঈদের আগের দিনও শুটিং করেছেন মেহজাবীন। রোজার মাসে টানা কাজ করার কারণে বেশ ক্লান্ত ছিলেন তিনি। তাই ঈদের দিন কোথাও বেরই হননি। ঈদের পরের দিন বন্ধুদের সঙ্গে বের হয়েছিলেন আড্ডা দিতে। এবার ঈদের জন্য ১৫টি নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে ১০ হতে ১২টি নাটক ইতিমধ্যেই প্রচারিত হয়েছে। বাকিগুলো সামনে যেকোনো সময় বা ঈদুল আজহায় প্রচারিত হবে বলে জানানো হয়েছে।
মাহজাবীন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সময়ের অভাবে ও ক্লান্ত থাকায় ঈদে নিজের অভিনীত সব নাটক দেখা সম্ভব হয়নি তার। মাত্র দুটি দেখেছেন মেহজাবীন। এর একটি হলো এনটিভিতে প্রচারিত ‘বুকের বাঁ পাশে’। এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর আরিয়ান। অপর নাটকটি হলো ‘ফেরার পথ নেই’। এই নাটকটি প্রচারিত হয়েছে এসএ টিভিতে। পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এই দুটিই মেহজাবীনের সহশিল্পী ছিলেন আফরান নিশো। দুটিই বেশি প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
This post was last modified on জুন ২৭, ২০১৮ 12:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, পেটের গোলমাল, ত্বকের সমস্যা- সব মিলিয়ে নাজেহাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…