দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা দৈনন্দিন বাংলায় কথা বলার সময় এমন কিছু বাক্য ব্যবহার করে থাকি যেগুলো ইংরেজিতে কথা বলতে গেলে পারি না। তাই আজ এমন কিছু বাংলা থেকে ইংরেজি বাক্য দেওয়া হল যা সবার জন্য জানা জরুরী। এই বাক্যগুলো আপনাকে সহজে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
১। পাগলামীর একটি সীমা থাকা উচিৎ।
There should be a limit of madness.
২। সে হাড়ে হাড়ে দুষ্টু।
He is wicked to the backbone.
৩। তুমি এখানে নাক গলানোর কে?
Who are you interfere here?
৪। ওহ! আমাকে আর একটু ঘুমাতে দাও।
Let me sleep a while.
৫। আমি তোমার কি ক্ষতি করেছি?
What harm have I done to you?
৬। আমাকে শেখাতে এসো না।
Don’t try to teach me.
৭। কি হয়েছে? আমাকে বলুন।
Tell me, What’s happened?
৮। চাপাবাজি কম করো।
Bluffing a little.
৯। তো কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি?
Who cares? Did I say anything wrong?
১০। ঠেলার নাম বাবাজি
Nothing like force.
১১। আপনার সদয় অবগতির জন্য
For your kind attention.
১২। থাক, যথেষ্ট হয়েছে।
That’s enough.
১৩। আমি প্রায়ই তোমার জন্য চিন্তা করি।
I often think for you.
১৪। কিন্তু তার আগে একটা কথা
But one for just a moment.
১৫। এটা বলার অপেক্ষা রাখে না।
It goes without saying that.
১৬। সে আমাকে পাগল করে দিয়েছে।
He turned me mad.
১৭। তুমি কি আমার কথা বুঝতে পারছো?
Are you getting me?
১৮। গোল্লায় যাক।
Go to the devil.
১৯। ঠিক ঠিক উত্তর দাও।
Answer to the point.
২০। যা হবার তা হবেই।
What shall be that will be.
২১। এই সম্মান তোমার পাওনা।
You deserve this honour.
২২। আমার একটা আপত্তি আছে।
I have an objection.
২৩। উকিলের কাছে গেলে কেমন হয়?
What about going to a lawyer?
২৪। এতো, খুব অন্যায়।
This is unfair.
২৫। অতীতের কথা থাকুক।
Let bygones by bygones.
This post was last modified on জুন ২৭, ২০১৮ 3:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।…