নাজিবের বাড়ি হতে ২৭ কোটি ডলারের অলংকার ও নগদ অর্থ উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোজমা মানসোরের বাড়ি হতে ২৭ কোটি ৩০ লাখ ডলার মূল্যের অলংকার, নগদ অর্থ এবং হাতব্যাগ বাজেয়াপ্ত করেছে দেশটির পুলিশ । যাতে রয়েছে ১৬ লাখ ডলার মূল্যের স্বর্ণ ও হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হারমিস ব্যাগ।

বিবিসির এক খবরে বলা হয়, নাজিব রাজাকের ওয়ানএমডিবি তহবিলের শত শত কোটি ডলারের কোনো হদিশই মিলছে না। মে মাসে নির্বাচনে পরাজয়ের পর হতেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে যে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এতো বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনও বাজেয়াপ্ত করা হয়নি।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ছিল অলংকার। আর সবচেয়ে দামি অলংকারটি ছিল ১৬ লাখ ডলার মূল্যের একটি নেকলেস! সেখানে আরও পাওয়া গেছে, ৫৬৭টি হ্যান্ডব্যাগ – যার মধ্যে পাওয়া যায় নগদ প্রায় ৩ কোটি ডলার। আরও ছিল ৪২৩টি ঘড়ি, ২৩৪টি সানগ্লাস। পুলিশ কর্মকর্তা অমর সিং বলেছেন যে, এতো সামগ্রী পাওয়া গেছে যে তাদের তা গুণতে ও মূল্য হিসাব করতে ৫ সপ্তাহ সময় লেগেছে!

Related Post

নাজিব রাজাকের স্ত্রী রোজমার পরিচিত তৈরি হয়েছিল তার শপিং-প্রীতি ও দামি ব্রান্ডের জিনিসের প্রতি আকর্ষণের জন্যই। তাকে ফিলিপিনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সঙ্গেও তুলনা করা হতো- কারণ হলো তিনি তার বিলাসদ্রব্য ও জুতোর প্রতি আসক্তির জন্য বিখ্যাত ছিলেন।

এদিকে দুর্নীতির অভিযোগে বলা হয় যে, মি: নাজিব ওয়ানএমডিবি হতে ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন, যদিও সেই অভিযোগ তিনি সবসমই অস্বীকার করে আসছেন। মে মাসের নির্বাচনের মি: নাজিবের পরাজয়ের পেছনে দুর্নীতির অভিযোগ এক বড় কারণ ছিল বলে মনে করা হয়ে থাকে। তারই সাবেক মিত্র মাহাথির মোহাম্মদ ওই নির্বাচনে জয়ী হন। নির্বাচনের পর মি: নাজিবকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। দেশের বাইরে যাওয়া তারজন্য নিষিদ্ধ করা হয়েছে।

This post was last modified on জুন ২৮, ২০১৮ 12:19 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…

% দিন আগে

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে