দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাখি শিকার প্রাচীন কাল থেকেই মানুষের একটি অন্যতম শখ হিসেবে পরিচিত। এই শিকারের জন্য ব্যবহার করা হত নানা ধরনের অস্ত্র। তার মধ্যে বন্দুক অন্যতম। আজ আমরা জানবো পাখি শিকার করার জন্য ব্যবহৃত সবচেয়ে বড় বন্দুকের ইতিহাস।
পাখির মাংস খেতে যেমন স্বাদ তেমনি এক সময় পাখির পালক দিয়ে তৈরি পোশাক মেয়েদের অনেক পছন্দের ছিল। সবকিছু মিলিয়ে পাখির চাহিদা ছিল ব্যাপক। পাখি শিকারের জন্য সবচেয়ে বেশি যে অস্ত্রটি ব্যবহার করা হত তা হল বন্দুক। তবে আজব ব্যাপার হল, এত ছোট পাখি শিকার করার জন্য এমন বৃহৎ বন্দুক ব্যবহার করা হত যা জানলে আপনি অবাক হবেন। এক সঙ্গে অনেকগুলো পাখি শিকার করার জন্য তৈরি করা হয়েছিল বিশাল আকৃতির “Punt Gun” নামের একটি বন্দুক।
এর আকৃতি এতই বড় ছিল যে একজন ব্যক্তি দাড়িয়ে এই বন্দুক দিয়ে পাখি শিকার করতে পারতো না। নিশানা ঠিক রাখা এবং গুলি ছোড়ার সময় বন্দুকের কম্পনশক্তিকে নিয়ন্ত্রণ করতে সামনে অন্য একজন ব্যক্তির কাঁধে বন্দুক রাখা হত। বিভিন্ন নথিপত্রে পাওয়া যায়, ১৯ এবং ২০ শতকের দিকে অনেকেই দাবি করেন যে, তারা এই বন্দুক দিয়ে একসাথে ৯০টি পাখি শিকার করেছেন। শিকারিরা দল বেঁধে এই বন্দুক দিয়ে শিকার করত। আর এতে দিনে ৫০০টির মত পাখি শিকার করা সম্ভব ছিল। নদী বা খালের পাড়ে বেশি পাখির আনাগোনা ছিল। তাই শিকারীরা ছোট্ট ডিঙী নৌকায় এই বন্দুক ভাল করে বেধে পাখি শিকার করত। নিশানা ঠিক করার জন্য নৌকা সহ ঘুড়াতে হত।
সবচেয়ে মজার বিষয় হল মাঝে মাঝে গুলি ছোড়ার কম্পনশক্তি এতটায় বেশি হত যে, সেই কম্পনে ডিঙী নৌকা উল্টে ডুবে যেত। অধিক হারে পাখি শিকারের কারণে অনেক অঞ্চলে পাখি ব্যাপহারে কমে যায়। ফলে আমেরিকাতে পাখি শিকারের জন্য এই বন্দুকের ব্যবহার আইনগত ভাবে নিষিদ্ধ করা হয় কিন্তু ব্রিটেনে এখনো এই বন্দুকের প্রচলন রয়েছে।
This post was last modified on জুলাই ৩, ২০১৮ 12:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ বিরতির পর আবারও সংগীত অঙ্গনে সরব হতে যাচ্ছেন এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শপিং মলের ভিতর ঘুরে বেড়াচ্ছে এক বানর। একজন তরুণ তাকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ৬ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে ত্বক অত্যাধিক খসখসে হয়ে পড়ে। সেইসঙ্গে আর্দ্রতা কমে শুষ্কও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনিগমা হ্রদের বরফের নিচে থাকা পানিতে বিভিন্ন ধরনের অণুজীবের খোঁজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিম চুরি করে খাওয়ার লোভে সাপের গর্তে হানা দেয় একটি…