জনপ্রিয় সব অ্যাপসে ঘরে বসেই অনলাইনে দেখুন সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিনেমা হলে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করলে ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে পছন্দমতো সিনেমা দেখতে পারবেন। সেজন্য আপনাকে কিছু অ্যাপস ইনস্টল করতে হবে।

সিনেমা হলে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করলে ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে পছন্দমতো সিনেমা দেখতে পারবেন। সেজন্য আপনাকে কিছু অ্যাপস ইনস্টল করতে হবে। শুধু ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই দেখার সুযোগ পাওয়া যাবে সিনেমা। বেশকিছু অ্যাপ রয়েছে যেগুলো ইনস্টল করে ইচ্ছামতো যে কোনও দেশের যে কোনও সিনেমা দেখার সুযোগ তৈরি করেছে ইন্টারনেটের মুভি ক্লাব বা ওইসব অ্যাপগুলো। এই অ্যাপসগুলো দুয়েকটি ফ্রি আবার দুএকটিতে সিনেমা দেখার জন্য পয়সা খরচ করতে হয়। জেনে নিন দেশি-বিদেশি কিছু সিনেমা ও টিভি সিরিজ দেখার স্ট্রিমিং সাইট এবং অ্যাপস সম্পর্কে।

আইফ্লিক্স

‘আইফ্লিক্স’ হলো টেলিকম অপারেটর রবির ভিডিও স্ট্রিমিং সেবা। এতে এক্সক্লুসিভ শো, পুরস্কারপ্রাপ্ত টিভি সিরিজ, ব্লকবাস্টার সিনেমা, জনপ্রিয় স্থানীয় এবং আঞ্চলিক কনটেন্ট ও শিশুতোষ অনুষ্ঠানসহ বিনোদনের এক বিশাল ভাণ্ডার বিদ্যমান। এই সেবাটির মোবাইল অ্যাপের চমৎকার ফিচার হলো ডাউনলোড সিস্টেম। যে কেও চাইলে ইন্টারনেট ছাড়া অফলাইনে দেখার জন্য যে কোনও ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। অ্যাপের বাঁ পাশে থাকা ‘মাই ডাউনলোড’ অপশনে গিয়ে ডাউনলোড করা ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে।

Related Post

অ্যাপটি ডাউনলোড করে এক মাসের জন্য ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। পরে অবশ্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব ফি প্রতিমাসে ১০০ টাকা মাত্র। এয়ারটেল ও রবি গ্রাহকরা সরাসরি মোবাইলের ব্যালেন্স থেকে সাবস্ক্রাইব করতে পারবেন।

বায়োস্কোপ

‘বায়োস্কোপ’ হলো টেলিকম অপারেটর গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা প্রতিষ্ঠান। খেলা, চলচ্চিত্র, নাটক ও টিভি শো দেখার সুবিধাও রয়েছে। ৩৫টির মতো বাংলাদেশী ও ভারতীয় টিভি চ্যানেল দেখা যাবে এই বায়োস্কোপে। অ্যাপটি হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনও অনুষ্ঠান শেয়ারের পাশাপাশি বন্ধুদের ইনবক্স করে জানানোও যাবে।

কোনও ফি ছাড়াই বিনামূল্যে ব্যবহার করা যাবে এই অ্যাপসটি। আবার যেকোনও ব্রাউজার হতে https://www.bioscopelive.com-এ গিয়ে সেবাটি উপভোগও করা যাবে। অ্যান্ড্রয়েড ওএস চালিত স্মার্ট টিভিতে এই অ্যাপসটি ব্যবহার করা যাবে। তবে অ্যাপল টিভির জন্য কোনও সংস্করণ আনা হয়নি।

বাংলাফ্লিক্স

মোবাইল অপারেটর বাংলালিংকের স্ট্রিমিং সেবা হলো এই ‘বাংলাফ্লিক্স’। এখানে লাইভ টিভি, নাটক, মিউজিক ভিডিও, পুরনো বাংলা সিনেমা ও ফ্যাশন নিয়ে বিভিন্ন ভিডিও কনটেন্টও পাওয়া যাবে। কোনও নিবন্ধন ছাড়া ফ্রি ভিডিওগুলো আপনি দেখতে পারবেন।

বাংলাফ্লিক্সে নিবন্ধন করা যাবে কেবলমাত্র বাংলালিংক মোবাইল নম্বর দিয়ে। বাংলাফ্লিক্স প্রথম ৩০ দিন বিনামূল্যে ব্যবহার করা গেলেও এটিও পরে সাবস্ক্রাইব করতে হবে। একদিনের জন্য ২.৪৪ টাকা, সাতদিনের জন্য ১২.১৮ টাকা ও এক মাসের জন্য ৩৬.৫২ টাকা সাবস্ক্রাইব ফি দিতে হবে ব্যবহারকারীকে।

মুভ প্লে

এই ‘মুভি স্ট্রিমিং’ সেবায় সিনেমা দেখার পাশাপাশি সহজেই বড় সাইজের সিনেমা ডাউনলোড করা যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে। বাংলা মুভির পাশাপাশি এতে হলিউড, বলিউড, তামিল সিনেমাও রয়েছে। এতে ক্রাইম, কমেডি, অ্যানিমেশন, হরর বিভাগও রয়েছে। ইংরেজি অক্ষর অনুযায়ী মুভিও খুঁজে পাওয়ার সুবিধা রয়েছে এই অ্যাপসে।

সিনেমা ডাউনলোড করার জন্য মুভ প্লেতে (http://movply.stream) নিবন্ধন করতে হবে। এই সেবাটির মোবাইল অ্যাপসও রয়েছে। https://bit.ly/2rDpEi7 হতে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে এই সেবাটি।

হৈচৈ

হৈচৈ হলো ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। হৈচৈ হতে বিভিন্ন ওয়েব সিরিজ প্রচার করা হয়। এতে মুভি, মিউজিক ভিডিওসহ বিভিন্ন টিভি শোও দেখা যাবে। অফলাইন ভিডিও ডাউনলোড সুবিধাও রয়েছে হৈচৈ-এর মোবাইল অ্যাপে। তবে এটি সাবস্ক্রাইব করতে হবে। হৈচৈ-এ কিছু কিছু ভিডিও কনটেন্ট ফ্রি দেখতে পারবেন।

কিন্তু সব কনটেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে। এক বছরের জন্য ৯.৯৯ মার্কিন ডলার ও এক মাসের জন্য ১.৪৯ মার্কিন ডলার সাবস্ক্রাইব ফি দিতে হবে ব্যবহারকারীকে।

নেটফ্লিক্স

‘নেটফ্লিক্স’ হলো সারা বিশ্বে অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এই মুহূর্তে ২০০টির বেশি দেশে নেটফ্লিক্সের কার্যক্রম রয়েছে।

জনপ্রিয় এই স্ট্রিমিং সাইট ও অ্যাপটিতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন টিভি সিরিজ, মুভি এবং টিভি চ্যানেল। নেটফ্লিক্সে বাংলাদেশ ও কলকাতার অনেক বাংলা সিনেমাও পাওয়া যায়। তবে বিনামূল্যে নেটফ্লিক্সের সেবা পাওয়া যাবে না। নেটফ্লিক্সের মাসিক স্ট্রিমিং প্যাকেজ তিন রকমের হয়ে থাকে- বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম।

এর বেসিক প্যাকেজে থাকছে মাসিক ৮ ডলারে (৬৪০ টাকা) একটি স্ক্রিনে এসডি (স্ট্যান্ডার্ড ডিসপ্লে) রেজল্যুশন মুভি ও টিভি ধারাবাহিক দেখার সুবিধাও। স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকছে মাসিক ১০ ডলারে (৮০০ টাকা) দুটি স্ক্রিনে, এইচডি (হাই ডিসপ্লে) রেজল্যুশনে মুভি ও টিভি ধারাবাহিক দেখার সুবিধা।

প্রিমিয়াম প্যাকেজে রয়েছে মাসিক ১২ ডলারে (৯৬০ টাকা) চারটি স্ক্রিনে এইচডি এবং ইউএইচডি (আলট্রা হাই ডিসপ্লে) রেজল্যুশনে স্ট্রিমিং সেবা উপভোগের সুবিধাও। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড মাস্টার বা ভিসা কার্ডের মাধ্যমে প্যাকেজগুলো কেনা যায়।

হটস্টার

ভারতের স্টার গ্রুপের ভিডিও স্ট্রিমিং সেবা হলো এই ‘হটস্টার’। সরাসরি খেলা দেখানোর জন্য হটস্টারের বেশ সুনামও রয়েছে। খেলা ছাড়াও মুভি ও অনেক টিভি সিরিজ রয়েছে হটস্টারের ভাণ্ডারে। বিনামূল্যে ব্যবহার করা যাবে এই সেবাটি। এমনকি হটস্টারের ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন না করেও দেখা যাবে অনেক ভিডিও বা টিভি সিরিজ।

অ্যামাজন প্রাইম ভিডিও

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং সেবা হলো এই ‘অ্যামাজন প্রাইম ভিডিও’। এটিতে বিভিন্ন মুভি, টিভি সিরিজ, টিভি চ্যানেলসহ বিভিন্ন অনুষ্ঠান দেখার সুবিধাও রয়েছে। তবে এর জন্য সাবস্ক্রাইব করতে হবে। প্রতিমাসে ব্যয় করতে হবে ৫.৯৯ মার্কিন ডলার।

প্রথম ৬ মাসে ২.৯৯ ডলারে সাবস্ক্রাইব করা যায়। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড মাস্টার, ভিসা কার্ডের মাধ্যমে সাবস্ক্রাইব ফি দেওয়া যাবে।

পপকর্ন টাইম

পপকর্ন টাইমকে এক কথায় বলা যায় অনলাইন মুভি ও টিভি শোর ভাণ্ডার। পপকর্ন টাইম ব্যবহার করতে হলে www.popcorn-time.to তে গিয়ে ব্যবহারকারীদের ডিভাইস অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করবে। তবে এই সেবাটি বিনামূল্যে ব্যবহার করা যায়।

This post was last modified on জুন ২৪, ২০২০ 12:13 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে