পাকিস্তান নির্বাচন: প্রচারণায় নেমেছেন সাবেক দুই প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের সাধারণ নির্বাচনের বাকি রয়েছে মাত্র সপ্তাহ তিনেক। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, প্রচারণাও ততোই জোরালো হচ্ছে। এবার পাকিস্তান নির্বাচনের প্রচারণায় নেমেছেন সাবেক দুই প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে।

নির্বাচনে এবার চমক হলো দুই সাবেক প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে। একজন হলেন মরিয়ম নওয়াজ- ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দলের নতুন কাণ্ডারি। অপরজন বিলাওয়াল ভুট্টো- পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একমাত্র ‘তলোয়ার’ ভাবা হয় যাকে। দুইজনই দেশের বড় দুই দলের উত্তরাধিকারী হিসেবে মসনদের লড়াইয়ে নেমেছেন। দলের আশা-ভরসা, জয়-পরাজয়ের চাবিকাঠিও তাঁরা। দু’জনই পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে। পদচ্যুত প্রধানমন্ত্রী ও প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলেমেয়ে।

মা-নানার রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার জন্য গত রবিবার থেকেই প্রচারণায় মাঠে নেমে পড়েছেন ২৯ বছরের তরুণ বিলাওয়াল ভুট্টো। নির্বাচনী এলাকায় দিনরাত চষে বেড়াচ্ছেন ভুট্টো বংশের নতুন এই ‘রাজপুত্র’। অপরদিকে মায়ের চিকিৎসার কারণে লন্ডনে থাকা মরিয়ম আগামী সপ্তাহেই দেশে ফিরবেন। বাবা নওয়াজ শরীফের আসন হতে নির্বাচন করছেন রাজনীতিতে ‘বকলম’ ৪৪ বছর বয়সী মরিয়ম নওয়াজ।

Related Post

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে ১৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। গত বছরের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হতে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিমকোর্ট। এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপরই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন মরিয়ম। গত বছর উপ-নির্বাচনে মা বেগম কুলসুম নওয়াজের হয়ে প্রচারে অংশ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন মরিয়ম। এবারের সাধারণ নির্বাচনে লাহোরের এনএ১২৭ ও পাঞ্জাব অ্যাসেম্বলির পিপি১৭৩ কেন্দ্র থেকে লড়ছেন মরিয়ম নওয়াজ। সিংহ প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

অপরদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠ গরম করে রেখেছেন ভুট্টো পরিবারের তৃতীয় উত্তরসূরি বিলাওয়াল। তীর প্রতীক নিয়ে করাচির এনএ-২৪৬ (লায়ারি) আসনে লড়ছেন বিলাওয়াল। ‘গো বিলাওয়াল গো’ স্লোগানে প্রচারণায় নেমেছেন বিলাওয়াল ভুট্টো। নানা, নানি, মা ও বাবার পর পিপিপির চেয়ারম্যান পদে আসেন তিনি।

This post was last modified on জুলাই ৩, ২০১৮ 3:04 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে

পাহাড়-পর্বতের এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সন্তানের শরীরচর্চা নিয়ে চিন্তিত না হয়ে জিম, যোগাসন ও আর যা শেখানো যেতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পড়াশোনার জন্য দিনের বেশির ভাগ সময় কম্পিউটারে চোখ রাখতে…

% দিন আগে

ডিবিএইচের ময়মনসিংহ শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারাগুলো সরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবিবার (১২ মে) সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায়…

% দিন আগে

তাহসান দীর্ঘ ৮ বছর পর আবারও নতুন করে গাইলেন ‘কে তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮ বছর পূর্বে ‘কে তুমি’ শিরোনামে একটি গান গেয়েছিলেন জনপ্রিয়…

% দিন আগে