দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ মাত্রই অনুকরণ এবং অনুসরণ প্রিয়। পৃথিবীর বিখ্যাত সব মনিষীরা আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের কার্যাবলিতে আমরা অনুপ্রাণিত হয়েই নিজেদের এগিয়ে নিতে পারি আগামীর পথে। আজ আমরা এমন কিছু বিখ্যাত ব্যক্তিদের সেরা সেরা কিছু উক্তি জেনে নিই যা হয়ত আমাদের লাইফের পরিবর্তন আনতে পারে।
১। “একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করেছিল। এখন আমার সেই বন্ধু
মাইক্রোসফটের একজন দক্ষ ইঞ্জিনিয়ার আর আমি সেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।” —বিল গেটস।
২। “যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো।” —যাযাবর।
৩। “সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।” —বায়রন।
৪। “সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না।” —জোনাথন সুইফট।
৫। “যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।” —জর্জ গ্রসভিল।
৬। “আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।” —সুইফট।
৭। “সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন।” —মার্ক টোয়েন।
৮। “সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে।” —লর্ড হ্যলি ফক্স।
৯। “অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।” —জন বেকার।
১০। “সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।” —হযরত আলী (রাঃ)।
১১। “সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠতে পারে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।” —হযরত সোলায়মান
(আঃ)।
১২। “যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।” —জন লিলি।
১৩। “পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।” —উলিয়ামস হেডস।
১৪। “আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।” —বিল গেটস।
১৫। “সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।” —ডব্লিউ এস ল্যান্ডের।
১৬। “প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।” —রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭। “আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।” —ইবনে সিনা।
১৮। “যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?” -শেরে বাংলা এ. কে.
ফজলুল হক
১৯। “যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা।” –
রেদোয়ান মাসুদ
২০। “প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।” -আব্রাহাম লিংকন।
This post was last modified on জুলাই ১৭, ২০১৮ 2:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্যকর হলেও কিছু কিছু সব্জি বেশি খেলে হিতে বিপরীতও হতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধাসিদ্ধ কিংবা কম আঁচে রান্না করা মাংস, মাছ এবং সবজি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারির প্রথম দিনেই ভক্তদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মান সরকার ইহুদিবাদী ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর…