Categories: সাধারণ

স্মার্টলি কেনাকাটা করার ১০টি টিপস

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আপনি কি কেনাকাটা করতে গিয়ে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হন? আপনার কি কোনো কিছু কেনার পর মনে হয় ঠকে গেলাম কি না! কেনাকাটার পরে যেন আপনাকে না পস্তাতে হয় সে জন্য কিছু টিপস দেওয়া হল।


কেনাকাটা করতে গেলে আগে থেকে কিছু জিনিস খেয়ালে রাখতে হয়। যেমনঃ

  • শপিংমল এড়িয়ে চলুনঃ কেনাকাটা করতে গেলে অবশ্যই শপিং মল এড়িয়ে চলুন। নির্দিষ্ট পণ্যের শোরুম অথবা আউটলেট থেকে পণ্য কেনার চেষ্টা করুণ। এতে দাম ও পণ্যের মান ভালো পাবার নিশ্চয়তা থাকে।
  • কেনাকাটা করুণ দিনের প্রথম ভাগেঃ চেষ্টা করুণ দিনের প্রথম ভাগেই কেনাকাটা করার। দিনের প্রথম ভাগে কেনাকাটা করলে ভিড় এড়ানো যায় এবং ফ্রেস আবহাওয়ায় কেনাকাটা করা যায়। মনে রাখবেন মানসিক প্রশান্তির মাঝে কেনাকাটা করতে পারাটা সঠিক জিনিস বেছে নেয়ার মূল নিয়ামক শক্তি।
  • তালিকা করুণঃ কি কি কিনবেন সেসব পণ্যের একটা তালিকা তৈরি করে ফেলুন। তালিকাতে এটাও নিশ্চিত করুণ কোন পণ্য কোথায় থেকে সহজে পাওয়া যাবে। এতে আপনার কেনাকাটা অনেকটা সহজ ও গোছানো হয়ে যাবে।
  • সোমবার থেকে বৃহস্পতিবারের মাঝে কেনা কাটা করুণঃ সাপ্তাহের এ সময় টাতে ভিড় কম থাকে কারণ সবাই চায় সাপ্তাহের শুরুর দিকেই কেনাকাটা করে ফেলতে। কম ভিড় কম ঝামেলা, সঠিক জিনিসটি কেনা সহজ।
  • বাজেট তৈরি করুণঃ কেনাকাটার মূল শক্তি বাজেট। আপনি কি কিনবেন সেটা ঠিক করার পর যেটা ভাবনার বিষয় তা হচ্ছে এর মূল্য কত এবং এ মূল্য কি আপনার স্বাদ ও সাদ্ধের মাঝে আছে? অতএব আপনি কেনাকাটা করতে যাওয়ার আগেই নিজের পণ্য তালিকা অনুসারে একটা বাজেট করে ফেলুন।
  • পণ্য ও দোকানের খ্যাতি ও সামাজিক পরিচিতিঃ আপনি যে দোকান থেকে পণ্যটি কিনবেন সে দোকানের সামাজিক পরিচিতি কেমন তা অবশ্যই জেনে নিবেন। অখ্যাত কনো দোকান বা প্রতিষ্ঠান থেকে পণ্য কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। টাকা দিয়ে জিনিস কিনবেন অতএব আপনি নিজেও অবশ্যই ঠকতে চাইবেন না।
  • উৎসবের আগে কেনাকাটা করতে সাবধানঃ যেকোনো সামাজিক উৎসবের আগে কেনাকাটা করা থেকে বিরত থাকুন। কারণ এসময় জিনিস পত্র স্বাভাবিক দাম থেকে অনেক বেশী দামে বিক্রি হয়। অতএব আপনি যদি কোন পণ্য সঠিক মূল্যে কিনতে চান তবে অবশ্যই উৎসবের আগে আগে তা কিনবেন না এ ক্ষেত্রে আপনাকে চড়া মূল্য দিতে হতে পারে।
  • ডিপার্টমেন্টাল স্টোরের কার্ড ব্যবহার করবেন নাঃ কেনাকাটার জন্য ডিপার্টমেন্টাল স্টোরের কার্ড ব্যবহার থেকে বিরত থাকুন। তাঁরা আপনাকে অফার দিবে ৫% থেকে ৬% কমিশনের কিন্তু আপনি যখন কানাকাটা করে ফেলবেন সে ক্ষেত্রে দেখা যাবে কার্ডের ইন্টারেস্ট রেট আপনার কমিশন থেকে আরও বেশী। এতে আপনি ক্ষুদ্র লাভ করতে গিয়ে অধিক ক্ষতির সম্মুখীন হবেন।
  • সময় সম্পর্কে সচেতন থাকুনঃ কেনাকাটা করতে গিয়ে আপনি অবশ্যই একটা সময় নির্ধারণ করে রাখুন আগে থেকেই। দীর্ঘ সময় কেনাকাটার ফলে আপনার বিরক্তি চলে আসতে পারে অথবা আপনি দুর্বল হয়ে পরতে পারেন এ ক্ষেত্রে সঠিক জিনিস হয়ত আপনি কিনতে পারবেন না। তাই কেনাকাটার জন্য একটা নির্দিষ্ট সময় বাজেট করে নিতে হবে আপনাকে।
  • আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ করুণঃ যেখানেই যা কিনবেন সে দোকান ও সে পণ্যের বিষয়ে আপনি একটা অভিজ্ঞতা লাভ করবেন। সব ক্ষেত্রে চেষ্টা করুণ পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে। একজন অভিজ্ঞ ক্রেতা সহজেই নিজের জন্য সঠিক জিনিসটি কিনে নিতে পারে তাঁকে এ ক্ষেত্রে অন্য কারো সাহায্য নিতে হয়না। যখন যেখানেই যাবেন দেখে নিবেন ওই এলাকায় কি কি জিনিস পাওয়া যায় এবং তার মূল্য ও মান কেমন।

তথ্য সূত্রঃ আই ভিলেজ

This post was last modified on ডিসেম্বর ৮, ২০১৪ 11:41 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ডিনার খেয়েই যান বিছানায় শুতে? এই বদভ্যাসে কোন-কোন রোগ হতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের বেশ বদভ্যাস রয়েছে। রাতের খাবার শেষ করা মাত্রই তারা…

% দিন আগে

বিমক্স ২০২৪ -এ অংশ গ্রহণের মাধ্যমে অত্যাধুনিক সব পণ্য প্রদর্শন করে এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বৃহত্তম মেরিটাইম এবং অফশোর প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড…

% দিন আগে

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ: বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার জন্য দৃঢ় নীতিমালা ও সচেতনতার প্রয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান ডিজিটাল যুগে সংবাদ মাধ্যমের গুরুত্ব ও প্রসার আগের যেকোনো…

% দিন আগে

শুটিংয়ে আহত হলেন শাকিব খান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং এর সময় আহত হয়েছেন ঢাকাই…

% দিন আগে

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আয়ারল্যান্ডের প্রস্তাব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইরিশ আইনপ্রণেতারা দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছেন। যেখানে ইহুদিবাদী…

% দিন আগে

রান্না করতে গিয়ে গরম তেলে মোবাইল ফোন পড়তেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রান্না করতে গিয়ে গরম তেলে মোবাইল ফোন পড়তেই ঘটে গেল…

% দিন আগে