দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রণীত নির্দেশনাবলী মেনে দ্রুত নির্বাচন না করলে আইসিসি বাংলাদেশের সদস্যপদ কেড়ে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিন্তু দ্রুত নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নতুন সংশোধিত গঠনতন্ত্রের বৈধতার উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা। গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেবার কথা বলা হয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এর ফলে বিলম্বিত হচ্ছে নির্বাচন প্রক্রিয়া।
এতদিন পর্যন্ত বোর্ড সভাপতির পদে সরকারী দলের মনোনীত কাউকে বসানো হত। কিন্তু আইসিসির প্রণীত নীতিমালা অনুযায়ী, ক্রিকেট বোর্ডের উপর যেন সরকারী দল হস্তক্ষেপ করতে না পারে সেকারনে বোর্ডের সভাপতির পদে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। আইসিসির নীতিমালা অনুযায়ী বিসিবি নতুন সংশোধিত গঠনতন্ত্র প্রণয়ন করে ২০১২ সালের ১লা মার্চ । কিন্তু সেটা বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অনুমোদিত হয়ে আসার আগেই ২০১২ সালের নভেম্বরেই তৎকালীন কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। যা এখনও বিদ্যমান রয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “আইসিসির নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছিল। এখন যদি আমরা সেই গঠনতন্ত্রের আলোকে নির্বাচন না করি এবং হাইকোর্ট যদি সংশোধিত গঠনতন্ত্র বাতিল করে দিয়ে ২০০৮ সালের গঠনতন্ত্র বহাল রাখে তবে বাংলাদেশ আইসিসির সদস্যপদ হারাতে পারে।”
২০০৮ সালের গঠনতন্ত্রে বোর্ড সভাপতি নির্বাচনের ব্যাপারে কোন গণতান্ত্রিক পদ্ধতির কথা উল্লেখ নেই। এতদিন সরকারপক্ষ তাদের পছন্দের যে কাউকে বিসিবি সভাপতি পদে বসিয়ে এসেছে।
বিসিবি সভাপতি ভাষ্যমতে বর্তমানে দুটি গঠনতন্ত্র রয়েছে। যদি বিসিবি সভাপতি পদে নির্বাচন করতে হয় তবে ২০১২ সালের গঠনতন্ত্র অনুসরণ করতে হবে। কিন্তু সেটির বৈধতা নিয়ে আদালত বিচারাধীন থাকায় সে অনুযায়ী নির্বাচনে যেতে পারছে না বিসিবি। যার জন্য নির্বাচন আয়োজন করতে দেরী হচ্ছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান আরও বলেন, “আইসিসির সর্বশেষ বোর্ড মিটিং এ বোর্ড মেম্বার সবাইকে তাদের গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন আনতে বলা হয়েছিল। কিন্তু হাইকোর্ট যতদিন না গঠনতন্ত্রের ব্যাপারে কোন সিদ্ধান্ত দিবে ততদিন পর্যন্ত আমাদের কিছু করার নেই। আমরা সবধরনের আইনি বিষয় বিবেচনায় রাখছি। কারন আইসিসির এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আর আমাদের যা কিছু করার এই সীমাবদ্ধতার মধ্যে দিয়েই করতে হবে।”
তথ্যসূত্রঃ ক্রিকইনফো
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…