দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব কম সময়ে শাওমি বাংলাদেশের বাজার দখল করেছে। শাওমি এবার নিয়ে এসেছে তাদের ফ্লাগশিপ ফোন পোকোফোন এফ১। কম দামে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।
শাওমি তাদের বাজার ধরে রাখতে একের পর এক নতুন ফোন বের করেই চলেছে। তারই ধারাবাহিকতায় শাওমি নিয়ে এসেছে “শাওমি পোকোফোন এফ১”। এই ফোনে যা দেওয়া হয়েছে তা অবিস্মরণীয়। এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ এর চিপসেট এবং ফোনটির দাম ধরা হয়েছে আনুমানিক ৩০০ ডলার। এই ফোনর মূল আকর্ষণ হল এর স্পেসিফিকেশন। এই ফোনর স্পেসিফিকেশনের সাথে তুলনা করলে দেখা যাবে দাম অনেক কম রাখা হয়েছে। এজন্য কম দামে আপনি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফোন পাচ্ছেন। তো চলুন দেখে নেয়া যাক ফোনর স্পেসিফিকেশন:
প্রসেসর: ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ,
জিপিইউ: এড্রিনো ৬৩০
র্যাম: ৬জিবি অথবা ৮জিবি
স্টোরেজ: ৬৪জিবি বা ১২৮ জিবি (৬জিবি র্যাম) / ২৫৬জিবি (৮জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট আছে
স্ক্রিন: ৬.১৮ ইঞ্চি (২২৪৬ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮.৭:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, ডিসপ্লেতে নচ বিদ্দমান
ক্যামেরা: রেয়ার ১২ + ৫ মেগাপিক্সেল, ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং ফ্রন্ট ২০ মেগাপিক্সেল ক্যামেরা
ব্যাটারি: ৪০০০ mAh, কুইক চার্জ ৩.০ সাপোর্ট করে, ইউএসবি টাইপ সি
ওএস: এন্ড্রয়েড ৮.১ ওরিও, এমআইইউআই ৯.৬ (পকো কাস্টমাইজড)
অন্যান্য: ৩.৫ মিমি হেডফোন জ্যাক, লিকুইড কুলিং, ব্লুটুথ ৫,
ওজন: ১৮০ গ্রাম, পুরুত্ব ৮.৮ মিলিমিটার
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এই ফোনটি খুব তারাতারি বাজারে আসছে। ভারতে ইতিমধ্যে এই ফোন উন্মুক্ত হয়েছে। আগামী মাসে এটি বাংলাদেশে উন্মুক্ত হবে। এটির দাম আনুমানিক ৩০০ ডলার ধরা হয়েছে। তবে এটি নির্ভর করছে এর ভেরিয়েন্টের উপর। ৬জিবি-৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০০ ডলার, ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪৩ ডলার এবং ৮জিবি-২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৪১৪ ডলার।
This post was last modified on সেপ্টেম্বর ৫, ২০১৮ 10:25 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…