দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের আলোচিত নায়ক সিয়াম অভিনীত ‘দহন’ ছবির গান ইউটিবে প্রকাশিত হয়েছে। গত রবিবার ‘হাজীর বিরিয়ানি’ নামে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
এই গানটিতে পারফর্ম করতে দেখা গেছে সিয়ামকে। বড় আয়োজনে ভিডিওকৃত গানটিতে কণ্ঠ দিয়েছেন কোলকাতার আকাশ সেন। গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।
রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিয়ামের বিপরীতে রয়েছেন পূজা চেরি। এই জুটির ‘পোড়ামন’ ছবিটি ব্যবসা সফলতা পায়। এই ছবিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রিপাসহ অনেকেই।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘দহন’ ছবিটি নির্মিত হয়েছে। ছবির গল্পে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক ও পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অপরদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।
উল্লেখ্য, ‘পোড়ামন-২’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে সিয়ামের। প্রথম ছবিতেই বাজিমাত করেন সিয়াম। ছবির গল্পে তাকে বাংলাদেশের সুপারস্টার নায়ক সালমান শাহ’র ভক্তের ভূমিকায় দেখা গিয়েছিলো। অপরদিকে ‘নূরজাহান’ ছবির মাধ্যেম নায়িকা হিসেবে অভিষেক ঘটে পূজা চেরির। তার দ্বিতীয় ছবি ছিলো ‘পোড়ামন-২’ এবং তৃতীয় ছবি হলো ‘দহন’।
তবে ‘প্রেম আমার-২’ নামে একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন পূজা। ক্যারিয়ারের ওই চতুর্থ ছবিতে প্রথম ছবির নায়ক আদৃতের সঙ্গেই জুটি বেঁধেছেন পূজা চেরি।
This post was last modified on অক্টোবর ১৮, ২০১৮ 11:19 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…