আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া: জানাজা কাল বাদ জুমা, দাফন হবে শনিবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ব্যান্ড সঙ্গীতের আইকন আইয়ুব বাচ্চু আজ (বৃহস্পতিবার) সকালে মৃত্যুবরণ করেছেন। এই গুণি শিল্পীর মৃত্যুতে দেশজুড়ে ছোকের ছায়া নেমে এসেছে।

আইয়ুব বাচ্চু’র প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার) জুমার নামাজের পর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ইদগাহ ময়দানে। এবং আগামী শনিবার তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই তথ্য জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি আরও জানান, আইয়ুব বাচ্চুর সন্তানরা দেশের বাইরে রয়েছেন। তাঁরা কাল (শুক্রবার) দেশে আসবেন। পরদিন শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি জানান, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ জাতীয় শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে আইয়ুব বাচ্চুর কফিন। জুমার নামাজের আগ পর্যন্ত সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানাতে সেখানে রাখা হবে তাঁর মরদেহ।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চু শেষ নি:শ্বাস ত্যাগ করেন জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির এই অগ্রপথিক। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ১৯৬২ সালের ১৬ আগস্ট দেশের জনপ্রিয় এই শিল্পী চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আইয়ুব বাচ্চুর। সকাল ৯টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ১৬ অক্টোবর রাতে রংপুরে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন আইয়ুব বাচ্চু। বুধবার রাত থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন। সকাল ৮টার দিকে বাসা তাঁকে থেকে হাসপাতালের নিয়ে যান স্বজন ও রাশেদ। তড়িঘড়ি করে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনুমানিক সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ জাতীয় শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে আইয়ুব বাচ্চুর কফিন। জুমার নামাজের আগ পর্যন্ত সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানাতে সেখানে রাখা হবে তাঁর মরদেহ।

This post was last modified on অক্টোবর ১৮, ২০১৮ 2:50 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’ এখন ইউটিউবে [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…

% দিন আগে

দড়িতে পোষা কচ্ছপ বেঁধে বেড়াতে বেরোলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…

% দিন আগে

সুন্দর এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

ওজন কমাতে কোনটি বেশি উপকারী জগিং নাকি সাইকেল চালানো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…

% দিন আগে

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে