খাশোগি এখনও বেঁচে আছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে গত প্রায় দু’মাস যাবত নানা আলোচনায় মুখরিত পুরো বিশ্ব। খাগোশি হত্যাকাণ্ড নিয়ে সৌদির রাজপ্রাসাদও যেনো কেঁপে উঠেছে। এমন এক মুহূর্তে খবরে বেরিয়েছে খাশোগি এখনও বেঁচে আছেন!

বৈশ্বিক চাপ এবং লাগামহীন সমালোচনার মুখে সৌদি সরকার প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে নেয় যে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। কিন্তু যখন জামাল খাশোগির লাশ নিয়ে নানা আলোচনায় মুখরিত পুরো বিশ্ব সেই সময় হঠাৎ করে দুবাই পুলিশের সাবেক প্রধান জানালেন ভিন্ন কথা। তিনি বলেছেন খাশোগি হয়তো এখনও বেঁচে আছেন!

জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তার মরদেহ খুঁজেই পাওয়া যায়নি, তার ডিএনএ পর্যন্ত পাওয়া যায়নি এবং তার পরিবারের সদস্যরা শেষকৃত্যর আয়োজনও করতে পারেননি। তিনি বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি এখনও বেঁচে থাকতে পারেন।

Related Post

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুবাই পুলিশের সাবেক প্রধান আরও বলেন, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে, খাশোগি হয়তো এখনও বেঁচে থাকতে পারেন। এই টুইটকে ফলাও করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সৌদি ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগি তুরস্কে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন। সৌদি আরব প্রথমে তার ব্যাপারে অস্বীকার করলে পরবর্তীতে স্বীকার করে নেয় যে খাশোগি নিহত হয়েছেন।

ওই ঘটনার ১৭ দিন পর সৌদি আরব ওই কনস্যুলেটেই খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে এবং বাক-বিতণ্ডা ও ঘুষাঘুষির এক পর্যায়ে তিনি মারা যান বলে জানানো হয়। আন্তর্জাতিক মহল এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তারা একাধিকবার বিবৃতি পরিবর্তন করে। দুর্বৃত্ত অভিযানের কারণে ভুলক্রমে খাশোগি খুন হন বলেও সৌদি আরব ব্যাখ্যা করেছেন।

সৌদি আরব বলেছে যে, নিয়ম ভঙ্গকারী একদল এজেন্ট খাশোগিকে হত্যা করেছে এবং সৌদি যুবরাজের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এরপর সৌদি আরবের বেশ কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীকে গ্রেফতারও করা হয়।

তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সৌদি আরবের প্রধান কৌঁসুলিকে বের করতে হবে যে- খাশোগিকে হত্যাকাণ্ডের নির্দেশ কে দিয়েছিল ও হত্যার জন্য ১৫ জনের একটি দলকে ইস্তাম্বুল কে পাঠিয়েছিলো। বিষয়টি নিয়ে সৌদি আরবের প্রধান সরকারি কৌঁসুলি সেইসময় ইস্তাম্বুল সফরও করেন।

এতো কিছু ঘটার পর পর সারা বিশ্ব যখন খাশোগির দেহাবশেষ উদ্ধারের দাবি করছে সেই মুহূর্তে দুবাই পুলিশের সাবেক প্রধান এমন একটি মন্তব্য করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

This post was last modified on নভেম্বর ১২, ২০১৮ 9:09 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে