জীবনে সফল হতে চাইলে ৫টি বিষয় থেকে নিজেকে বিরত রাখুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই সফল হতে চাই। অন্যের সফলতা দেখে নিজের মধ্যে সফল হওয়ার খুব আগ্রহ বেড়ে যায়। কিন্তু আমাদের বেশ কিছু ভুল কথা সফলতার অন্তরায় হয়ে দাড়ায়। তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা নিজেরা কখনই ভাবতেই পারি না যে, নিজেদের ব্যর্থতার পেছনে সেই কথাগুলো দায়ী। আজ আমরা জানবো নিজেকে সফল হতে হলে কোন কথাগুলো পরিত্যাগ করা উচিৎ।

১। ব্যক্তিগত গোপনীতা বজায় রাখাঃ

প্রতিটি মানুষের জীবনের কিছু না কিছু ব্যক্তিগত গোপনীয়তা থাকে। আর এই গোপনীয়তা ফাঁস হলেই সৃষ্টি হয় নানা ঝামেলা। অনেকেই আমরা নিজের গোপনীয়তা কিছু মানুষকে বিশ্বাস করে বলে থাকি। এখন হয়ত কারোর সাথে খুব ভাল সম্পর্ক রয়েছে কিন্তু কোন কারণ বশত তার সাথে দ্বন্দ্ব লাগলে সে আপনার এই দুর্বলতাকে খুব ভাল করেই কাজে লাগাবে। তাই যতটা সম্ভব গোপনীয়তা বজাই রাখার চেষ্টা করুন। তবেই সফলতার পথে কেউ বাধা হয়ে দাড়াতে পারবে না।

২। জীবনের লক্ষ্য গোপন রাখুনঃ

আমরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার জিডি পাইলট ইত্যাদিকে জীবনের লক্ষ্য হিসেবে দেখি। সুনাম অর্জন এবং নিজেকে অন্যদের কাছে প্রাধান্য পেতেই সবার কাছে জীবনের লক্ষ্য বলে বেড়ায়। কিছুদিন পর যখন কোন কারণ বশত আপনি জীবনের লক্ষ্য থেকে ছিটকে পড়েন, তখন আশপাশের বিভিন্ন মানুষ নানা ধরণের উপহাসমূলক কথা বলে। হয়ত আপনি ডাক্তার হতে চান এমন কথা সবাইকে বলেছেন, কিন্তু জীব বিজ্ঞানে সবচেয়ে কম নাম্বার পেয়েছেন। তাহলে যারা আপনার ভাল চাই না, তারা আপনার মুখের উপরি বলবে জীব বিজ্ঞান সম্পর্কে যার ভাল ধারণা নেই সে আবার ডাক্তার হবে। এমন কথা বার বার শুনতে শুনতে এক সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই জঈবনের লক্ষ্য সম্পর্কে কাওকে না বলায় উচিৎ। যখন আপনার লক্ষ্য পূরণ হবে, তখন সাবাইকে বলবেন আমার জীবনের লক্ষ্য আজ পূরন হয়েছে।

Related Post

৩। নিজের প্রশংসা না করাঃ

কিছু মানুষ অন্যদের কাছে নিজের প্রশংসা করতে খুব পছন্দ করে। কারোর উপকার করে অন্যদের কাছে নিজের সুনাম বৃদ্ধির আশায় বার বার সেই কথা বলতে থাকে। আমি এই করেছি সেই করেছি ইত্যাদি বলে নিজেকে জাহির করার চেষ্টা করে। কিন্তু এগুলো নিজে বললে অন্যদের কাছে যেমন আপনার সম্মান বৃদ্ধি পাবে না তেমনি আপনার মনে এক ধরণের অহংকার জন্ম নিবে যা আপনার সফলতার অন্তরায় হয়ে দাড়াবে। তার থেকে এমন কিছু করেন আপনি নিজে নই অন্যরা আপনার প্রশংসা করবে।

৪। অনর্থক কথা না বলাঃ

আমরা নিজের সম্পর্কে অনেক অনর্থক কথা বলি। যেমন, আমি প্রতিদিন সকালে কফি না পান করলে সারাদিন ভালই কাটে না, আমি উবার ছাড়া লোকাল বাসে উঠতে পছন্দই করি না, আমি ২০০০ টাকা দামের শার্ট গায়ে দিই, কেউ আবার বলে আমার পকেটে ৫০০০ টাকার কম থাকলে রাস্তায় বের হতে পারি না। এই সকল অনর্থক কথা বলে কোন লাভ নেই। এর দ্বরা আপনার লাইফের কোন চেঞ্জ হবে না। এমন কথাগুলো আপনার সফলতা অর্জনে বাধা সৃষ্টি করবে।

৫। ব্যক্তিগত সমস্যাঃ

নিজের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা অন্যদের বলে কখনই ভাল সুফল পাওয়া যায় না। আপনার সামনে তারা সহানুভুতি প্রকাশ করলেও আপনার অন্তরালে হয়ত মনে মনে হাসে। তবে সবাই এক নয়। কেবল মাত্র খুব বিশ্বাসী এবং কাছের মানুষকে এগুলো বলা যায়। কিছু মানুষ আপনার এই ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে আপনাকে পরবর্তীতে নানা ঝামেলায় ফেলবে।

This post was last modified on নভেম্বর ১৪, ২০১৮ 3:05 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% দিন আগে

জার্মানি এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি। তথ্য…

% দিন আগে

গবেষণায় নতুন তথ্য: ভূমিকম্পের পূর্বাভাস দেবে মেশিন লার্নিং প্রযুক্তি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন ভূমিকম্পের পূর্বাভাস জানার…

% দিন আগে

অভিনেত্রী মম’র কণ্ঠে এবার রবীন্দ্রসংগীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছেন জাকিয়া বারী মম। অপরদিকে নিজের মতামতের…

% দিন আগে

পিঠের সিলিন্ডারে তেঁতুলপানি আর হাতে পাইপ! অভিনব কায়দায় ফুচকা খাওয়াচ্ছেন এক তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যাচ্ছে হলঘরের ভিতর হাতে ট্রে নিয়ে ঘুরছেন জনৈক তরুণ।…

% দিন আগে

শেরপুরের ঐতিহাসিক মাইসাহেবা জামে মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৫ আশ্বিন ১৪৩১…

% দিন আগে