দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুইজনই সারাবিশ্বে খুব জনপ্রিয় এবং হলিউডের প্রভাবশালী অভিনেতা। একজন ব্রাডপিট, আরেকজন জনি ডেপ। দুইজনের ভক্তদের জন্য মজার খবর হচ্ছে, সম্প্রতি তারা দুইজনই ইংল্যান্ডের একই বাড়িতে থাকার জন্য ইচ্ছাপোষণ করেছেন যে ঘটনায় বির্তকের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যায়।
হলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা এবং ব্যতিক্রমি এবং অদ্ভুত চরিত্রে রূপদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এই বছর মুভির শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে স্থানান্তর হতে হচ্ছে জনি ডেপকে। সেই কারণে জনি ডেপ সারে প্রোপার্টির একটি বাড়িতে অবস্থান করতে ইচ্ছুক।
অপরদিকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় একজন ব্যক্তি হিসেবে ধরা হয় যাকে সে হচ্ছেন ব্রাড পিট, একই সাথে অন্যতম জনপ্রিয় অভিনেতাও তিনি। এ বছর তাকেও শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে অবস্থান করতে হবে। কিন্তু বিতর্কের বিষয় হচ্ছে, জনি ডেপ যে বাড়িতে থাকতে ইচ্ছুক, সেই একই বাড়িতেই থাকতে চান ব্রাড পিট।
এই ব্যাপারে একটি সংবাদ সূত্র থেকে জানা যায়, পূর্বে দুইজনই এই সারে প্রোপার্টি ভাড়া করেছিলেন এবং দুইজনই খুব পছন্দ করেছেন বাড়িটি। তাদের পরিবার এইখানকার গোপনীয়তা এবং সকল সুযোগ সুবিধার জন্য খুবই স্বস্তি বোধ করেন।
তবে সূত্র আরো জানান, বাড়িটি এত বড় যে দুই অভিনেতার পরিবারই একই সাথে এইখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। বাড়ি নিয়ে সৃষ্ট এই বিতর্ক উভয় অভিনেতার ভক্ত এবং সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ আলোড়ণ তৈরি করেছে, দেখা যাক এই বিতর্ক কিভাবে অবসান ঘটে।
উল্লেখ্য, জনি ডেপকে খুব শীঘ্রই দেখা যাবে নতুন সায়েন্স ফিকশন সিনেমা ‘ট্রানসেনডেন্স’-এ আর ব্রাড পিট অভিনীত ওয়াল্ড ওয়ার জি এই বছরের জুন মাসে মুক্তি পেয়েছে।
তথ্যসূত্রঃ ইন্ডিয়া টুডে
This post was last modified on জুন ৩০, ২০১৩ 11:59 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…