Categories: বিনোদন

বঙ্গবন্ধুকন্যার গল্প ‘হাসিনা- এ ডটার’স টেল’ প্রেক্ষাগৃহে আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক অন্যরকম গল্প। একজন অসাধারণ পিতার সাধারণ কন্যা থেকে অসাধারণ নেত্রী, তাও বিশ্ব সমাদৃত নেত্রী হওয়ার গল্প! ইতিহাসের অনেক অজানা তথ্য উঠে এসেছে বঙ্গবন্ধুকন্যার গল্প ‘হাসিনা- এ ডটার’স টেল’ তথ্যচিত্রে। এবার সেটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।

কাহিনীটি এমন- পিতা নেই, তবে পাহাড় সমান পিতার স্বপ্ন আগলে রেখেছেন পরম যত্নসহকারে, বছরের পর বছর ধরে। পরিবারের সবাইকে হারিয়েও এতোগুলো দিন, সেই ভীষণ কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছেন, একা। তাঁর সেই কষ্টকে হার মানানোর, প্রতিকূলতার কাছে দমে না যাওয়ার এক গল্প। সেই গল্প অবলম্বনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র ‘হাসিনা— এ ডটার’স টেল’। আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) মুক্তি পেতে চলেছে গত দুই বছরের অক্লান্ত পরিশ্রমের এই ফসল। যদিও এই তথ্যচিত্রের ভাবনা দানা বাঁধে আরও ৩ বছর আগেই।

সবার জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঠিক আগের দিন ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) স্টার সিনেপ্লেক্সে এই তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।

Related Post

গতকাল (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা মূলত প্রকাশনার কাজ করি। আমরা ভেবেছিলাম তরুণদের জন্য ডকুমেন্টেশনাল বা আর্কাইভের কোনও কাজ করতে পারি কিনা। বাংলাদেশের উন্নয়নের জায়গা হতে শুরু করে, ইতিহাসের জায়গা হতে শুরু করে, স্বাধীনতার জায়গা নিয়ে আমরা মুজিব গ্রাফিক নভেলের কাজও করেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখছি বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। তার যে উন্নয়নের রাজনীতি সেই সম্পর্কে আমরা একটি ধারণাতে পৌঁছেছি। গত কয়েকদিন আগেও আমরা তরুণদের সঙ্গে একটি ফোকাস গ্রুপ আলোচনায় গিয়ে দেখেছি, তরুণরা ’৯০ সম্পর্কে ভুলে গেছে। সেই সময় রাস্তায় পাখির মতো মানুষ মারা হয়েছে, সেই সময় শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আন্দোলনে। এই ইতিহাস তরুণরা ভুলে গেছে!’

সাব্বির বিন শামস আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাজগুলোতে টার্মস অব রেফারেন্স হলো বঙ্গবন্ধু যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছেন। তখন আমরা নিজেরা চিন্তা করলাম এরকম একটা কাজ করতে পারি কিনা। এটা ডকুমেন্টেশন হতে পারে বা গ্রহণযোগ্য একটা কাজ আমরা করতে পারি কিনা। আমরা অ্যাপেলবক্সের সঙ্গে বসে কী ধরণের মানুষ আসবে, এটা কীভাবে সামনে এগিয়ে যাবে— এগুলো সবই নির্ধারণ করি। ৫ বছর ধরে কাজ করে, দুই বছরের মতো সময় লেগেছে একটা জায়গাতে দাঁড় করাতে। আমাদের এই কাজে শেখ রেহানার সন্তান ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক নিজে প্রতিটা জায়গায় গিয়ে সব সময় অত্যন্ত নিবিড়ভাবে সঙ্গে ছিলেন। আমাদের আরেকজন ট্রাস্টি নসরুল হামিদ বিপু সম্ভাব্য সবরকম চেষ্টা করে গেছেন।’

এই তথ্যচিত্রের বিপণনের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ গাওসুল আলম শাওন বলেন, ‘এটি একটি ডকু-ফিকশন। ১৫ নভেম্বর তারিখে সিনেপ্লেক্সে প্রিমিয়ার হবে। ১৬ নভেম্বর তারিখে মুক্তি পাবে ৪টি প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে, ব্লক বাস্টার, মধুমিতা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে। বঙ্গবন্ধুর কন্যার ব্যক্তিগত জীবন নিয়ে নির্মিত- এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তৈরি করা নয়, ইতিহাসকে ধারণ করে রাখার একটা প্রচেষ্টা এটি।’

This post was last modified on নভেম্বর ১৪, ২০১৮ 11:28 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে