যে ৭টি কৌশল আপনার প্রেজেন্টেশনকে আরো আকর্ষণীয় করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেজেন্টেশন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে একজন বক্তা কোন একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে স্রোতাদের বোধগম্য করে তোলে। সাধারণত যে বিষয় সম্পর্কে স্রোতাদের তেমন ধারণা নেই বা সামান্য ধারণা আছে, সে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে প্রেজেন্টেশন করা হয়। তাই প্রেজেন্টেশন যদি আকর্ষনীয় না হয় বা স্রোতাদের বোধগম্য না হয় তবে স্রোতাদের মনযোগ হারিয়ে যাবে।

আজ আমরা প্রেজেন্টেশনের এমন ৭টি কৌশল নিয়ে আলোচনা করব যা আমাদের প্রেজেন্টেশনকে আরো আকর্ষনীয় করে তুলবে।

১। শুরুটা হতে হবে মজারঃ

প্রেজেন্টেশনের মূল বিষয় হচ্ছে স্রোতাদের মনযোগ ধরে রাখা। তাই প্রথমেই যদি স্রোতারা মনযোগ হারিয়ে ফেলে তবে আপনার প্রেজেন্টেশনের কোন মূল্য থাকবে না। তাই শুরুটা ভাল করার চেষ্টা করুন। শুরুতে আপনি ১৫-২০ সেকেন্ডের একটি ছোট মজার গল্প দিয়ে শুরু করতে পারেন। এতে আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে।

Related Post

২।প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা প্রদানঃ

প্রেজেন্টেশনকে আকর্ষনীয় করতে হলে শুরুতেই প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় সম্পর্কে সাবাইকে ধারণা প্রদান করবেন। এবং এই প্রেজেন্টেশনের শেষে তারা কোন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করবে তা উল্লেখ করবেন। এই কৌশলটি স্রোতাদের মনযোগ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

৩। কৌতুহল সৃষ্টিঃ

সাধারণত প্রেজেন্টেশনে আমরা বিভিন্ন লেখা, ছবি, আঁকানো চিত্র, গ্রাফ ইত্যাদি ব্যবহার করে থাকি। তবে এইগুলো এমন ভাবে সাজাতে হবে, যেন এর মধ্যে কৌতুহল লুকিয়ে থাকে। আপনার আঁকানো কোন চিত্র বা গ্রাফ এবং লেখা স্রোতাদের মনে যেন কৌতুহল সৃষ্টি করে তবেই স্রোতারা মনযোগ বজায় রাখবে। কিন্তু আপনি যখন সেই কৌতুহলের আসল রহস্য উন্মোচন করবেন সবাই যেন সহজেই তা বুঝতে পারে সেই দিকে খেয়াল রেখেই স্লাইড সাজানো উচিৎ।

৪। ফ্রন্ট সাইজঃ

যেহেতু কোন সেমিনার বা ক্লাসে অনেক স্রোতা থাকতে পারে, এই জন্য দূর থেকেও সবাই যেন আপনার লেখাসমূহ বুঝতে পারে তাই ফ্রন্ট সাইজ ৩০ হওয়া উচিৎ। কারণ দূর থেকে দেখে সবাই যদি না বোঝে তবে আপনার প্রতি তারা মনযোগ হারিয়ে ফেলবে।

৫। স্লাইড সংখ্যা এবং সময়ঃ

প্রেজেন্টেশনের জন্য তৈরি স্লাইড সংখ্যা খুব বেশি হওয়া উচিৎ নয়। সময়ের সাথে মিল রেখে স্লাইড বানাতে হবে। বেশি সময় বা বেশি স্লাইড স্রোতাদের বিরক্তির কারণ হয়ে দাড়ায়। আবার কম স্লাইডে বেশি তথ্য উপস্থাপন করলে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। একটি স্লাইড নিয়ে বেশি সময় আলোচনা করা উচিৎ নয়। তাই প্রতিটি স্লাইড নিয়ে ১-২ মিনিটের মধ্যে কথা শেষ করবেন।

৬। বডি ল্যাঙ্গুয়েজঃ

প্রেজেন্টেশনের সময় বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে স্রোতারা আপনার প্রতি মনযোগ ঠিক রাখবে। তবে বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে প্রেজেন্টেশন রিলেটেড। মাত্রাতিরিক্ত বডি ল্যাঙ্গুয়েজ স্রোতাদের কাছে বিরক্তিকর মনে হবে। তাই কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে প্রেজেন্টেশন করবেন।

৭। উচ্চারণ ভঙ্গিঃ

প্রেজেন্টেশনের সময় আপনাকে কথার গুরুত্ব অনুযায়ী ভয়েস কম বেশি করতে হবে। সমস্ত কথা একই ভয়েসে বললে তা কথার মাধুর্যতা হারাবে। তাই প্রয়োজনে কোথাও জোরে বা আস্তে কথা বলুন। এতে আপনার প্রেজেন্টেশনের মুড ঠিক থাকবে।

This post was last modified on নভেম্বর ১৯, ২০১৮ 12:41 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’ এখন ইউটিউবে [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…

% দিন আগে

দড়িতে পোষা কচ্ছপ বেঁধে বেড়াতে বেরোলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…

% দিন আগে

সুন্দর এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

ওজন কমাতে কোনটি বেশি উপকারী জগিং নাকি সাইকেল চালানো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…

% দিন আগে

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে