পূর্বপুরুষের গ্রামেই সমাহিত হতে চান ম্যান্ডেলা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা এখনও অপরিবর্তনীয় রয়েছে। তিনি তাঁর পূর্বপুরুষের গ্রামেই সমাহিত হতে চান এমন খবর বেরিয়েছে।

সংবাদ মাধ্যম বলেছে, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা এ৪ সাইজের একটি কাগজে লিখে নিজ পূর্বপুরুষের গ্রাম কুনুতে সমাহিত হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন। তিনি খুব সাধারণভাবে তার শেষকৃত্য অনুষ্ঠান করারও ইচ্ছা প্রকাশ করেন।

মেইল অনলাইন ও গার্ডিয়ানের প্রতিবেদন বলা হয়, ১৯৯৬ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হোক, এমনটা তিনি কখনও চাননি। তিনি তার পিতৃপুরুষের গ্রাম কুনুতে সমাহিত হতে চেয়েছেন। কুনু গ্রামের নিজের বাড়ির কাছে একটি স্থানকে নিজের সমাধিস্থল হিসেবে পছন্দ করেছেন বর্ণবাদবিরোধী এই আইকন। ২০০৮ সালে সেখানে একটি অবকাঠামো তৈরি করা হয়।

পত্রিকাটি লিখেছে, ১৯৯৬ সালের জানুয়ারিতে সুনির্দিষ্টভাবে কিছু না বলে মোটা দাগে তিনটি নির্দেশনা দেন ম্যান্ডেলা। এর মধ্যে একটি ছিল মৃত্যুর পর তাঁকে সমাহিত করা নিয়ে। ম্যান্ডেলা বলেন, তাঁর শেষবিদায়ের সময় যেন রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের ঝামেলা করা না হয়। ইস্টার্ন কেপ অঞ্চলের কুনু গ্রামে সমাহিত হতে ইচ্ছা পোষণ করেন তিনি। সমাধিফলকের ব্যাপারেও পরামর্শ দেন ম্যান্ডেলা। বলেন, নামফলক যেন আড়ম্বরপূর্ণ না হয়। তাঁর ইচ্ছা, সাধারণ একটি পাথর দিয়েই হবে সমাধিফলক। ম্যান্ডেলা ৭৮ বছর বয়সে এ ইচ্ছার কথা জানান। সঙ্গে এ ইঙ্গিতও দেন, এ ইচ্ছা পরে পরিবর্তনও হতে পারে। তবে পরে আর তাঁর কোনো ইচ্ছার কথা জানা যায়নি।

এক গ্রামবাসী বলেন, মাদিবা হেঁটে হেঁটে দেখতেন সমাধিস্থল নির্মাণের কতটুকু অগ্রগতি হয়েছে। যারা সমাধিস্থলটি নির্মাণ করেছেন, তাদের বলা হয়েছে জায়গাটি নীরব শান্ত রাখতে। এ গ্রামেই বেড়ে উঠেছিলেন তিনি। ম্যান্ডেলাকে সমাহিত করা নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। এর আগে ম্যান্ডেলার ৩ সন্তান মারা গেলে তাদের কুনুতে সমাহিত করেন তিনি। পরবর্তী সময়ে তাদের মরদেহ মেভজো গ্রামে নিয়ে আসা হয়। এখানেই তারা ম্যান্ডেলাকে সমাহিত করতে চান। সূত্র: অনলাইন

This post was last modified on জুন ৩০, ২০১৩ 10:47 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে