দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নোংরা জুতা আমরা ফেলে দিই ডাসবিনে- সেটিই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি যদি কখনও শোনেন যে, এক জোড়া ‘নোংরা’ জুতার দাম ৬৩ হাজার টাকা! তখন বিস্মিত না হয়ে পারা যায় না।
আমরা জানি নতুন জুতা মানেই তা হবে অবশ্যই চকচকে। যাতে দেখেই বোঝা যাবে যে ব্র্যান্ড নিউ। তবে সেসব দিন বোধহয় এখন অতীত হতে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে মানুষের রুচি এমন কি পছন্দও। তাই ‘নোংরা’ জুতাই নাকি বর্তমানে ফ্যাশনে ইন করছে।
সে কথাটি মাথায় রেখেই জুতো প্রস্তুতকারক সংস্থা গুচ্চি একটি নতুন স্নিকার্স বাজারে এনেছে। যাকে অবশ্য সাদা স্নিকার্স বললে সম্পূর্ণ ঠিক বলা যাবে না।
কারণ হলো সাদা রঙে ধুলো-ময়লা লাগলে যেমন অফ-হোয়াইট রং হয়ে যায়, এই স্নিকার্সের রং এক্কেবারে তেমনই। তা সত্ত্বেও এটিই নাকি আধুনিক ফ্যাশন। দাম শুনলে তো আরওই অবাক হবেন তাতে সন্দেহ নেই। স্নিকার্সটির দাম ৬৩ হাজার ২৫৮ টাকা। ভুল পড়েন নি, ঠিক তাই। সাধারণ মানুষের বেতনের থেকে কয়েকগুণ বেশি দাম ওই ‘নোংরা’ জুতার।
জুতা কোম্পানি গুচ্চির তরফ থেকে একটি ক্যাম্পেনে জানানো হয়েছে, ‘স্কাফড, ডার্টি অ্যান্ড ভিনটেজ স্পোর্টসওয়্যার’ হতে অনুপ্রাণিত হয়েই এই নতুন স্নিকার্সটি তৈরি করেছেন তারা। মোট ৩টি রঙের ও ৪টি ডিজাইনের এমন ‘নোংরা’ জুতা কিনে নিতে পারবেন ক্রেতারা। গুচ্চি ও গুচ্চি ভিনটেজের ধাতব লোগো বসানো থাকবে এই জুতোতে। যাতে করে জুতাটি নতুনের মতো ঝকঝকে না হলেও মানুষ বুঝে যায় এটি কিনতে প্রকৃতপক্ষে আপনি কত টাকা ব্যয় করেছেন।
জুতো জোড়ার সবচেয়ে বড় গুণ হলো, এটি কখনই পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। কারণ যতোই পরিষ্কার করুন না কেনো, এই ‘নোংরা’ কখনও যাওয়ার নয়। তবে গুচ্চির এমন স্নিকার্স নেটদুনিয়ায় ইতিমধ্যেই হাসির খোরাক জুগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
This post was last modified on নভেম্বর ২২, ২০১৮ 5:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…