দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের তারকা প্রেমিক-প্রেমিকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ যারা ইদানিং নিত্য নতুন ঘটনার জন্ম দিয়ে মিডিয়ায় জায়গা দখল করে থাকেন। তবে তাদের সম্পর্কের রসায়ন জোয়ার-ভাটার মত। কখনো দেখা যায় অভিসারে লিপ্ত, আবার কখনো সম্পর্কের টানাপোড়ন। সম্প্রতি তাদের মধ্যে কলহ এবং ভাঙনের সুর দেখা গেছে।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক, রোমান্স, অভিসার মিডিয়াতে অনেকদিন ধরেই আলোচিত, যদিও তাদের এই সম্পর্ক তারা সবসময় অস্বীকার করেন। তবুও তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে সেটা শতভাগ সত্য। আর যে কোন সম্পর্কেই টানাপোড়ণ, ঝগড়া এসব স্বাভাবিক। আর এই সমস্যা থেকে বলিউড তারকার ক্যাটরিনা বা রণবীর বাদ যাবে কেন? একটি ট্যাবলয়েড পত্রিকার সূত্র থেকে জানা যায়, সম্প্রতি নবাগত বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে রণবীর এবং ক্যাটরিনার মধ্যে কলহ এবং এই সূত্রপাতে কথাকাটাকাটি হয়েছে। এর কারণ অবশ্য রণবীর কাপুরের ক্যাটরিনার প্রতি উদাসীন মনোভাব।
জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনা সম্ভবত রণবীরের সাথে একান্তে সময় ব্যয় করতে চেয়েছিলেন কিন্তু রণবীর অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনাকে সময় না দিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা শুরু করে দেন যা ক্যাটরিনাকে একাকীত্ব এবং মনমরা করে তোলে। এবং এ নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া এবং বচসা হয়। ফলশ্রুতিতে ক্যাটরিনা একাই অনুষ্ঠান থেকে বের হয়ে চলে যান।
এইরকম ঘটনার সূত্রপাত কেন হয়েছে এ প্রসঙ্গে সূত্র জানায়, কোন কারণে রণবীর এবং ক্যাটরিনার মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে, ঠিক এই কারণেই রণবীর তাকে এড়িয়ে গেছেন জন্মদিনের অনুষ্ঠানে এবং যা ক্যাটরিনাকে ক্ষুব্ধ এবং বিরক্ত করেছে।
Ishaqzaade মুভিতে অভিনয় করা অর্জুনের জন্মদিনের এই স্পেশাল দিন উদযাপন করতে উপস্থিত ছিলেন রণবীর, ক্যাটরিনা ছাড়াও বলিউড তারকা দীপিকা পাডুকন, রণবীর সিং সহ প্রচুর অভিনেতা অভিনেত্রী। অনুষ্ঠানটি আয়োজন করেছেন অর্জুনের চাচাত বোন আরেক বলিউড সুন্দরী সোনম কাপুর।
তথ্যসূত্রঃ আপুন কা চয়েজ
This post was last modified on জুলাই ১৪, ২০১৩ 9:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…