দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় ৭২ হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব প্রদান করেছে তুরস্ক সরকার। তুরস্কের বার্তা সংস্থা হুরিয়েৎ ডেইলি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে পার্লামেন্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক ও ৩৬ হাজার শিশুর নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে তুরস্ক।
জানা যায়, তুরস্কে প্রায় ৩ লাখ ৮০ হাজার সিরীয় শিশুর জন্মও হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব শিশুদেরও একইভাবে নাগরিকত্ব প্রদান করা হবে। ভ্রাতৃত্বের প্রতি এটা হবে আমাদের অনেক বড় বিনিয়োগ।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত ২৪ জুন তুরস্কের নির্বাচনে প্রায় ২৮ হাজার সিরীয় নাগরিক ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আগামী ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে আরও ৩৬ হাজার নাগরিক ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর হতেই সেখান থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় প্রদান করে আসছে তুরস্ক সরকার। জাতিসংঘের তথ্য মতে, বর্তমানে তুরস্কে প্রায় ৩০ লাখ ৬০ হাজারের মতো সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে।
This post was last modified on ডিসেম্বর ২০, ২০১৮ 3:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…