ই-বুক রিডার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক সময় না বুঝে-শুনেই ই-বুক রিডার বা এই জাতীয় পণ্যগুলো কিনে ফেলি। কিন্তু তা মোটেও উচিত নয়। বিশেষ করে ই-বুক রিডার কেনার আগে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার।

যারা কি ই-বুক বা ইলেকট্রনিক বই পড়ার কথা ভাবছেন তাদের ই-বুক রিডার কেনার আগে কয়েকটি বিষয়ে সতর্ক হওয়া উচিত। আজ ই-বুক রিডার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন:

বুদ্ধিমান ক্রেতা তারা

যদি আপনার বাজেট একটু বেশি থাকে, তাহলে ভালো রিডার আপনি কিনতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে, বই পড়ার সময় যেনো ব্যাকগ্রাউন্ড লাইট থাকে। এতেকরে দিনের বেলায় যেমন পড়তে সুবিধা হবে, তেমনি রাতেও পৃথকভাবে পড়ার লাইটের প্রয়োজন হবে না।

আপনার পছন্দমতো বেছে নিন

দেখা যায় প্রায় প্রতিটি ই-বুক রিডারেই ‘ফন্ট সাইজ’ ও মানুষের দৃষ্টিশক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই পড়া যায়। তাছাড়া আরও কিছু বাড়তি পয়সায় বড় ডিসপ্লে ও পাতা উল্টানোর জন্য বাড়তি বাটনও আপনি ইচ্ছে করলে নিতে পারেন।

বেড়াতে গেলে

আপনি যদি ভ্রমণ বা ছুটি কাটানোর জন্য যান তাহলে ই-বুক রিডার অনায়াসেই আপনার সঙ্গে নিতে পারেন। এটি দেখতে যেমন ছোট, তেমনি হালকা অথচ এর ভেতরে থাকতে পারে পুরো একটি লাইব্রেরির মতো হাজার হাজার বই। তাছাড়া অ্যামাজনের কিন্ডেলের মতো রিডারগুলোতেও একবার চার্জ দিয়ে মনের আনন্দে চার সপ্তাহ পর্যন্ত আপনার পছন্দের বইগুলো পড়তে পারবেন অনায়াসে।

পরীক্ষা করে নিতে হবে কেনার সময়

প্রতিটি দোকানই কেনার পূর্বে ই-বুক রিডার দেখার সুযোগ দিয়ে থাকে। কাজেই এই সুযোগে তাদের কাছ থেকে ডাউনলোডও করে নিতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনি যে বইগুলো পড়তে চান, কেবলমাত্র সেগুলোর জন্যই দাম দিতে হবে।

ওয়াটারপ্রুফ কিনা দেখে নিন

ওয়াটারপ্রুফ কিনা সেটি দেখে নিতে হবে আপনাকে। কারণ হলো আপনি সুইমিং পুল বা বাড়ির বাথ টবে শুয়েও ই-বুক পড়তে পারবেন, কোনও অসুবিধাই হবে না! ওয়াটারপ্রুফ মডেলে কিন্ডেল পেপারহোয়াইট এবং তোলিনো ভিশন থ্রি রয়েছে। এই দুই মডেলের ই-বুক পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা নেই। কেবলমাত্র পানি থেকে তুলে কিছুক্ষণ উঁচু করে ধরে রাখলেই হবে। তবে খেয়াল রাখবেন, সে সময় ইউএসবি স্টিক লাগানোর পোর্টটি যেনো নিচের দিকেই থাকে। এরপর বাতাসে শুকিয়ে নিতে হবে।

বিশেষ অফার

আপনি খেয়াল করবেন কিছু কিছু দোকানে নতুন ক্রেতাদের জন্য অনেক সময় বিশেষ অফার থাকে। আপনার কপাল ভালো থাকলে আপনিও পেয়ে যেতে পারেন প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে পছন্দের মতো ‘ই-বুক’ রিডার।

তাই ই-বুক রিডার কেনার আগে উপরোক্ত বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে।

This post was last modified on জানুয়ারী ২০, ২০২০ 1:12 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে