ট্রাম্পের হুমকির পাল্টা জবাবে যা বললো তুরস্ক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিদের আক্রমণ করা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করা হবে। এমন হুমকির প্রতিক্রিয়ায় তুরস্ক কঠোর ভাষায় জবাব দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিদের আক্রমণ করা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করা হবে। এমন হুমকির প্রতিক্রিয়ায় তুরস্ক কঠোর ভাষায় জবাব দিয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইটবার্তায় লেখেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমীকরণে বড় ধরনের ভুল করেছেন সিরিয়ান কুর্দিদের সঙ্গে পিকেকে মিলিয়ে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রয়েছে এবং এর শাখা হলো পিওয়াইডি/ওয়াইপিজে।

Related Post

ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইব্রাহিম কালিন আরও বলেন, সন্ত্রাসী কখনও আপনার মিত্র এবং অংশীদার হতে পারে না। তুরস্ক আশা করছে যে- মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশীদার ও সন্ত্রাসী প্রচারণার ছায়া হতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ গত রবিবার তার টুইটে সেনা প্রত্যাহারের এই বিষয়টি পরিষ্কার করেন। ইতিপূর্বে ডিসেম্বরে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তিনি।

এদিকে আল অ্যারাবিয়ার এক খবরে বলা হয়, সিরিয়া সীমান্তে নতুন করে আরও সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে তুরস্ক। তুর্কি গণমাধ্যমগুলো বলেছে, সিরিয়ার নিকটবর্তী তুরস্ক সীমান্তে ট্যাংক এবং ভারী অস্ত্রসহ সেনা বৃদ্ধি করা হয়েছে। গত কয়েক দিন পূর্বেও সিরিয়ার উত্তরের ইদলিবের সীমান্তঘেঁষে তুর্কি সৈন্য মোতায়েন করা হয়। সিরিয়ার এই ইদলিব প্রদেশ বিদ্রোহীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত।

সৌদিভিত্তিক ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে, গত কয়েক বছরে সিরিয়ার বিভিন্ন শহর ও জনপদ হতে বিতাড়িত হয়ে বিদ্রোহীরা এইখানটিতে এসে জড়ো হয়েছে।

কয়েকদিন পূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও বলেছেন, তিনি তুর্কি এবং সিরিয়ার কুর্দিদের সম্পর্কে একটি ভালো সম্পর্কের জন্য অপেক্ষা করছেন। সিরিয়ার অবস্থা ভালো হওয়ার ব্যাপারেও তিনি যথেষ্ট আশাবাদী।

তুর্কী প্রতিরক্ষামন্ত্রী খুলুসি আকারের বরাত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ বলেছে, সেনাবাহিনী প্রধান এবং গোয়েন্দাপ্রধান ইতিমধ্যেই সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সৈন্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন। সীমান্তে যেনো কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় সে ব্যাপারে তুরস্ক সরকার সর্বদা চেষ্টা করে আসছে।

এদিকে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন যে, ইদলিবে শান্তিরক্ষার ক্ষেত্রে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

This post was last modified on জানুয়ারী ১৫, ২০১৯ 1:56 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে