দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রজগতের আরেকজন এবার আওয়ামীলীগের এমপি হতে চান। তিনি হলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনেছেন।
সংরক্ষিত নারী আসন হতে এমপি হতে চান জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। গতকাল (১৬ জানুয়ারি) দুপুরে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় হতে মনোনয়ন ফরম কিনেছেন। এই সময় মৌসুমীর সঙ্গে ছিলেন চিত্র পরিচালক গুলজার।
গতকাল (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত এই ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।
জানানো হয়েছে, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার সংসদের ওই সংরক্ষিত আসনে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে নিলে ১টি আসন পাবেন।
উল্লেখ্য যে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চিত্র নায়িকা মৌসুমী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।
This post was last modified on জানুয়ারী ১৭, ২০১৯ 11:42 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…