চীনের কাছে চুল বিক্রি করে পাকিস্তানের কোটি কোটি টাকা আয়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের কাছে চুল বিক্রি করে পাকিস্তান কোটি কোটি টাকা আয় করছে বলে খবর বেরিয়েছে! খবরে বলা হয়, গত ৫ বছরে চীনে পাকিস্তান ১ লক্ষ কেজি চুল বিক্রি করেছে।

চীনে মাথার চুল রফতানি করছে পাকিস্তান। এই চুল বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে পাকিস্তান। দেশটির সংসদে হিসাব দিয়েছে পাকিস্তান সরকার। তাতে দেখা যায় যে, গত ৫ বছরে চীনে তারা ১ লক্ষ কেজি চুল বিক্রি করেছে।

গত শুক্রবার পাকিস্তানের সংসদে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা চলছিলো। সেখানে চুল বিক্রির টাকা হতে রোজগারের হিসাব দেয় দেশটির বাণিজ্য ও বস্ত্র দফতর।

হিসাবে বলা হয়, গত ৫ বছরে চীনে মোট ১ লক্ষ ৫ হাজার ৪৬১ কেজি চুল রফতানি করেছে পাকিস্তান। সেই বাবদ যে টাকা পাওয়া গেছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৯৪ লক্ষ টাকারও বেশি।

তবে সংসদে এই সময় প্রশ্নও ওঠে কী এমন প্রয়োজন হলো যে, মোটা অংকের টাকা দিয়ে পাকিস্তানের কাছ থেকে চুল কিনছে চীন? তার জবাবও পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকার এক খবর হতে জানা যায়, গত কয়েক বছরের মধ্যে চীনে কসমেটিকস ইন্ডাস্ট্রির বাজার আরও বড় আকারে রূপান্তরিত হয়েছে। ফ্যাশন ও স্টাইল নিয়ে সচেতনতা দেখা দিয়েছে সাধারণ জনগণের মধ্যে। নতুন ধরনের পরচুলা কিংবা রংবেরংয়ের হেয়ারব্যান্ড পরে সাজতে পছন্দ করেন চীনারা।

আর উন্নতমানের ওই সব সামগ্রী তৈরি করতে গেলে সাধারণত মানুষের চুলই ব্যবহার করা হয়। তবে চাহিদার জোগান দিতে হিমশিম খায় বেইজিং। সে কারণে ইসলামাবাদের দ্বারস্থ হতে হয়েছে তাদেরকে। মোটা অর্থের বিনিময়ে পাকিস্তান হতে চুল কিনছে চীন।

পাকিস্তান সরকারের হিসাব মতে, ২০১৩ সালে চীনে ১ লক্ষ ৪৮ হাজার ৯০১ কোজি চুল রফতানি করে পাকিস্তান। তারপর ২০১৪-১৫ অর্থবছরে রফতানি করা চুলের পরিমাণ ছিল ১৩ হাজার ১৫০ কেজির মতো। ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ সালে যথাক্রমে ১ হাজার ৪১০ কেজি ও ৭ হাজার কেজি চুল রফতানি করে পাকিস্তান।

উল্লেখ্য যে, কেবলমাত্র চীনেই নয়, বিভিন্ন পার্লার এবং স্যালোঁ হতে ৫ হতে ৬ হাজার টাকা কেজি দরে চুল কিনে সেটি আমেরিকা ও জাপানের মতো দেশেও রফতানি করে থাকে পাকিস্তান।

This post was last modified on জানুয়ারী ২০, ২০১৯ 4:42 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে