যে ৫টি কারণে প্রিয়জনদের কাছে আপনার বিশ্বাস নষ্ট হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বাস এমন একটি বস্তু যা একদিনে সৃষ্টিও হয় না আবার এক দিনে নষ্টও হয় না। এটি গড়তে যেমন অনেকদিন সময় লাগে ঠিক ভাঙ্গতেও অনেক দিন সময় লাগে। আর আমাদের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপন করে আমাদের প্রিয়জনেরা।

আমরা যা বলি তারা সেটাই নির্দিধায় বিশ্বাস করেন। তবে এমন কিছু কাজ রয়েছে যা প্রিয়জনদের কাছে আমাদের বিশ্বাস নষ্ট করে দেয়। বিশেষ করে বাবা-মা স্ত্রী সন্তানের কাছে এটি আরো জটিল রুপ ধারণ করে। আজ আমরা এমন ৫টি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রিয়জনদের কাছে আমাদের বিশ্বাস নষ্ট করতে কার্যকরি ভূমিকা রাখে।

১। গোপনে কোন কাজ করাঃ

আপনি গোপনে হয়ত এমন কোন কাজ করেন যা ইচ্ছে করলেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু ইচ্ছে করেই সেই বিষয়টি গোপন রেখেছেন। অথচ সমস্যাটি তখনি সৃষ্টি হয় যখন সেই বিষয়টি অন্য কারোর মাধ্যমে তারা জানতে পারে। আর তখনি ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস নষ্ট হতে শুরু করে।

২। নিজের সকল সিদ্ধান্তকে সঠিক মনে করাঃ

সাধারণত পরিবারের কর্তা একটু নিজেকে বেশি জ্ঞানী মনে করেন। কারণ তার কথা সকলে মেনে চলে এবং তার কথার অবাধ্য কেউ হতে পারে না। তবে একটি কথা মাথায় রাখবেন, আপনার সকল সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিবারের অন্যান্যদের কথা বলার সুযোগ দিতে হবে। নইলে এমন এক সময় আসবে, যখন তারা আপনার প্রতি পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলবে।

৩। পরিকল্পনা নষ্ট করাঃ

ধরুন আপনার প্রিয়জনদের সাথে আপনি একটি পরিকল্পনা তৈরি করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক সবাই চলবেন বা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। অথচ আপনি হঠাৎ করেই সেই পরিকল্পনা নষ্ট করে ফেললেন। আর এমন পরিকল্পনা হয়ত বারবার আপনি নষ্ট করেন। এর ফলে এক সময় আপনার প্রতি তাদের আর কোন বিশ্বাস থাকবে না। তাই এমন অভ্যাস ত্যাগ করুন এবং পরিবারের সাথে যে পরিকল্পনা করবেন তা বাস্তবায়ন করার চেষ্টা করুন।

৪। নিজের সুবিধাকে দেওয়াঃ

প্রতিটি কাজেই যখন নিজেকে বেশি প্রাধান্য দিবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রিয়জনেরা আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই অন্যদের সুযোগ সুবিধা নিয়ে একটু ভাবুন। তাদের কোথায় কি সমস্যা হচ্ছে তা বুঝার চেষ্টা করুন। নইলে তারা আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।

৫। মিথ্যা আশ্বাস দেওয়াঃ

নিজের বীরত্ব জাহির করতে বা সকলের মাঝে নিজের সম্মান বৃদ্ধি করার জন্য অনেক সময় কিছু মিথ্যা কথা বলে থাকি। অথচ আপনি সেই কথা কখনো কার্যকর করেন না। এভাবে বার বার প্রিয়জনদের এমন মিথ্যা আশ্বাস দেওয়ায় তারা আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। তাই চেষ্টা করবেন আপনার সাধ্যের বাইরে কোন কথা না বলা। কারণ আপনার সেই কথা যখনি আপনি কার্যকর করবেন না, তখনি আপনার প্রতি তাদের বিশ্বাস লোপ পেতে থাকবে।

This post was last modified on জানুয়ারী ২৪, ২০১৯ 10:04 পূর্বাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

নিজের রান্না করা খাবার খেয়েও বদহজম হতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাওয়ার সময় অসতর্কতার কারণে কিছু কিছু ভুল হতেই পারে। যা…

% দিন আগে

ক্রিকেট আইকন মাশরাফির সাথে আনন্দঘন সময় কাটানোর সুযোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অল্প ক’দিন আগে শেষ হলো দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল…

% দিন আগে

যেভাবে ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিলস বেশ জনপ্রিয় একটি ফিচার। ছোট আকারের এই ভিডিও দেখতে…

% দিন আগে

কানে ‘মুজিব’ ও শুভর প্রশংসা করলেন নাসিরুদ্দিন শাহ্‌

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমধ্যসাগরের তীরে এবার চলছে পৃথিবীর অন্যতম প্রাচীন ‘কান চলচ্চিত্র উৎসব’…

% দিন আগে

ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছর পূর্বে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে…

% দিন আগে

বিড়ির প্যাকেট ধার না দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ব্যক্তি ধারে চেয়েছিলেন বিড়ি, তবে তা দিতে অস্বীকৃতি জানান…

% দিন আগে