দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি এখন যেভাবে লাইফটা উপভোগ করছেন, তাতে কি আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি সফলতার ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন? লাইফে সফলতা পেতে হলে এবং সুন্দর জীবন উপভোগ করতে হলে প্রথমেই নিজেকে বদলে ফেলুন। আজ আমরা আলোচনা করবো নিজেকে কিভাবে বদলাবেন।
মানুষ কোন রোবট নই। তাই সব কিছু প্রোগামিং করে মনে রাখা সম্ভব নয়। এমন কিছু সুযোগ থাকে যা মনে না থাকার কারণেই হাত ছাড়া হয়ে যায়। তাই আজ থেকে আপনার মনের ইচ্ছাগুলো, কোন প্লানিং, এবং সামনে কোন সুযোগ থাকলে তা দ্রুত লিখে রাখুন। আর দিনের শেষে এবং সকালে সেই লিখে রাখা নোটবুকটিতে একবার করে চোখ বুলিয়ে নিন। তাহলে সফলতার কোন সুযোগই আপনার হাতছাড়া হবে না।
অর্থ ছাড়া সফলতা পাওয়া অনেকটাই দুর্লভ। তাই সফলতা পেতে আপনি যে উপায়ে এগিয়ে যেতে চাচ্ছেন, তার জন্য আপনার কিছু অর্থের প্রয়োজন হবে। তাই নিয়মিত কিছু কিছু করে অর্থ সঞ্চয় করুন। তাহলে নির্দিষ্ট সময়ে অন্যের দ্বারস্থ হতে হবে না।
যারা নিজের প্রতি সর্বদা সন্দেহ পোষণ করে, তারা জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে না। সর্বদা মনে করে সে যেটা করতে যাচ্ছে হয়ত সেটাই ভুল। মনের মধ্যে এমন সন্দেহ থাকায় তারা ঠিক মত জীবনে উন্নতি করতে পারে না। তাই নিজের প্রতি সন্দেহ দূর করতে হবে।
আমরা কোন কাজ করতে গেলে যদি কোন সমস্যার সম্মুখীন হই, সেখানেই হয়ত সেই কাজটি করা বাদ রাখি অথবা পরে সমাধান করবো বলে রেখে দিই। এই অভ্যাস একদিকে যেমন সময় নষ্ট করে অন্যদিকে কাজের সমস্যাকে আরো জটিল করে ফেলে। তাই কোন কাজ করার সময় যখনি, কোন সমস্যা দেখা দিবে তখনি তার সমাধান করে ফেলুন।
বেশিভাগ মানুষ কোন কাজে সফলতা অর্জন করতে না পারার অন্যতম কারণ হচ্ছে মাঝ পথে থেমে যাওয়া। আপনি হয়ত বেশ কিছু দিন ধরে একটি কাজ করছেন, হঠাৎ কোন কারণে মাঝ পথে থেমে গেলেন। এভাবে মাঝ পথে থেমে গেলে সেই কাজে আর অগ্রগতি হয় না। তাই কোন ভাবেই মাঝ পথে থেমে যাওয়া যাবে না।
সফলতা পেতে এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে, অবশ্যই উপরের এই উপায়গুলো ফলো করে নিজেকে বদলে ফেলতে পারবেন। তাহলে আজ থেকেই নিজেকে বদলে ফেলুন এবং সফল ও সুন্দর একটি জীবন গড়ুন।
This post was last modified on জানুয়ারী ২৪, ২০১৯ 9:07 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…