তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার যাত্রা শুরু করেছে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি। দেশটির প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান বিমানবন্দরটি কিছুদিন পূর্বে উদ্বোধন করেছেন।

তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে এই বিমান বন্দরের উদ্বোধন করা হয়। তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট, কাতারের আমির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৮টি দেশের ৫০ জন উচ্চ পর্যায়ের অতিথি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লিম্যাক, কোলিন, সেনগিজ, মাপা ও ক্যালন – এই বৃহৎ ৫টি কোম্পানির মিলিত কনসোর্টিয়ামের মাধ্যমে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়।

Related Post

কামাল আতাতুর্ক বিমানবন্দরের পরিবর্তে এখন থেকে এটিই ইস্তাম্বুলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। তুরস্কের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৬০০ কোটি ইউরো ব্যয়ে বিমানবন্দরটি নির্মিত হয়েছে। ৭ কোটি ৬০ লাখ বর্গমিটার আয়তনের এই বিমানবন্দর দিয়ে বর্তমানে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই অংশের কাজ সম্পন্ন করতে ব্যয় করা হয়েছে ৬০০ কোটি ইউরো।

প্রায় ১০ সহস্রাধিক লোক এই প্রকল্পে কাজ করেছে। এতে তুরস্ক ও বিদেশের মোট ২৫০ জন স্থপতি ও ৫ শতাধিক প্রকৌশলী এই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

এই বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী সেহিত তুরহান জানিয়েছেন, আপাতত দুটি রানওয়ে ও একটি টার্মিনাল চালু করা হবে। যা দিয়ে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। সেইসঙ্গে একটি প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, একটি কার্গো হাউজও চালু করা হবে। চালু হওয়া দুই রানওয়ের একটি চার দশমিক এক কিলোমিটার ও অপরটি ৩ দশমিক ৭৫ কিলোমিটার লম্বা। এই অংশে আপাতত ৩৪৭টি বিমান অবস্থান করতে পারবে। কামাল আতাতুর্ক হতে প্রধান ফ্লাইটগুলো এই বিমানবন্দরে সরিয়ে আনতে ৪৮ ঘণ্টার মতো সময় লাগবে।

২০২৩ সাল নাগাদ এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। তখন এতে যুক্ত হবে পৃথক ৬টি রানওয়ে। ৫০০টি বিমান তখন একসঙ্গে এই বিমানবন্দরে অবস্থান করতে পারবে। বছরে অন্তত ২০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। সেইসঙ্গে তখন এটি বিশ্বের সবচেয়ে বড় করমুক্ত শপিং কমপ্লেক্সে পরিণত হবে, যার আয়তন হবে প্রায় ৫৩ হাজার বর্গমিটার!

এই বছরের শেষ নাগাদ বিমানবন্দরটিতে প্রতিদিন ৩৫০টি গন্তব্যের জন্য বিমান ২০০০ বার উঠানামা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

This post was last modified on মার্চ ১৩, ২০১৯ 4:49 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অফিসে এসি না থাকলে গরমে সারাদিন পরিশ্রম করে সুস্থ থাকবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক অফিসেই এসির ব্যবস্থা থাকে না। এসি না থাকলেও কাজ…

% দিন আগে

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা: এক মহা দুর্যোগের শিকার এশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্বের জলবায়ুর সঙ্গে তুলনা করলে প্রথমেই উঠে আসে এশিয়ার…

% দিন আগে

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে