পুরো পরিবারকে বাঁচালো এক কুকুর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুকুরের প্রভুভক্তের কথা অবশ্য নতুন কিছু নয়। তবে এবার কুকুরের প্রভুভক্তের কাহিনী সবগুলোতেই হার মানিয়েছে। এবার পুরো পরিবারকে বাঁচালো এক কুকুর!

পুরো পরিবারকে বাঁচালো এক কুকুর! 1পুরো পরিবারকে বাঁচালো এক কুকুর! 1

প্রভুভক্ত প্রাণী হিসেবে মনিবের প্রতি কুকুরের ভালোবাসা নানা সময় মানুষের বিবেককে নাড়া দেয়। কখনও মনিবের প্রতি নিদারুণ ভালোবাসা, কখনও আবার মনিবকে রক্ষা, আবার কখনও মনিবের জন্য অপেক্ষা করতে করতে জীবনকে উৎসর্গ করা। এমন অনেক কাহিনী সিনেমাতেও আমরা দেখি। তবে বাস্তবেও মাঝে মধ্যে ঘটে এমন কিছু ঘটনা। আজকের এই ঘটনাটিও তেমনই একটি ঘটনা।

ব্যতিক্রমি ঘটনার কারণ হলো এবার শুধু মনিবকে নয়, মনিবের পুরো পরিবারকে রক্ষা করে হৃদয় ছুঁয়ে যাওয়ার এক ঘটনার জম্ম দিলো প্রভুভক্ত এই প্রাণীটি। কুকুরের কারণেই নিশ্চিত মৃত্যুর হাত হতে রক্ষা পেয়ে যায় পরিবারের সবাই।

Related Post

সম্প্রতি মার্কিন এক নাগরিকের বাড়িতে আগুন লাগে। ওই ঘটে যাওয়া ঘটনার বর্ণনায় টুইট করেন বাড়ির মালিক নিজেই। তিনি লেখেন যে, গত শুক্রবার রাতে তার স্ত্রী ও সন্তানরা বিছানায় ঘুমিয়ে পড়েছিল, মধ্যরাতে তার কুকুরটি খুব জোরে ডাকাডাকি করতে শুরু করে। কেনো এত জোরে জোরে চিৎকার করছে তা দেখতে ওই ব্যক্তি তার শোয়ার ঘরে প্রবেশ করেন। তিনি খুব ভয়ে ভয়ে বারান্দায় যান। এরপর ঘরের এক কোন থেকে আড়ালে তিনি কমলা রঙের উজ্জ্বল কিছু জ্বলজ্বল ও শব্দ করছিল- এমন কিছু তিনি দেখতে পান।

আমেরিকান নাগরিক ওলাইসেস এস কুকম্যান আগুন লাগার ওই হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে লেখা তার টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় কুকুরটিকে ‘গোল্ডেন রিট্রাইভার’ অ্যাখা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন সবাই।

টুইটারে ওই ব্যক্তি বলেন যে, ‘সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার মাত্র কয়েক ঘণ্টা পর মধ্যরাতে শোয়ার কক্ষে হাঙ্ক (কুকুর) প্রচণ্ড আকারে জোরে ডাকাডাকি করছিল। তখন আমার স্ত্রী ও বাচ্চারা ঘুমিয়েছিল। আমি তখন অন্য কক্ষে মুভি দেখা শেষ করেছিলাম মাত্র। তবে হাঙ্ক কোনোভাবেই তার ডাকাডাকি থামাচ্ছিল না। এরপর আমি বিছানা হতে নেমে শোয়ার কক্ষে গেলাম এবং তাকে (হাঙ্ক) থামানোর চেষ্টাও করলাম। এরপর যতোদ্রুত সম্ভব আমি বাড়ির কর্ণারে গেলাম। কামরায় প্রবেশ করে সেখান থেকে উজ্বল কমলা রঙের কিছু একটা দেখতে পাই।’

টুইটারে ঘটনাটি বর্ণনা করার সময় গর্বিত ওই মনিব কুকুরের ৬ বছরের আগের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি হাঙ্ক সম্পর্কে আপনাদের একটি গল্প বলতে চাই। আমি জানি আপনারা এটিকে একটা খুবই ভালো ঘটনা হিসেবে উল্লেখ করবেন।’

ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে মার্কিন নাগরিক আরও বলেন, সেখানে বড় ধরনের কোনো একটি কাঠ এবং পেইন্ট জাতীয় কিছু পুঁড়ছিল। ঈশ্বর ভালো জানেন যে, সেখানে আসলে কী কী ঘটেছিল। উজ্জ্বল কমলা রঙের ওই আলো থেকে কিছুক্ষণ পর দেখি আগুনের ধোয়া জাতীয় কিছু খুব দ্রুত চারিদিকে যেনো ছড়িয়ে পড়ছে।’

এই ব্যক্তি বলেন, ‘এই ঘটনার কিছুক্ষণ পর আমরা প্রত্যেকে হাঙ্কের চিৎকারের ঘটনায় বিষয়টি জানতে পারি ও আমি ও আমার পরিবার বাড়িতে কয়েক সেকেন্ড অপেক্ষা করি। পাশের প্রতিবেশীরা আগুনের বিষয়টি দেখতে পেয়ে টর্চ নিয়ে বেরিয়ে আসেন। এরপর আমি এবং আমার পরিবার ও কুকুর নিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। আমার স্ত্রী গতকাল আমাকে স্মরণ করিয়ে দেন হাঙ্ক ৬ বছর আগে তার নতুন জুতার একটি স্লিপার খেয়ে ফেলেন, তখন থেকেই সে অপরাধ বিষয়ক কোনো কিছু হলে বুঝতে পারে।’

তারপর তিনি আবারও আগুনের ওই ঘটনাটির বর্ণনা করেন, তিনি বলতে থাকেন যে, কয়েক ঘণ্টার মধ্যে কিভাবে কুকুরটি তাদেরকে সেদিন রক্ষা করেছিল।

এই ঘটনাটি হয়তো অন্যভাবেও শেষ হতে পারতো। কয়েক মিনিটের মধ্যে আমাদের বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ে ও আগুন নির্বাপনকারীরা সেখানে এসে আগুন দেখতে পায়। তারা সেখানে এসে আমাদের প্রত্যেককে রক্ষা করে, তখন আমরা বাড়িতেই ছিলাম।

‌গর্বিত ওই বাবা এই লেখার শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সত্যিই বিস্ময়কর। তারা বাতাসের বেগে আমাদের বাড়িতে এসে পুরো বিষয়টি নিজেদের আয়ত্ত্বে নিয়ে নিয়েছিলেন। যেটা সত্যি অবিশ্বাস্য অভিজ্ঞতারও প্রমাণ দেয়।’

তবে তিনি এ ঘটনায় পরিবারের জীবন রক্ষায় পুরো ক্রেডিট দিতে চান তার পোষ্য কুকুর হাঙ্ককেই। গর্বিত ওই কুকুরের মালিক আরও লেখেন, ‌‌‘আজকে আমি তাদের সঙ্গে যারা এই ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আমি এই ঘটনাকে কখনই ভুলবো না, কখনই না।’

This post was last modified on মার্চ ৩১, ২০১৯ 10:07 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাকিস্তানিদের ভিসা বাতিল করে ভারত ছাড়ার নির্দেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তান সম্পর্কে একাধিক সিদ্ধান্ত…

% দিন আগে

গ্রামের ক্যানেলে মাছ ধরার দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

ক্যান্সারের নেপথ্যে কী খাবারের বড় ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…

% দিন আগে

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…

% দিন আগে

৬ কিংবা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…

% দিন আগে

ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…

% দিন আগে