মাটির নিচের এক গ্রামে এখনও বসবাস করে ৩ হাজার মানুষ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উপর থেকে দেখে বোঝার কোনও রকম উপায় নেই যে এখানে পায়ে তলায় (মাটি থেকে ২২-২৩ ফুট গভীরে) বসবাস করছে গোটা একটা গ্রাম এবং সেখানে বসবাস করছেন ৩ হাজার মানুষ!

এই গোটা গ্রামটাই গড়ে উঠেছে মাটির নিচে! এই গ্রামের প্রতিটি বাড়ির স্থাপত্য পরিকল্পনা এক কথায় বলা যায় অসাধারণ! ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে ১০ ডিগ্রির কম হয় না। আবার গ্রীষ্মকালে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে না। কোথায় রয়েছে এমন আজব গ্রাম? আসুন জেনে নিই সেই গ্রামটি সম্পর্কে।

খুব বেশি দূরে কোথাও নয়, চীনের হেনান প্রদেশের সানমেনশিয়ায় রয়েছে এমন একটি অদ্ভুত গ্রাম। প্রায় ২শ’ বছর ধরেই এখানে মাটির তলাতেই বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন কয়েক হাজার মানুষ।

সম্প্রতি সানমেনশিয়া এলাকায় এমন অন্তত ১০ হাজার ঘরের সন্ধান পাওয়া গেছে। এগুলোর বেশির ভাগই বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাটির নিচে তৈরি এই ঘরগুলোকে চীনা ভাষায় বলা হয়ে থাকে ‘ইয়ায়োডং’, যার অর্থ হলোপ গুহা ঘর।

জি নিউজ এর এক খবরে জানা যায়, একটা সময় এখানে প্রায় হাজার বিশেক মানুষের বসবাস ছিলো। তবে আধুনিক সুযোগ সুবিধার অভাবে ও প্রতিকূল জীবনযাত্রার চাপে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। তবে এখনও সানমেনশিয়া এলাকার এই গুহা ঘরগুলোতে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করে আসছেন।

সেখানকার মাটি হতে ২২/২৩ ফুট গভীরে তৈরি ওই ঘরগুলো লম্বায় ৩৩ হতে ৩৯ ফুট পর্যন্ত। ঐতিহাসিকদের ধারণা মতে, হেনান প্রদেশের সানমেনশিয়ায় ‘ইয়ায়োডং’-এ বসবাসের ইতিহাস ২শ’ বছরের বেশি প্রাচীন নয়। তবে চীনের পার্বত্য এলাকায় আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগেও, ব্রোঞ্জ যুগে এই ধরনের গুহা ঘর তৈরি করে বসবাস করতেন বহু মানুষ।

২০১১ সাল হতে এই গ্রামটির সংরক্ষণের ব্যবস্থা করেন স্থানীয় প্রশাসন। বর্তমানে এই সব ‘ইয়ায়োডং’ বা গুহা ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগসহ সব রকম আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।

স্থানীয়দের দাবি হলো, ইয়ায়োডংগুলো ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই ঘরগুলোর আকর্ষণে এই এলাকায় বর্তমানে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে। পর্যটক টানার জন্য বর্তমানে ‘ইয়ায়োডং’ ভাড়া দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এক মাসের জন্য ভাড়ায় এই ‘ইয়ায়োডং’-এ থাকতে চাইলে আপনাকে গুণতে হবে ২১ ইউরো যা প্রায় ২ হাজার ৮১ টাকা । পছন্দ হলে আপনি কিনেও নিতে পারেন এই রকম একটি গুহা ঘর। শীতাতপ নিয়ন্ত্রিত এই ‘ইয়ায়োডং’-এর দাম ৩২ হাজার ইউরো যা বাংলাদেশী মূদ্রায় প্রায় ৩১ লাখ ৭১ হাজার ৫৩৬ টাকা।

This post was last modified on এপ্রিল ৮, ২০১৯ 12:46 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে