দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউজিল্যান্ডের সাথে আগামী অক্টোবর মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ দিয়েই বাংলাদেশ দলে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করলেন দেশসেরা পেশার মাশরাফি মোর্তাজা। এলক্ষ্যে গত তিন সপ্তাহ ধরে চলা তাঁর ফিটনেস ট্রেনিং গতকাল শেষ হয়েছে। বাঁহাঁটু’র ইঞ্জুরি থেকে সদ্য সেরে ওঠা মোর্তাজা বলেছেন, তিনি আগের থেকে অনেক বেশী ওজন ঝরিয়েছেন এবং এখন আরও স্বচ্ছন্দ্যে জোরে বোলিং করতে পারবেন।
গত ফেব্রুয়ারিতে বিপিএলে’র ফাইনাল ম্যাচে মাশরাফি ইঞ্জুরিতে আক্রান্ত হন। এরপর দীর্ঘদিনের জন্য তিনি দলের বাইরে চলে যান। বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরে ব্যস্ত তখন মাশরাফি ছিলেন অস্ট্রেলিয়ায় অপারেশন টেবিলে। অস্ট্রেলিয়া থেকে ফিরে নিজেকে নিয়ে পুনর্বাসনে ব্যস্ত হয়ে পরেন তিনি। মাশরাফি এখন সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত করেছেন, এবং দলের হয়ে আবারও নিজেকে উজাড় করে দিয়ে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
“আমি চার কেজি ওজন ঝরিয়েছি, এবং আরও চার থেকে পাঁচ কেজি ওজন ঝরানো আমার লক্ষ্য”, বলেছেন মাশরাফি। আরও বলেছেন, “৮৪/৮৫ কেজি ওজনে আমি সম্পূর্ণ ফিটনেস সহকারে বোলিং করতে পারবো। দলের ফিজিও বিভব সিং বলেছেন আরও চার সপ্তাহ পরিশ্রম করলেই সেটা ফিরে আসবে।”
২০০১ সালে টেস্টে অভিষেকের পর মাশরাফি ১১ বার ইঞ্জুরি’র কবলে পড়েছেন, এবং প্রতিবারই ফিরে এসেছেন কঠোর পরিশ্রম করে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলো তার সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। “গত পরশু ছোটো ছোটো রান আপে চার-পাঁচ ওভার বোলিংয়ের পর গতকাল পূর্ণ ছয় ওভার বোলিং করেছি, কোনো ব্যাথা অনুভব করিনি”, বলেছেন মাশরাফি।
“কিন্তু এখনও পূর্ণশক্তি দিয়ে বোলিং করার মতো ফিট হয়নি আমার শরীর, আমি এবং দলের ফিজিও সেটা নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আগামী অক্টোবরে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগেই আমি নিজেকে ফিরে পাবো বলে বিশ্বাস আছে।”
অক্টোবরের পাঁচ তারিখে ৩০ বছর বয়স পূর্ণ করবেন মাশরাফি। টেস্ট খেলা অনেকদিন ধরেই বন্ধ, টি২০ আর ওয়ানডে সিরিজের ভেতরেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছেন। ইঞ্জুরির কারণে পুরো ক্যারিয়ার জুড়ে কখনোই সেভাবে বিকশিত হতে পারেননি মাশরাফি, তবে ঐকান্তিক প্রচেষ্টার কারণে তাঁর কিছু দূর্দান্ত খেলা ক্রিকেট বিশ্ব দেখেছে। মাশরাফি দেখিয়েছেন নিজের দিনে প্রতিপক্ষ দলের জন্য তিনি কতোটা ভয়ংকর।
নিজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সফর করে তখন মাশরাফি মাত্র এক ওভার বোলিং করেই ইঞ্জুরিতে আক্রান্ত হন। তাই এবার তিনি খুবই সতর্ক। মাশরাফি বলেন, “এবারের ইঞ্জুরি থেকে সেরে উঠে পুনরায় ইঞ্জুরিতে আক্রান্ত না হবার ব্যাপারে আমি খুবই সতর্ক থাকবো। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর কোনো ইঞ্জুরিতে পড়ে নিজেকে শেষ করতে চাই না।”
তথ্যসূত্রঃ ক্রিকইনফো
This post was last modified on জুলাই ১৪, ২০১৩ 9:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…