নরেন্দ্র মোদি ‘হারাতঙ্ক’ রোগে ভুগছেন : মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে ‘হারাতঙ্ক’ রোগে ভুগছেন এবং তাই প্রতিদিন উল্টোপাল্টা বকছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল (শনিবার) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পানিঘাটায় এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘আপনারা জানেন তো, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। নরেন্দ্র মোদি হারবে বলে ভয়ে তার চোখমুখ শুকিয়ে গেছে। তাই হারাতঙ্ক রোগে ভুগছেন। সেজন্যই ওনার এখন হারাতঙ্ক হয়েছে। উনি এখন হারাতঙ্ক রোগে ভুগছেন। আর তাই রোজ উল্টোপাল্টা বকে যাচ্ছেন।’

Related Post

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি নেতাদের দুঃসাহস হয়েছে। সাহস থাকা ভালো তবে দুঃসাহস থাকা ভালো না।’ তিনি প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, ‘উনি বলছেন মমতা ব্যানার্জি কিচ্ছুই করেনি। আমি জিজ্ঞেস করি মমতা ব্যানার্জি যদি কিছু করে না থাকে তার জবাব জনগণ দেবে। আপনি আগে বলুন ৫ বছরে দিল্লিতে আপনি কী করেছেন? তার জবাব আগে দিন।

আপনি ৫ বছরের মধ্যে সাড়ে ৪ বছর বিদেশে ঘুরে বেড়িয়েছেন। মানুষের মুণ্ডু কেটে ফুটবল খেলা হয়েছে। গণপিটুনি, গো-রক্ষকের নামে মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপরে অত্যাচার-নির্যাতন, দলিত, আদিবাসী, সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছে।’

অসমে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসামে দেখুন ২২ লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। ওরা বলছে যে বাংলায় এনআরসি করবে। আমি বলেছি আগে আসামকে ঠেকাও তারপরে বাংলার দিকে তাকাও। আগে দিল্লি সামলাও, তারপরে বাংলার দিকে তাকাও।’

মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষের সুরে বলেন, ‘দিল্লির চেয়ার করছে টলমল, বিজেপি টলমল, বিজেপির ক্যাডাররা গদা ও তলোয়ার নিয়ে ঘুরছে। ৫ বছরে বেকারদের চাকরি হলো না কেনো? আপনিতো বছরে দুই কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিলেন।’

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মিথ্যে কথা বলতে বলতে ওদের জিভে পোকা পড়ে গেছে। রোজ মিথ্যে কথা বলছে, রোজ কুৎসা করছে, রোজ অত্যাচার করছে, রোজ সন্ত্রাস করছে। গায়ের জোরে বলছে আমি হিন্দু, আর সবাই বাদ। উনি একা দেশপ্রেমিক আর সকলেই বাদ। আগে বলতো মিত্র, এখন বলছে শত্রু। উনি একা মিত্র আর সকলেই শত্রু। এই হয়ে গেছে ওনার অবস্থা।’

This post was last modified on এপ্রিল ২১, ২০১৯ 9:58 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কমিউনিটির মধ্যে বন্ধন গড়ে তুলতে আইএসডি ফেয়ার অনুষ্ঠিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য এবং একাত্মতা উদযাপনে আইএসডি…

% দিন আগে

কৃষকদের জলবায়ু-সহিষ্ণু করে তুলতে একসঙ্গে কাজ করবে আইফার্মার এবং উইনরক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফার্মার লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৮ মে আইফার্মার লিমিটেড ও…

% দিন আগে

তাহসানের সঞ্চালনায় ফ্যামিলি ফিউড-এর বাংলাদেশি সংস্করণ বঙ্গতে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে শীঘ্রই আসছে জনপ্রিয় মার্কিন…

% দিন আগে

এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৩ দশমিক…

% দিন আগে

এসএসসি’র ফল প্রকাশ: প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফলাফল হস্তান্তর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফল…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি হেডফোন: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট সব্জির বাগান। এরমধ্যে কোথা থেকে এসে…

% দিন আগে