দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই হামলায় একাধিক নারী বোরকা পরে অংশগ্রহণ করেছিল বলে ধারণা করছে দেশটির গোয়েন্দারা। তাই নিরাপত্তার কারণে সেখানে বোরকা পরা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা সরকার।
বুধবার শ্রীলঙ্কার দৈনিক ডেইলি মিরর-এর প্রতিবেদনে বলা হয়, রবিবার ইস্টার সানডেতে হামলার শিকার নানা ঘটনাস্থল থেকে পাওয়া আলামত অনুযায়ী গোয়েন্দারা ধারণা করছেন যে, সিরিজ বোমা বিস্ফোরণে বোরকা পরা নারীদের একটি বড় দল অংশগ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নিতে চলেছে সরকার।
দেশটির পার্লামেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় যে, দেশে বোরকা নিষিদ্ধ করতে একাধিক মন্ত্রী প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে কথাও বলেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দেশের মসজিদ কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা শুরু করেছে শ্রীলংকা সরকার।
গত রবিবার দেশটিতে সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার কলম্বোর একটি এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সেখান থেকে সেনার নাগাল এড়িয়ে বহু জঙ্গি বোরকা পরে পালিয়ে গেছে বলে দাবি করা হয়েছে একটি সংবাদপত্রে।
উল্লেখ্য যে, শ্রীলঙ্কা স্বাধীনের পর হতে সেখানে মুসলিমদের মধ্যে বোরকার চলন ছিল না। তবে ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের পর এই দ্বীপরাষ্ট্রে এটি চালু করা হয়। যে কারণে এই বোরকাকেই জঙ্গিরা পালাবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলেও ধারণা গোয়েন্দাদের।
সেখানে টানা ৮টি সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শতাধিক মানুষ। গত রবিবার শ্রীলঙ্কার ৩টি গির্জা, ৩টি হোটেল ও আরও কয়েকটি স্থানে এই সিরিজ বোমা হামলা চালানো হয়।
This post was last modified on এপ্রিল ২৫, ২০১৯ 11:37 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।…