দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র হলো ফার্মগেট। এখান থেকে রাজধানীর যে কোনও স্থানে যাওয়া যায় খুব সহজে। আবার অনেক সম্পর্কের বুননও রয়েছে এই ফার্মগেটে। কারণ হলো এলাকাটিতে রয়েছে নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। এবার ফার্মগেট নিয়ে নির্মিত হলো নাটক ‘ফার্মগেট’।
মূলত এসব কারণে ফার্মগেটে রোজ জমে ওঠে মজার মজার সব আড্ডা, চলে সকাল হতে রাত অবধি। সেই আড্ডাকে ঘিরে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ফার্মগেট’। এই নাটকটি লিখেছেন দয়াল সাহা। পরিচালনায় রয়েছেন তপু খান।
নির্মাতা তপু খান বলেছেন, ‘ঢাকার এই ব্যস্ততম জায়গা সম্পর্কে সবার কম-বেশি ধারণা রয়েছে। এখানে অসংখ্য স্কুল, কলেজ ও ভার্সিটিও রয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। এই এলাকাটি দিনের বেশির ভাগ সময় ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। এসব গল্পই উঠে এসেছে এই ‘ফার্মগেট’ নাটকে। সঙ্গে একটি বার্তাও রয়েছে।’
জানা গেছে, এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।
সম্প্রতি ফার্মগেট ও উত্তরার বিভিন্ন স্থানে এই নাটকের দৃশ্যধারণ হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অরণ্য জিয়া, সিয়াম নাসির, আবদুল্লাহ্ রানা, সাদমান প্রত্যয়, স্মরণ সাহা, রিতু, পিন্টু, ফারহানা প্রিয়াসহ অনেকেই।
আসছে ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
This post was last modified on মে ৫, ২০১৯ 10:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, পেটের গোলমাল, ত্বকের সমস্যা- সব মিলিয়ে নাজেহাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…