দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব সম্পর্কে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়েই যেনো আগ্রহের শেষ নেই। নিজের নামের অক্ষর সংখ্যা, বাড়ির ঠিকানার সংখ্যাগুলি হতে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পর্যন্তও ঘোরা-ফেরা করে নিউমেরোলজির কারিশ্মা।
সত্যিই এক চমকে দেওয়ার মতো তথ্য। আপনার গাড়ির নম্বরেও লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যতের কথা, এমনটাই দাবি করে সংখ্যাতত্ত্ব! এবার জেনে নেওয়া যাক, কী বলে গাড়ির নাম্বার প্লেট-
১ সংখ্যাটি নাকি সূর্যের প্রভাবাধীন। নম্বর প্লেটে সংখ্যাটি থাকলে গাড়ির মালিকের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যায়। অপর দিকে এমন সংখ্যা মালিকের আত্মসর্বস্ব চরিত্রের কথাও বলে।
২ সংখ্যাটি হলো চন্দ্রাচ্ছন্ন। এমন সংখ্যা যার গাড়ির নম্বর প্লেটে থাকে, তিনি নাকি দূরযাত্রী। তারা শান্ত প্রকৃতির মানুষ হয়ে থাকেন। আবার সেই সঙ্গে তারা বড় বেশি আবেগপ্রবণও।
৩ সংখ্যাটি হলো বৃহস্পতির দ্বারা প্রভাবিত। এমন সংখ্যা গাড়ি-মালিকের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানায়। এরা মূলত আত্মগর্বী ও অর্থ-সর্বস্ব হয়ে থাকেন।
৪ এর উপরে প্রভাব ফেলে নাকি রাহু। এমন ব্যক্তি অর্থবান হয়ে থাকেন। তবে অর্থ-সংক্রান্ত সমস্যাও তাদের সারা জীবন তাড়া করে ফিরে। জীবনে বার বার তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সম্পর্কঘটিত ব্যাপারেও অনেক ঝড়-ঝাপটা সইতে হয় এদেরকে।
৫ এর উপরে রয়েছে বুধের প্রভাব। এরা তীক্ষ্ণবুদ্ধি, ব্যবসায় সফল ব্যক্তি। তবে সেইসঙ্গে শিশুসুলভ আচরণ করে গোলমালও কম পাকান না এরা।
৬ সংখ্যাটি শুক্রের দ্বারা প্রভাবিত। সৃজনশীল, শিল্পী মনের অধিকারী। তবে এরা খুব তাড়াতাড়ি নেশায় আসক্তও হয়ে পড়েন। নারীর সঙ্গেও ঝামেলা এদের প্রায়ই লেগেই থাকে।
৭ এর অধিপতি হলো কেতু। নম্বর প্লেটে এই সংখ্যা থাকলে তার মালিককে আধ্যাত্মিক বলে ধরে নেওয়া যায়। তবে আধ্যাত্ম্যই এদের পরিবার হতে বিচ্ছিন্ন করে রাখে। আবার গুনাগারও দিতে হয়। ৮ সংখ্যাটি হলো শনির অধীন। এমন সংখ্যাওয়ালা গাড়ির মালিকের সহজাত নেতৃত্বদানের ক্ষমতা থাকে সব সময়। তবে অপরদিকে এরা আর্থিক ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা করতে পারেন না।
৯ এর মালিকানা হলো মঙ্গলের। এরা প্রখর বুদ্ধির অধিকারী হয়ে থাকেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এরা। জীবনে উন্নতিও করেন এরা। তবে এদের জীবনে দুর্ঘটনা-যোগ সব সময় লেগেই থাকে।
০ সংখ্যাটিকে মূলত কোনো গ্রহই প্রভাবিত করে না। এই সংখ্যা যাদের গাড়িতে থাকে, তাদের জীবনটা ওঠা-নামায় পূর্ণ। তবে এরা প্রায়শই ভাগ্যবান হয়ে থাকেন। অভিষ্ট প্রাপ্তিতে এদের তেমন কোনো অসুবিধা হয় না। তবে বিনা নোটিশে এদের জীবনে দুর্ভাগ্যও আসে। হঠাৎই নিঃস্ব করে দিয়ে আবার চলে যায়।
This post was last modified on মে ১৩, ২০১৯ 2:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি সাধারণত পশুপাখিরা আতশবাজি থেকে দূরে থাকতেই পছন্দ করে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…